Posts

Showing posts from January 30, 2018

আজ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন ট্রাম্প গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্যিক ইস্যু

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার জানিয়েছেন, তিনি তার প্রথম বার্ষিক ভাষণে অভিবাসন এবং বাণিজ্যকে গুরুত্ব দেবেন। তিনি এসব ইস্যুতে ডেমোক্র্যাটদের সমর্থন আশা করবেন।  স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রী হিসেবে অ্যালেক্স আজারের শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিরপেক্ষ অভিবাসন নীতি করতে চান। আর মার্কিন বাণিজ্য আরো বাড়াতে চান। যুক্তরাষ্ট্রে যাতে বিদেশিরা আরো বেশি করে বিনিয়োগ করেন সেই চেষ্টা করবেন তিনি। রয়টার্স ইত্তেফাক/আনিসুর

কেমন ছিল মহাত্মা গান্ধীর জীবনের শেষ দিনগুলো

Image
মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের অন্যতম প্রধান একজন রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন, এবং স্বাধীনতার পর ভারত তাঁকে জাতির জনকের মর্যাদা দেয়। সময় ১৯৪৮ সাল। ৩০শে জানুয়ারি। ভারত ভাগের প্রায় দেড় বছর পরেই দিল্লির বিরলা হাউজে হত্যা করা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে, বেশীরভাগ মানুষ যাকে চেনেন মহাত্মা গান্ধী নামে। আজ মঙ্গলবার গান্ধী হত্যার ৭০ বছর পূর্তি হচ্ছে। সারা ভারত ঘুরে বেড়ানো মোহনদাস গান্ধী কেন শেষ সময়ে দিল্লির বিরলা হাউসে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৪৭ সালের ৯ সেপ্টেম্বর শেষবারের মত গান্ধী দিল্লিতে আসেন। এর আগে যখনই তিনি দিল্লি এসেছেন, প্রত্যেকবার তিনি 'ভাঙ্গি কলোনি' নামের এক জায়গায় থাকতেন। কিন্তু শেষবার যখন তিনি দিল্লি আসেন, তখন শহরের বিভিন্ন জায়গায় শরণার্থীরা অবস্থান করছিল। তাই তিনি অবস্থান নেন বিরলা হাউজে। মোহনদাস করমচাঁদ গান্ধী দিল্লি আসেন কোলকাতা থেকে। সে সময় হিন্দু আর মুসলমানদের মধ্যে অশান্তি চলছিল- সেটা থামিয়ে তিনি দিল্লিতে আসেন। কিন্তু দিল্লিতে এসে দেখলেন এখানে মুসলমানদের উপর হামলা হচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত ন...

ভোলায় ৩০ মণ জাটকা উদ্ধার

Image
সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন থেকে সোমবার রাতে ৩০মণ জাটকা (ছোট ইলিশ) উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। রাত ১২টার দিকে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জাটকাগুলো বরিশালের উদ্দেশ্যে পাচারকালে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পেটি অফিসার মো. মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকার সাথে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অসহায় ও দরিদ্রদের মাঝে এসব জাটকা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, সরকার দেশের ইলিশ সম্পদ রক্ষা ও বৃদ্ধির জন্য গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সারা দেশে জাটকা শিকার, বিক্রি, পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইত্তেফাক/মোস্তাফিজ