Posts
Showing posts from January 20, 2020
মাঠ থেকে ন্যায্য মূল্যে লবণ কিনবে সরকার
- Get link
- X
- Other Apps
সরাসরি মাঠ থেকে এক লাখ মেট্রিকটন অপরিশোধিত লবণ কিনবে সরকার। এ জন্য বিসিক থেকে অর্থ চাওয়া হয়েছে। অর্থ ছাড় পেলেই প্রান্তিক চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে লবণ কেনার প্রক্রিয়া শুরু করবে বিসিক। আর মাঠ থেকে লবণ কেনা শুরু হলে স্থিতিশীলতা আসবে, বাড়বে লবণের দাম। সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে লবণ উৎপাদন, সরবরাহ ও বাজারদর বিষয়ে মতবিনিময় সভায় বিসিক কক্সবাজারের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সৈয়দ আহামদ এ তথ্য জানান। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে এই সভায় লবণ চাষী ও মিল মালিকেরা লবণের ধারাবাহিক দরপতন রোধ ও চাষিদের মাঠে নামানোর বিষয়ে কথা বলেন। তারা বলেন, একটি অসাধু ও অতি মুনাফালোভী লবণ সিন্ডিকেটের কারণে দেশের বাজার অস্থিতিশীল। সঠিক দাম পায় না প্রান্তিক লবণচাষীরা। লবণ শিল্প বিরোধী চিহ্নিত চক্রকে দমন করতে না পারলে আগামী দিনে লবণ শিল্প খাত আরো কঠিন অবস্থার মুখোমুখি হবে। লবণ চাষীদের অভিযোগ, প্রতিদিনই ফিনিশ লবণ দেশে ঢুকছে। যা কম দামে বাজারে ছড়িয়ে দিচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। উদ্বৃত্ত থাকার পরও প্রতি বছর লবণ আমদানি...
পদ্মাসেতুর ৮৫ দশমিক ৫ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন
- Get link
- X
- Other Apps
ফাইল ছবি পদ্মা বহুমুখী মূলসেতুর ৮৫ দশমিক ৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটি। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। পদ্মা সেতুসহ ফাস্ট ট্র্যাকভুক্ত ১০টি প্রকল্পের প্রতিটির অগ্রগতির চিত্র তুলে ধরা হয় এ সভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্পের পুরো কাজের ৭৬ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে বলেও জানানো হয় সভায়। পদ্মা বহুমুখী প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরে সভায় জানানো হয়, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ-৯১%, মাওয়া প্রান্তে এপ্রোচ রোডের কাজ-১০০%, সার্ভিস এরিয়া(২)-১০০%, মূল সেতু নির্মাণ কাজ ৮৫.৫০% এবং নদীশাসনের কাজ ৬৬% শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৬.৫০% শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাস্ট ট্র্যাক প্রজেক্টের প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে জানেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পদ্মাসেতুর কাজের অগ্রগতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পদ্মা ...
চীনে ওয়ান টাইম প্লাস্টিক বন্ধ হচ্ছে
- Get link
- X
- Other Apps
রয়টার্স ফাইল ছবি। চীন সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে বড় পরিকল্পনা নিয়েছে। ২০২০ সাল শেষ হওয়ার আগেই বড় শহরগুলো থেকে নিকৃষ্ট মানের প্লাস্টিক (ওয়ান টাইম ব্যাগ বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক) সব নিষিদ্ধ করা হবে। ২০২২ সালের মধ্যে সব শহর থেকে প্লাস্টিক নিষিদ্ধ হবে। বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে চীনও রয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই রেস্তোরাঁগুলোতে একবার ব্যবহারযোগ্য খাওয়ার পাইপ (স্ট্র) ব্যবহার নিষিদ্ধ করা হবে। শত কোটির বেশি মানুষের দেশ চীন বর্জ্য অপসারণে হিমশিম খাচ্ছে। দেশটির সবচেয়ে বড় আস্তাকুঁড় ১০০টি ফুটবল মাঠের সমান। সেটি এখন আবর্জনায় ভরে গেছে। ২০১৭ সালে চীন নগরের বিভিন্ন বাড়ি থেকে ২১ কোটি ৫০ লাখ টনের বেশি বর্জ্য সংগ্রহ করেছিল। তবে এসব বর্জ্য পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা সহজ হয়নি। চীনের দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন গতকাল রোববার নতুন নীতি জারি করেছে। আগামী পাঁচ বছরে এই নীতির বাস্তবায়ন হবে। ২০২২ সালের মধ্যে সব শহর ও এলাকা থেকে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হবে। তবে যেসব বাজারে তাজা পণ্য বিক্রি করা হয়, সেগুলোর জন্য ২০২৫ স...
