Posts

Showing posts from December 31, 2019

সর্বনিম্ন তাপমাত্রায় কানপুর ও সর্বোচ্চে দিল্লির শত বছরের রেকর্ড

Image
ছবি: সংগৃহীত প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায়  জনজীবন স্থবির হয়ে পড়েছে। উত্তর প্রদেশের কানপুর সর্বনিম্ন তাপমাত্রার শতবছরের রেকর্ড ভেঙ্গেছে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় শত বছরের রেকর্ড ভেঙ্গেছে দিল্লি। এ অবস্থায় বিমান ও ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে। খবর বিবিসি ও এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের কানপুরে মঙ্গলবার সকাল সাতটায় তাপমাত্রা শূন্য ডিগ্রির চেয়ে কম রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯১৩ সালের ২৯ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে কানপুরের তাপমাত্রা আশংকাজনকভাবে কমছে। তাছাড়া উত্তর প্রদেশ এবং বিহারের অনেক জায়গায় ঘন কুয়াশা দেখা গেছে। মাঝারি থেকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে পাঞ্জাব, চণ্ডীগড় ও পশ্চিম রাজস্থান। অন্যদিকে সোমবার দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা শতবছরের রেকর্ড ভেঙ্গেছে। ওই দিন সেখানকার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক মাত্রার চেয়ে ১১ দশমিক ৪ ডিগ্রি নিচে। ১৯০১ সালে তাপমাত্রা রেকর্ড শুরু করার পর থেকে এটাই ছিলো সর্বোচ্চ তাপমাত্রার দিক দিয়ে সবচেয়ে কম। আরও পড়ুন:  চলতি বছর ১৫ ল...

চলতি বছর ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত

Image
ছবি: সংগৃহীত ২০১৯ সালে ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। এই মাইলফলক স্পর্শ করায় মঙ্গলবার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে তিন মুক্তিযোদ্ধার হাতে ভিসা তুলে দেন ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ। হাই কমিশনার বলেন, আগে ভিসা পেতে অনেক ধরনের বাধা ছিল। এখন সেটা নেই। ফলে ভারতে আসা-যাওয়া বেড়েছে। এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ভারত যাওয়া বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা খুবই খুশি যে, আজকাল আমাদেরকে ভিসা নিয়ে কথা বলতেই হয় না। ভিসা এত সহজে ইস্যু হয়। আমরা চাইব, লোকেরা আরও বড় সংখ্যায় ভারতে যাক। এখন লোকে সিকিম দেখতে যায় প্রচুর। বরফ দেখতে হলে সিকিমই সবচেয়ে কাছের। হাই কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে ৬৫ দশমিক ৬১ শতাংশ। এর আগে ২০১৮ সালে ১৪ লাখ ৫০ হাজার এবং ২০১৭ সালে ১৩ লাখ ৮০ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছিল ভারত। যা ২০১৯ সালে এসে ১৫ লাখ দাঁড়িয়েছে। ইত্তেফাক/জেডএইচ

প্রাথমিকে গড় পাসের হার ৯৫.৫০ শতাংশ

Image
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। অন্যদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের এই তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এর আগে সকালে গণভবনে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল ১৭ নভেম্বর। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ। আজ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন:  অনলাইন ও এসএমএসে যেভাবে পরীক্ষার ফল জানবেন

জেএসসি-জেডিসিতে বেড়েছে পাসের হার

Image
ফাইল ছবি ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রকাশিত ফলাফল অনুযায়ী এ বছর পাসের হার শতকরা ৮৭.৯০ ভাগ। যা গতবছরের তুলনায় ২.০৭ ভাগ বেশি। এ বছর নয়টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ২৬,০২,০৫৩ জন শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছে ২২,৮৭,২৭১ জন। পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ৭৮,৪২৯ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিলো ৬৮,০৯৫ জন। এর আগে আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিইসি, জেএসসি, জেডিসি ও প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ইত্তেফাক/এএম

মোবাইলে পঞ্চম ও অষ্টম শ্রেণির ফল পাবেন যেভাবে

Image
প্রতীকী ছবি প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরবেন। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল জানতে DPESTUDENT IDYEAR & SEND TO 16222 Example: DPE 1120194142432222 2019 & SEND TO 16222 ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল জানতে EBTSTUDENT IDYear & SEND TO 16222 Example: EBT 1120194142432222 2019 & SEND TO 16222 JSC পরীক্ষার ফল: JSCBOARDROLLYEAR & SEND TO 16222 Example: JSC DHA 123456 2019 & SEND TO 16222 JDC পরীক্ষার ফল: JDCMADROLLYEAR & SEND TO 16222 Example: JDC MAD 123456 2019 & SEND TO 16222 গত ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সারাদেশে ২৯ লাখ তিন হাজ...

