সমঝোতা প্রস্তাবে পাত্তা না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প
মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতা প্রস্তাব রূঢভাবে প্রত্যাখান করেছেন ডেমোক্র্যাট দলীয় নেতারা। এমন প্রত্যাখ্যানে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। বিবিসি।
ডেমোক্র্যাট দলীয় হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘প্রাচীর তোলার জন্য সরকার বন্ধ করে প্রেসিডেন্ট খুবই গর্ববোধ করেছিলেন। এবার সরকার চালু করার জন্য সক্রিয় হোন তিনি।’
ডেমোক্র্যাটদের প্রত্যাখানে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘তারা আমার প্রস্তাব না শুনেই প্রত্যাখ্যান করে দিয়েছে। সীমান্তে অপরাধ তারা চোখে দেখে না, তাদের চোখ কেবল ২০২০ সালের নির্বাচনে, আমি নিশ্চিত তারা সে নির্বাচনে জিততে পারবে না।’
ট্রাম্প সমঝোতা প্রস্তাবে বলেন, দেয়াল নির্মাণের বিল অনুমোদন দিলে প্রায় ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের হুমকি প্রত্যাহার করে নেবেন তিনি। যেসব তরুণদের বৈধ কাগজ পত্র নেই তারাও এর আওয়তায় পড়বে।
তিনি বলেন, মানবিক সাহায্যের জন্য আটশ' মিলিয়ন ডলার দেয়া হবে। একইসাথে সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য একই পরিমাণ অর্থ দেয়া হবে। এই অর্থ সীমান্তে অতিরিক্ত ২৭৫০ জন নিরাপত্তা কর্মী নিয়োগে সহায়তা করবে।
কিন্তু ডেমোক্র্যাটরা তার কোনও কথাতেই পাত্তা দেননি। সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। ট্রাম্পের উদ্দেশ্যে তারা বলেন, আগে সরকার চালু হোক, তার পরে অভিবাসন নিয়ে আলোচনা-মীমাংসা শুরু হবে।
ন্যান্সি পেলোসির দাবি, ‘প্রস্তাবগুলোর একটাও হাউসে পাশ হবে না। আর সব ক’টা মিলেও কার্যকর হওয়ার কোনও সম্ভাবনা নেই। কোনও চূড়ান্ত সমাধান উনি দিতে পারছেন না, যেটা আমাদের দেশের জন্য খুব দরকার।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলছে অচলাবস্থা। এর ফলে দেশটির কৃষি, বাণিজ্য, বিচার বিভাগ, স্বরাষ্ট্র, আবাসন ও নগর উন্নয়ন, অর্থমন্ত্রণালয় এবং পরিবহন বিভাগের ৮ লাখ কর্মকর্তা-কর্মচারীকে বিনা বেতনে চাকরি করতে হচ্ছে। বেতন ভাতা না পেয়ে তাদের বাধ্য হয়েই কাজ চালিয়ে যেতে হচ্ছে। অনেকে কাজ ছেড়ে দিয়েছেন।
ইত্তেফাক/টিএস
Comments