Posts

Showing posts from September 29, 2018

২৭ জঙ্গিকে আফগানিস্তানের হাতে তুলে দিল পাকিস্তান

Image
মোট ২৭ জন জঙ্গিকে আফগানিস্তানের হাতে তুলে দিয়েছে পাকিস্তান৷ এই জঙ্গিরা মূলত তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সদস্য বলে জানা গেছে৷ ২০১৭ সালের নভেম্বর মাসেই জঙ্গিদের আফগানিস্তানের হাতে তুলে দেয় পাকিস্তান। সম্প্রতি এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রালয়। এই ইস্যুতে একাধিক ট্যুইট করে পাক বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র মহম্মদ ফইজল জানান, দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে পাকিস্তান৷ এই পদক্ষেপ তারই অংশ৷ তেহরিক-ই-তালেবান ও হাক্কানি নেটওয়ার্ক যাতে কোনভাবেই পাকিস্তানের মাটিকে ব্যবহার করে সন্ত্রাসবাদের বিস্তার ঘটাতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ বলে ইসলামাবাদ জানিয়েছে৷ পাকিস্তান বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে আরও বলা হয় বিশ্বে সবচেয়ে সন্ত্রাস বিধ্বস্ত দেশ পাকিস্তান৷ ৭৫০০০ সাধারণ মানুষ ও ৬০০০ সেনা প্রাণ হারিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে৷ সন্ত্রাসে মৃত্যুর সংখ্যা এই দেশেই বেশি বলেও তথ্য দেওয়া হয়েছে৷ বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

মিষ্টি আসলে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর

Image
চিনি, শর্করা, সুগার - যে নামেই ডাকুন, গত কয়েক দশকে বিজ্ঞানী আর ডাক্তারদের ক্রমাগত সতর্কবার্তার ফলে এটা হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্যের এক নম্বর শত্রু। সরকার এর ওপর কর বসাচ্ছে। স্কুল আর হাসপাতালগুলো খাদ্যতালিকা থেকে একে বাদ দিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন: আমাদের খাবার থেকে চিনি সম্পূর্ণ বাদ দিয়ে দিতে। আমরা সবসময়ই শুনছি, যারা বেশি মিষ্টি খায় তাদের টাইপ-টু ডায়াবেটিস, হৃদরোগ, এবং ক্যান্সারের ঝুঁকি বেশি। কিন্তু এর বিপরীতেও একটা কথা আছে। আসলে এসব স্বাস্থ্য সমস্যার জন্য শর্করাই যে দায়ী - তা হয়তো না-ও হতে পারে। ঠিক কিভাবে আমাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এই শর্করা - তা বের করতে গিয়ে কিন্তু বিজ্ঞানীরা দেখছেন, এটা প্রমাণ করা খুব কঠিন। বিশেষ করে যখন তা উচ্চমাত্রার ক্যালরি সমৃদ্ধ খাদ্যের সাথে খাওয়া না হচ্ছে। গত পাঁচ বছরে একাধিক গবেষণার ফল পর্যালোচনা করে দেখা গেছে, কোন এক দিনের খাবারে যদি ১৫০ গ্রামের বেশি ফ্রুকটোজ থাকে, তাহলে তা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মতো সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু গবেষকরা আরো বলেছেন যে এটা তখনই ঘটে যখন আপনি উচ্চ ক্যালরিসমৃদ্ধ খাবারের...

নির্বাচনকে সামনে রেখে তালেবানের সঙ্গে আফগান সরকারের বৈঠক

Image
তালেবানের একটি প্রতিনিধিদল সৌদি আরবে আফগান সরকারের প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছে। তারা আগামী মাসে পার্লামেন্ট নির্বাচনের নিরাপত্তা এবং কয়েকজন জঙ্গির মুক্তি নিয়ে আলোচনা করেন। আগামী ২০  অক্টোবর  আফগানিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।   সীমিত পর্যায়ে বন্দি মুক্তি ও আগামী মাসের নির্বাচনের নিরাপত্তা নিয়ে চলতি সপ্তাহে সৌদি আরবে তালেবান কর্মকর্তাদের সঙ্গে আফগানিস্তান সরকারের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। তালেবানের তিন কর্মকর্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।   বৈঠকে ২০ অক্টোবরের ভোট, নির্বাচনী প্রচার সমাবেশ ও অন্যান্য কর্মসূচির নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলেও জানিয়েছেন তারা। তিন সপ্তাহ পর আফগানিস্তানে নতুন একটি পার্লামেন্ট নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। তালেবানদের হামলার ভয়ে নির্বাচনী প্রচার সমাবেশ ও ভোটকেন্দ্রগুলোতে লোকসমাগম কম হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।   সুষ্ঠু ও সহিংসতাহীন ভোট আফগান সরকার ও এর আন্তর্জাতিক অংশীদারদের কাছে এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরু...

