সর্বনিম্ন তাপমাত্রায় কানপুর ও সর্বোচ্চে দিল্লির শত বছরের রেকর্ড
ছবি: সংগৃহীত প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। উত্তর প্রদেশের কানপুর সর্বনিম্ন তাপমাত্রার শতবছরের রেকর্ড ভেঙ্গেছে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় শত বছরের রেকর্ড ভেঙ্গেছে দিল্লি। এ অবস্থায় বিমান ও ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে। খবর বিবিসি ও এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের কানপুরে মঙ্গলবার সকাল সাতটায় তাপমাত্রা শূন্য ডিগ্রির চেয়ে কম রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯১৩ সালের ২৯ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে কানপুরের তাপমাত্রা আশংকাজনকভাবে কমছে। তাছাড়া উত্তর প্রদেশ এবং বিহারের অনেক জায়গায় ঘন কুয়াশা দেখা গেছে। মাঝারি থেকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে পাঞ্জাব, চণ্ডীগড় ও পশ্চিম রাজস্থান। অন্যদিকে সোমবার দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা শতবছরের রেকর্ড ভেঙ্গেছে। ওই দিন সেখানকার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক মাত্রার চেয়ে ১১ দশমিক ৪ ডিগ্রি নিচে। ১৯০১ সালে তাপমাত্রা রেকর্ড শুরু করার পর থেকে এটাই ছিলো সর্বোচ্চ তাপমাত্রার দিক দিয়ে সবচেয়ে কম। আরও পড়ুন: চলতি বছর ১৫ ল...