Posts

Showing posts from January 28, 2018

কোটি মূল্যের ৬৮ ধরনের খনিজ সম্পদ রয়েছে ইরানে'

Image
ইরানের খনিজ শিল্প এবং খনি নবায়ন ও উন্নয়ন সংস্থার প্রধান মাহদি কারবাসিয়ান জানিয়েছেন, ইরান খনিজ সম্পদের রিজার্ভের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দশটি দেশের অন্যতম। দেশটির ইস্পাহানে খনি ও খনিজ শিল্প বিভাগের এক সমাবেশে একথা জানান তিনি। তার মতে, তামা, সোনা, ক্রোমাইট ও পাথুরে কয়লাসহ নানা ধরনের খনিজ সম্পদের ইরানি রিজার্ভ বা মজুদ রয়েছে। আর সেই মজুদের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি ডলার মূল্যের সমান বলে কারবাসিয়ান জানান। ইরানে ৬৮ ধরনের খনিজ সম্পদ রয়েছে। এবং ইসলামী এই দেশটিতে এখনও পর্যন্ত প্রায় ছয় হাজার কোটি টন পরিমাণের খনিজ সম্পদ চিহ্নিত করা হয়েছে। বিশ্বের প্রায় সাত শতাংশ খনিজ সম্পদ রয়েছে ইরানে। বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

পঞ্চ পাণ্ডবদের ব্যবহৃত সুড়ঙ্গ পাওয়ার দাবি উত্তরপ্রদেশে!

Image
ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বাগপত জেলার বারনাওয়া গ্রামে মহাভারত যুগের সুড়ঙ্গ ও ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেছেন সেদেশের কয়েকজন অধ্যাপক। স্থানীয়রাও বিশ্বাস করেন, বারনাওয়া গ্রাম যার প্রাচীন নাম ছিল বারনাব্রত। ওই গ্রামে যে সুড়ঙ্গ উদ্ধার হয়েছে কৌরবদের হাত থেকে রক্ষা পেতে সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন পাণ্ডবরা! শুধু তাই নয়, একটা বিশালাকায় ঢিবি উদ্ধার হয়েছে। সেই ঢিবিটাই নাকি একটা বাড়ি ছিল। যা কৌরবরা তৈরি করেছিলেন পাণ্ডবদের জন্য। মহাভারতে উল্লিখিত ‘লাক্ষাগৃহ’ নাকি এটাই। মোদীনগরের মুলতানি মাল পিজি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক কৃষ্ণকান্ত শর্মারও দাবি, বারনাওয়াতে যে ঢিবি পাওয়া গেছে সেটি কৌরবদের তৈরি ‘লাক্ষাগৃহ’। তারা পাণ্ডবদের থাকার জন্য এটি তৈরি করেছিলেন। এখানেই পাণ্ডবদের হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন তারা। বহু পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে বাগপতে খননকার্য চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। যৌথভাবে এই খননকার্য চালাবে এএসআই এবং দিল্লীর ইনস্টিটিউট অব আর্কেওলজি। খননকার্য চালানোর জন্য একটি দল ইতিমধ্যেই বারনাওয়া গ্রামে পৌঁছে কা...

পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান

Image
পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার)  ৩৮ ও ৩৯ নং পিলারের ওপর বসিয়ে দেয়ে হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় স্প্যানটি খুঁটির ওপর বসিয়ে দেয়া হয়। শনিবার থেকে স্প্যানটি খুঁটিতে  বসানোর কাজ শুরু হলেও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ায় বসানোর কাজ স্থগিত রাখা হয়। পরে রবিবার বেলা উঠতেই স্প্যানের কাজ শুরু হয়। ঘড়ির কাটায় ঠিক ৮টা ৩০ উঠতেই ৭বি নম্বর বিশাল স্প্যানটি পিলারের ওপর নেয়া হয়। সেখানে এখন সেট করার প্রক্রিয়া চলছে। বেয়ারিং ও অস্থায়ী কাঠামোর সাথে এটি সেট করা হচ্ছে। তবে ৩৮ নম্বর খুঁটিতে স্থাপন করা ৭এ নম্বর প্রথম স্প্যানের সাথের ওয়েল্ডিং করার পর এই অস্থায়ী কাঠামো সরিয়ে নেয়া হবে। দায়িত্বশীল প্রকৌশলীরা ইত্তেফাক অনলাইনকে জানান, স্প্যানটি খুঁটির ওপর বসিয়ে দিলেও ক্র্যান দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, পুরোপুরি ভার দেয়া দেয়া হয়নি। প্রথম স্প্যানের মতই আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর ক্রেনটি সরিয়ে নেয়া হবে।  ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি খুঁটিতে লেগে যাওয়ার পর পদ্মা সেতু এখন ৩০০ মিটার দৃশ্যমান হচ্ছে। এরই মধ্য দিয়ে দ্বিতীয় স্প্যান বসানোর নিয়ে প্রায় দু’ মাসের...

অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে মহাসমাবেশ ‘পাহাড়ে স্থানীয় জনগণই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে’

Image
পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাঙ্গামাটিতে আজ রবিবার সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির সচেতন নাগরিক সমাজের ডাকা এ মহাসমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে স্থানীয় জনগণই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।  রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ সকালে সন্ত্রাস বিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জাতীয় সংসদের মহিলা সংষদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নের্তৃবৃন্দরা সমাবেশে বক্তব্য দেন।  পার্বত্য সচেতন নাগরিক সমাজের ডাকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সকাল থেকে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে জড়ো হতে থাকে পাহাড়ি বাঙালি সকল শ্রেণি পেশার মানুষ। কানায় কানায় পরিপূর্ণ রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাঙ্গামাটির প্রধান প্রধান সড়ক প্রদ...