পিইসি-জেএসসি-জেডিসির ফল জানা যাবে যেভাবে

Image
ফাইল ছবি প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার। বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করা হয়।  এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলনের পর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড জানায়, বেলা ১২টায় স্ব-স্ব কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে জেএসসি-জেডিসির ফল প্রকাশিত হবে। ফল জানা যাবে ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এ দু’টি ওয়েবসাইটে পাওয়া যাবে প্রাথমিক সমাপনী পরীক্ষার (জেএসসি ও জেডিসি) ফল। এছাড়া, মোবাইল অ্যাপ থেকে জেএসসি-জেডিসির ফলাফল জানা যাবে (www.educationboardresults.gov.bd) এই ওয়েবসাইটে।  তাছাড়া, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট-...

ইরান সমর্থক হাশদ আশ-শাবি'র ঘাঁটিতে ভয়াবহ হামলা চালাল আমেরিকা

Image
প্রতীকী ছবি ইরাকে মোতায়েন মার্কিন সেনারা ড্রোনের সাহায্যে সেদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত আল-আনবার প্রদেশের আল-কায়েম শহরে অবস্থিত জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি'র সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে। এ হামলায় হাশদ আশ-শাবি'র বহু সংখ্যক সেনা সদস্য হতাহত হয়েছে। হাশদ আশ-শাবি'র সামরিক ঘাঁটিতে মার্কিন হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও আমেরিকা ও তাদের মিত্ররা ইরাকের এ জনপ্রিয় বাহিনীকে লুটেরা, দুর্নীতিপরায়ন ও সাম্প্রদায়িক শক্তি হিসেবে উল্লেখ করে আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে হাশদ আশ-শাবি'র অবদানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়েছে এবং কয়েক দফা তাদের অবস্থানে হামলা চালিয়েছে। এ অবস্থায় ইরাকের এ জনপ্রিয় বাহিনীর ওপর আমেরিকার এতো ক্ষোভ ও শত্রুতার কারণ কি সেটাই বড় প্রশ্ন। এ প্রশ্নের উত্তরে প্রথমে বলা যায়, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিকসহ সব ক্ষেত্রে আমেরিকা ও হাশদ আশ-শাবি'র বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীতমুখী। হাশদ আশ-শাবি এমন একটি আধা সামরিক বাহিনী যা জনগণের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গঠিত হয়েছে যারা এ অঞ্চলে আইএসসহ বিদেশী শক্তির আধিপত্যের বিরু...

টি-শার্টে ‘ভয়ঙ্কর’ সাপ দেখে যা করলেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা

Image
বছর দশেকের একটি ছেলে, যাচ্ছিল নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিমানে ওঠার আগে তাকে টি-শার্ট খুলে ফেলতে বলা হল। কারণ তার সেই টি-শার্টে আঁকা ছবি নাকি অন্য যাত্রীদের উদ্বেগের কারণ হতে পারে। সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পরিবারের সঙ্গে নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিল স্টেভি লুকাস। তার পরনে ছিল একটি টি-শার্ট। যাতে আঁকা ছিল একটি সাপের ছবি। সেই ছবিটি নাকি এতটাই ভয়ঙ্কর তা অন্য যাত্রীদের বিব্রত করতে পারে। এমনই দাবি করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। স্টেভির কালো রঙের টি-শার্টে উপর আঁকা ছিল একটি সবুজ রঙের সাপের ছবি। সেই ছবি দেখে নিরাপত্তা অফিসার বলেন, এই টি-শার্ট বিমানে চড়ার ক্ষেত্রে যথাযথ নয়। প্রতিবাদ করেন স্টেভির বাবা স্টিভ ও মা মারগা। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাদের বক্তব্যে অনড় থাকেন। শেষ পর্যন্ত মারগা ছেলেকে বলেন টি-শার্টটি উল্টো করে পরে নিতে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই টি-শার্ট উল্টো করে পরার দৃশ্য নাকি বিমানবন্দরের সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়েছে। বিষয়টি নিয়ে স্টেভির ছবির সঙ্গে একটি পোস্ট করেছে ‘অ্যাভিয়েশন ফেল’ নামে একটি টুইটার হ্যান্...

