Posts

Showing posts from October 26, 2020

আফগানিস্তানে তালেবান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা

Image
  প্রতীকী ছবি মার্কিন সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে। কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনার পরই দেশটির নিরাপত্তা বাহিনীকে রক্ষায় মধ্যাঞ্চলে গতকাল স্থানীয় সময় সন্ধ্যার দিকে তালেবানের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর রয়টার্সের। জানা গেছে, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ওয়ার্দাক প্রদেশে মার্কিন বিমান হামলায় পাঁচ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে দেশটির সঙ্গে স্বাক্ষরিত সৈন্য প্রত্যাহার চুক্তি মেনেই বিমান হামলা পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লিগেট। এদিকে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবান গোষ্ঠীর ৮৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নানগারহার, ওয়ারদাক, উরুযগান, যাবুল, যুজযান, বাল্‌খ, হেলমান্দ, বাদাখশান, বাগলান ও কুন্দুজে সেনা অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৮৫ তালেবান নিহত ও ৩৫ জন আহত হয়।  এর আগে গত শনিবার রাতে রাজধানী কাবুলের দাশত্-এ-বারচি এলাকায় এ...

নিষিদ্ধ ওয়্যারলেস নেটওয়ার্কে ইরফান সেলিম নিয়ন্ত্রণ করতেন পুরান ঢাকা

Image
  সংগৃহীত ছবি নৌ-বাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে সরকার নিষিদ্ধ ওয়্যারলেস নেটওয়ার্কিং সিস্টেম, বিদেশি মদ, অস্ত্র, চাইনিজ কুড়াল প্রভৃতি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। আজ বিকালে অভিযানের এক পর্যায়ে হাজী সেলিমের চাঁন সরদার দাদার বাড়ির ভিতরে সাংবাদিকদের নিয়ে গেলে উদ্ধার এসব অস্ত্র-মাদক ও নিষিদ্ধ নেটওয়ার্কিং সিস্টেম দেখা যায়। ইরফান ও তার দেহরক্ষী এখনো বাড়ির ভিতরে র‌্যাব হেফাজতেই আছেন। অভিযান এখনো চলছে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, হাজী সেলিমের ছেলে পুরান ঢাকা তার নিয়ন্ত্রণে রাখতে এবং তথ্য সংগ্রহের জন্য সম্পূর্ণ ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে রেখেছেন। এজন্য তিনি অবৈধভাবে ভিপিএস ডিভাইস ব্যবহার করতেন। এই ডিভাইস আইন-শৃঙ্খলা বাহিনী ট্র্যাক করতে পারেন না। সরকারি অনুমোদ ছাড়াই তিনি এই ভিপিএস নেটওয়ার্কিং সিস্টেম করেছিলেন।   এসব ডিভাইসের মাধ্যমে তিনি ঘরে বসেই পুরো পুরান ঢাকার তথ্য সংগ্রহ করতে পারতেন। দাদা বাড়ি ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় অভিযান চা...

করোনার টিকা পাওয়ার আশা আরও উজ্জ্বল

Image
  করোনাভাইরাসের সংক্রমণে জটিলতার ঝুঁকি সবচেয়ে বেশি প্রবীণদের। সেই প্রবীণদের শরীরেও প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য টিকাটি। শুধু তা–ই নয়, তরুণদের শরীরেও কাজ করছে টিকাটি। অ্যাস্ট্রাজেনেকা আজ সোমবার এই দাবি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলমান মহামারি মোকাবিলায় একটি কার্যকর ও নিরাপদ টিকার প্রত্যাশা করছে পুরো বিশ্ব। এই খবরে সেই আশা আরও উজ্জ্বল হলো। এদিকে লন্ডনের একটি হাসপাতালের কর্মীদের জানানো হয়েছে, আগামী নভেম্বরেই ওই হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার সম্ভাব্য টিকার প্রথম সরবরাহটি পৌঁছাবে। এ জন্য তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য সান। অ্যাস্ট্রাজেনেকা আজ বলেছে, তাদের সম্ভাব্য টিকাটির কার্যকারিতার প্রমাণই শুধু পাওয়া যাচ্ছে না, প্রবীণদের মধ্যে এর পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম দেখা গেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, এটা আশাব্যাঞ্জক যে প্রবীণ ও তরুণদের মধ্যে সম্ভাব্য টিকাটি একই রকম রোগ প্রতিরোধ ব্যবস্থা ...

ভারতে মাইক পম্পেও ও মার্ক এস্পার

Image
  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার দুইদিনের সফরে আজ ভারত গেছেন। এরইমধ্যে তারা নয়াদিল্লিতে পৌঁছেছেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আজ বৈঠক করার কথা রয়েছে তাদের।  বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা, সামরিক সহযোগিতা এবং অস্ত্র বাণিজ্য ইস্যুতে আলোচনা করা হবে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে।  মার্কিন নির্বাচনের মাত্র ৮ দিন আগে এই সফরে ভারতের সঙ্গে কোন প্রতিরক্ষা চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

হঠাৎ যুক্তরাষ্ট্র ও ভারতের ‘টু প্লাস টু’ বৈঠক, বড় প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা

Image
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার মুখেই আজ সোমবার হঠাৎ দিল্লিতে ‘টু প্লাস টু’ বৈঠক। আমেরিকার পররাষ্ট্রসচিব মাইক পম্পেয়ো ও প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপারের সঙ্গে ভারতের পক্ষে আলোচনায় অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।  দু’দিনের এই বৈঠকে সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে একাধিক বড় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। সেই কারণেই টু প্লাস টু বৈঠকের দিকে নজর রয়েছে কূটনৈতিক শিবিরের। ক্রমেই আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত। বৈঠকের আগেই তাকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আট মাস পর গুরুত্বপূর্ণ এই বৈঠকে বসছে নয়াদিল্লি-ওয়াশিংটন।  আমেরিকার পররাষ্ট্র দফতর বিবৃতি দিয়ে বলেছে, ‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের আগামী বৈঠকে ভারতের সঙ্গে আমেরিকা পারস্পরিক বোঝাপড়া আরও বাড়াবে।’ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক রয়েছে দুই আমেরিকান কূটনীতিকের। নয়াদিল্লি-ওয়াশিংটন কৌশলগত বোঝাপড়া নিয়...