চাকরিতে অষ্টম থেকে উপরের গ্রেডের নিয়োগে কোটা থাকবে না
- Get link
- X
- Other Apps
ছবি: সংগৃহীত সরকারি চাকরিতে অষ্টম থেকে উপরের দিকে (১ম-৮ম) গ্রেডে সরাসরি নিয়োগে কোনো কোটা থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোটা বাতিলের পরিপত্রে নবম গ্রেড যেহেতু প্রথম শ্রেণি, নবম গ্রেডে যখন নিয়োগ হবে তখন কোটা পদ্ধতি থাকবে না। মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হয়: নবম ও তদূর্ধ্ব গ্রেড (পূর্বতন ১ম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগে প্রদান করা হবে। কোনো কোটা থাকবে না। উল্লেখ্য, ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’তে শ্রেণির পরিবর্তে গ্রেড উল্লেখ করা হয়েছে। আগের ১ম শ্রেণির পদ বলতে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদকে বোঝানো হয়েছে। ইত্তেফাক/জেডএইচ
কাঁটাবনের বাহারি মাছ ও পোষা প্রাণীর মার্কেট
- Get link
- X
- Other Apps
রাজধানীতে রয়েছে বাহারি পোষা মাছ ও প্রাণীর মার্কেট। ঢাকা বিশ্বিবিদ্যালয় সংলগ্ন কাঁটাবনের সড়ক দিয়ে চলাচল করলে চোখে পড়ে এসব। শোনা যায় বাহারি রঙিন পাখির কিচির-মিচির কলতান। দেখা যায় নান্দনিক মাছের সমাহার। মনে হবে নানা রকম পশুপাখিতে ভরা একটি বন। আসলে এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটে গড়ে ওঠা পোষা প্রাণীর এক জমজমাট বিক্রয়কেন্দ্র। কাঁটাবন ফিশ অ্যান্ড পেট এনিমেল মার্কেট নামে পরিচিত। চাহিদার বাইরে মানুষের শৌখিনতাকে ঘিরেই গড়ে উঠেছে এ পোষা প্রাণীর বাজার। মার্কেটটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হওয়ায় যে কেউ অনায়াসে এই মার্কেটে আসতে পারেন। মার্কেটটির পূর্বে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পশ্চিমে নীলক্ষেত এবং নিউমার্কেট। দক্ষিণে বুয়েট ও পলাশী রোড এবং উত্তরে হাতিরপুল, এলিফ্যান্ট রোড ও শাহবাগ এলাকা। মার্কেটটি কাঁটাবন সিগন্যাল থেকে নীলক্ষেত এবং ধানমন্ডি থানা পর্যন্ত দীর্ঘ। যা পাওয়া যায় : মানুষের প্রাণী পোষার শখটিকে মাথায় রেখেই এ বাজারে রয়েছে পাখি, মাছ, কুকুর, বিড়াল, খরগোশ, কাছিম থেকে শুরু করে বানর পর্যন্ত। এর মধ্যে দেশি-বিদেশি রয়েছে। এখানে বিড়াল ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা, বিভিন্ন বিদে...