কাশ্মীরে ২ ঘণ্টায় পরপর ৪ বার ভূমিকম্প

Image
বছর শেষে কেঁপে উঠল ভারতের জম্মু ও কাশ্মীর। মাত্র ২ ঘণ্টার মধ্যে ৪ বার কেঁপে উঠল জম্মু-কাশ্মীরসহ পাকিস্তানের একাংশ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর। সোমবার রাত পৌনে ১১টার দিকে প্রথমবার কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। ৬ মিনিট পর ফের কেঁপে ওঠে মাটি। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫।   তৃতীয় কম্পনটি অনুভূত হয় রাত ১০টা ৫৮ মিনিটে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। রাত ১১টা ২০ মিনিটে শেষবার কম্পন অনুভূত হয়। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। এমনটাই জানিয়েছে ইয়োরোপিয়ান-মেডিটারনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। বারবার মাটি কেঁপে ওঠায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাড়ি থেকে প্রচণ্ড শীতের মধ্যেও বেরিয়ে আসেন বহু মানুষজন।  সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তৃতীয় ও  চতুর্থ কম্পনটি হয় ভূপৃষ্ঠ থেকে ৩৬ ও ৬৩ কিলোমিটার গভীরে।   রিপোর্ট লেখা প্রর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এদিকে, সোমবার রাত ১০টা ২৯ মিনিটে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। সূত্র: জিনিউজ বিডি ...

সুদানে শিক্ষক হত্যায় ২৯ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুদণ্ড

Image
সুদানে বন্দি অবস্থায় আহমাদ আল-খাইর নামের এক শিক্ষককে নির্যাতন ও হত্যার দায়ে ২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। সোমবার বিচারক সাদক আবদেল রহমান এ রায় দেন।  খবর বিবিসির। ২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি চার কর্মকর্তাকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় সাতজনকে।  গত জানুয়ারিতে সুদানের পূর্বাঞ্চলীয় কাসালা প্রদেশে ওমর আল-বশির সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন আহমাদ আল-খাইর। এরপরই তাকে গ্রেপ্তারের পর বন্দি করে রাখেন গোয়েন্দা কর্মকর্তারা। বন্দি অবস্থাতেই তাকে নির্যাতন চালিয়ে হত্যার  অভিযোগ উঠে। এরই মধ্যে গত এপ্রিলে সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে বাধ্য হন ওমর আল-বশির। পরে শিক্ষক আহমাদ আল-খাইরের হত্যাকাণ্ড ঘিরে জনগণের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়। এদিকে এ রায়ের পর শিক্ষক আহমাদ আল-খাইরের ভাই সাদকে বিচারক প্রশ্ন করেছিলেন, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ২৯ গোয়েন্দা কর্মকর্তাকে তিনি ক্ষমা করবেন কি না। উত্তরে সাদ ক্ষমা করবেন না বলে জানান। এদিকে রায় ঘোষণার পর শত শত ...

শীতে কাঁপছে ভারত, ১১৯ বছরের রেকর্ড ভাঙল দিল্লির তাপমাত্রা

Image
প্রচণ্ড শীতে কাঁপছে উত্তর ভারত। ঘন কুয়াশার জেরে সোমবার দিল্লিগামী ২০টি বিমানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। বাতিল করতে হয় ৪টি ফ্লাইট। দেশটির আবহাওয়া অধিদফতরের সূত্রমতে, গত ২৬ ডিসেম্বর থেকে নামতে শুরু করেছে দিল্লিসহ গোটা উত্তরভারতের তাপমাত্রা। কনকনে ঠাণ্ডা আর কুয়াশায় রাজধানী দিল্লি, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশের জনজীবন বিপর্যস্ত। বিহার ও মধ্যপ্রদেশেও পড়েছে তীব্র ঠাণ্ডা। সোমবারের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১১৯ বছরের রেকর্ড ভেঙেছে। এর আগে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা নেমেছিল ১১.৩ ডিগ্রিতে। ২০১৩ সালের ১ জানুয়ারি রাজধানীর তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি। সোমবার দিল্লির সফদরজং এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে এটি ছিল ১১.৪ ডিগ্রি নিচে। জিনিউজ জানায়, ঘন কুয়াশার জেরে সোমবার দিল্লিগামী ২০টি বিমানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। বাতিল করতে হয় ৪টি উড়ান। এদিন বেলা ১২টা ৫৩ মিনিট পর্যন্ত ৫৩০ উড়ানে দেরি হয়। কুয়াশার কারণে দিল্লিগামী ৩০টি ট্রেনের সিডিউল বিপর্যয়ও ঘটে। এদিকে, দিল্লির থেকেও খারাপ অবস্থা রাজস্থানের। সোমবার জ...