বিমান বিধ্বস্ত : নিহতদের লাশ ফেরত পাঠাচ্ছে ইরান
- Get link
- X
- Other Apps
ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া বিমানের মরদেহ ফেরত পাঠানো শুরু করেছে ইরান। রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ১১ জনের মরদেহ পৌঁছেছে। গত ৮ জানুয়ারি বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। ইউক্রেনের পতাকা দিয়ে মোড়া ১১টি কফিনে করে ওই মরদেহগুলো ফেরত পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি, প্রধানমন্ত্রী ওলেকসি গোনচারুক এবং অন্যান্য কর্মকর্তারা কিয়েভের বোরিসপিল বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তেহরানের ওই বিমান দুর্ঘটনায় ইরানের ৮২ জন, কানাডার ৫৭ জন, ইউক্রেনের ১১ জন, সুইডেনের ১০ জন, আফগানিস্তানের চারজন এবং যুক্তরাজ্যের তিনজন নিহত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি তেহরানে বিধ্বস্ত হয়। ইউক্রেনের নিহত ১১ জনের মধ্যে নয়জনই ছিলেন বিমানের ক্রু সদস্য এবং দু’জন ছিলেন যাত্রী। মরদেহগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের স্টাফদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মরদেহের কফিনগুলো কিছু সময়ের জন্য বিমান বন্দরের টার্মিনালে রাখা হয়েছে যেন নিহতদের স্বজন এবং ইউক...
আইএইএ'র সঙ্গে সহযোগিতার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেবে ইরান'
- Get link
- X
- Other Apps
'ইউরোপ যদি পরমাণু সমঝোতা নিয়ে মতবিরোধ নিরসনের জন্য ম্যাকানিজম ‘মশে’ চালু করে তাহলে ইরানও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সাথে সহযোগিতার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেবে।' ইরানের সংসদ মজলিশে শূরায়ে ইসলামির প্রধান আলী লারিজানি সংসদের প্রকাশ্য অধিবেশনে এ ঘোষণা দেন। তিনি ইউরোপের পক্ষ থেকে ম্যাকানিজম 'মশে' চালুর হুমকির তীব্র সমালোচনা করেন। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন গত ১৪ জানুয়ারি ব্রাসেলসে এক যৌথ বিবৃতিতে পরমাণু সমঝোতা নিয়ে মতবিরোধ নিরসনের ম্যাকানিজম ‘মশে’ চালুর ঘোষণা দেন। গতকালের অধিবেশনে সংসদ সদস্যরা এক বিবৃতিতে বলেছেন, ইউরোপ যদি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে ইরানও আইএইএর সঙ্গে সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত নেবে যাতে পাশ্চাত্য বিশেষ করে পরমাণু সমঝোতায় সইকারী দেশগুলো এটা বুঝতে পারে যে ইরান কঠোর সিদ্ধান্ত গ্রহণে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান এক বছর পর্যন্ত ধৈর্য ধরে বাকি দেশগুলোকে ইরানের ক্ষতি পুষিয়ে দেয়ার সময় দিয়েছে। ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি স্থগিত রেখেছে তবে বেরিয়ে যায়নি। কিন্তু তা...
মক্কায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা
- Get link
- X
- Other Apps
সৌদি আরবের মক্কায় হজ ও ওমরাহ পালনে যাওয়া মুসলমানদের সুবিধার্থে কাবা শরিফের আঙিনায় তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা। জানা গেছে, নির্মাণাধীন একেকটি ছাতার নিচে অবস্থান করতে পারবে ২৫০০ মানুষ। আরবের তাপদাহ থেকে সুরক্ষা দিতেই এই ছাতাগুলো নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ সালেই এই ছাতা তৈরির সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। এক একটি ছাতার ওজন প্রায় ১৬ টন অর্থাৎ ১৬ হাজার কেজি। ৩০ মিটার উচ্চতায় স্থাপন করা হচ্ছে ছাতাগুলো। এক একটি ছাতা দৈর্ঘ্যে এবং প্রস্থে ৫৩ মিটার। অর্থাৎ এর পরিধি ২ হাজার ৮০৯ বর্গমিটার। সৌদি প্রশাসন সূত্রে জানা গেছে, জেনারেল প্রেসিডেন্সি টু হলি মস্ক নামের একটি কম্পানিকে এই ছাতা নির্মাণ কাজ দেওয়া হয়েছে। তবে এই ছাতা তৈরির প্রযুক্তিটি নেওয়া হয়েছে জাপান থেকে। ওই এলাকায় মোট ৮টি ছাতা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ছাতার নিচে এক সঙ্গে বসে নামাজ পড়তে পারবেন প্রায় চার লাখ মানুষ। প্রতিটি ছাতার নিচে থাকছে বসার জায়গা। এমনকি ঘড়ি ও এইচ ডি স্ক্রিনও থাকছে ওই ছাতার তলায়। ওই ছাতাগুলো একসঙ্গে মেলে ধরলে ফুলের বাগানের মতো দৃষ্টি নন্দন লাগবে। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন বিডি প...
কয়লার ব্যবহার বন্ধ করছে জার্মানি
- Get link
- X
- Other Apps
ছবি- ডয়েচে ভ্যালে কয়লার ব্যবহার বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জার্মানি। দেশের কয়েকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এ বছরই বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া ২০৩৮ সালের মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সম্পূর্ণ বন্ধ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে জার্মান সরকার ও কয়লা উৎপাদনকারী অঙ্গরাজ্যগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালে’র কয়লার ব্যবহার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া অঙ্গরাজ্য চারটি হল- নর্থরাইন-ওয়েস্টফালিয়া, সাক্সনি, সাক্সনি-আনহল্ট এবং ব্রান্ডেনবুর্গ। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সরকার ও কয়লা উৎপাদনকারী চার অঙ্গরাজ্য তাদের চুক্তির বিস্তারিত সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরই অন্তত আটটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। কয়লার ব্যবহার থেকে বেরিয়ে যাওয়ার এই প্রক্রিয়ায় সরকার ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে এক হাজার চারশ’ কোটি ইউরো দেবে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো ক্ষতিপূরণ হিসেবে পাবে ৪৩৫ কোটি ইউরো। তবে ক্ষতিপূরণের অর্থ ছাড়ের জন্য অবশ্যই পার্লামেন্টের অনুমোদন ন...
ভারতের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নিতে নারাজ মাহাথির
- Get link
- X
- Other Apps
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ। ছবি: সংগৃহীত পাম তেল কেনা বন্ধ করার জবাবে ভারতের বিরুদ্ধে কোন বাণিজ্যিক ‘প্রতিশোধ’ নিতে নারাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার সাংবাদিকদের মাহাথির বলেন, ভারতের পাম তেল কেনা বয়কটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে মালয়েশিয়া ছোট একটি দেশ। মাহাথির বলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে আমরা ছোট একটি দেশ। বরং এ থেকে উত্তরণের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে। এর আগে মাহাথির বলেছেন, ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কিনবে না, সে সম্পর্কে অবগত কুয়ালালামপুর। এছাড়া সেসময় মাহাথির জানান, তার দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন। বিশ্বের ভোজ্য তেলের বৃহত্তম ক্রেতা ভারত চলতি মাসে মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করেছে। ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মাহাথির মোহম্মদের সমালোচনা করার জবাবে ভারত এমন পদক্ষেপ নেয়। এছাড়া এর আগে মাহাথির মোহাম্মদ জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় ভারত কাশ্মীরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন। রয়টার্স, এনডিটিভি। ইত্তেফাক/এসআর
প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্ম স্থলে যাওয়ার সময় শিক্ষক শিক্ষিকাদের কিছু মর্হুত দেখুন ভালো লাগবে
- Get link
- X
- Other Apps
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন শিক্ষক শিক্ষিকা মন্ডলী কিছু অংশ
- Get link
- X
- Other Apps