ইন্দোনেশিয়ায় সুনামি ও ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮৪

Image
                                 শনিবার একটি হাসপাতালে বাইরে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্প এবং এর পরে সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। শনিবার দুপুর পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা কমপক্ষে ৩৮৪ বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বিভিন্ন স্থানীয় হাসপাতালে ৫৪০ এর বেশি মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে। ২৯ জনের খোঁজ এখনো পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতুপু পার্বু নুগ্রুহু। সুলাওয়েসি দ্বীপের পালু শহরে শুক্রবার দুপুর থেকে ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানতে থাকে, এরমধ্যে সবচেয়ে বড়টি আঘাত হানে বিকেল ৫টা ২ মিনিটে যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। এর ফলে স্থানীয় সময় সন্ধ্যায় পালুসহ দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় প্রায় ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার উদ্ধার অভিযান শুরু হলেও পালুর রানওয়ে ক্ষতিগ্রস্ত ও যোগযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়...

ভূমিকম্প-সুনামিতে ইন্দোনেশিয়ায় নিহত ৫০

Image
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্প এবং এর পরে সৃষ্ট সুনামিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানতে থাকে, এরমধ্যে সবচেয়ে বড়টি আঘাত হানে বিকেল ৫টা ২ মিনিটে যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। এর ফলে স্থানীয় সময় সন্ধ্যায় পালুসহ দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় প্রায় ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে। খবর বিবিসি'র।  কর্তৃপক্ষ জানায়, শুক্রবার উদ্ধার অভিযান শুরু হলেও পালুর রানওয়ে ক্ষতিগ্রস্ত ও যোগযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থার প্রধান জানান, পরিস্থিতি খুবই ভয়াবহ। বিভিন্ন ভবন ধসে পড়েছে এবং মানুষ রাস্তায় ছোটাছুটি করছে। একটি জাহাজ ডাঙায় ভেসে এসেছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। গত জুলাই ও আগস্টে পালু শহর থেকে শত কিলোমিটার দূরের লমবোক দ্বীপে দফায় দফায় ভূমিকম্পে ৫০০ লোকের প্রাণহানি হয়।  বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

আপনার হৃদযন্ত্রের বয়স কত?

Image
আপনার হাঁটুর বয়স কত? প্রশ্নটি একটু বেমক্কা হয়ে গেল! দয়া করে রাগ করবেন না। খুব স্বাভাবিকভাবেই আপনার বয়স, আর হাঁটুর বয়সে কোনো পার্থক্য নেই। কিন্তু হৃদযন্ত্রটি যে আপনার বয়সেরই সমান হবে, তা কিন্তু এখন আর বলা যাচ্ছে না। যুক্তরাজ্যের সরকারি সংস্থা ‘পাবলিক হেলথ ইংল্যান্ড’ এমন প্রশ্নেরই উত্তর খুঁজছে। সংস্থাটি ৩০ বছরের বেশি বয়সী মানুষের হৃদযন্ত্রের বয়স নির্ধারণ করতে অনলাইনে পরীক্ষা চালু করেছে। এর মাধ্যমে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়ে আগাম তথ্য সরবরাহ করা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, এই পরীক্ষার মাধ্যমে ১৬টি বিষয়ে করা প্রশ্নোত্তর থেকে সংশ্লিষ্ট ব্যক্তির হৃদযন্ত্রের বয়স নির্ধারণ করা হচ্ছে। এসব প্রশ্নের সবই সাধারণ শারীরিক ও জীবনযাপন–বিষয়ক। এভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যক্তির হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি আছে কি না, সে বিষয়ে জানানো হচ্ছে আগাম তথ্য। সেই সঙ্গে হৃদযন্ত্রের বয়স কমানোর জন্য জনগণকে জীবনযাপনের ধারা পরিবর্তনের বিষয়ে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। পাবলিক হেলথ ইংল্যান্ডের অনুমান, যদি হৃদযন্ত্রের সঠিক সুরক্ষা সম্ভব হতো, তবে ৭৫ বছরের কম বয়সী ৮০ শতাংশ ম...

দেড় হাজার বছর পুরনো রোমান স্বর্ণমুদ্রা উদ্ধার

Image
খ্রিস্টপূর্ব ১০০ থেকে খ্রিস্টাব্দ ৪০০ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় নগীর ছিল রোম। রোমান সাম্রাজ্যের শাসনাধীন অঞ্চলসমূহ ভূমধ্যসাগরের চারিদিকে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এসব কারণেই পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে আছে রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের ব্যাপকতা এবং দীর্ঘ শাসনকালের কারণেই খ্যাতি লাভ করেছে ল্যাটিন, গ্রীক ভাষা, সংস্কৃতি, ধর্ম, স্থাপত্য, দর্শন, আইন এবং সরকার গঠনের ধারণার বিস্তৃতি। সেই রোম সাম্রাজ্যের অন্যতম এক শক্তিশালী উপাদান ছিল রোমান স্বর্ণমুদ্রা। এই স্বর্ণমুদ্রাগুলো থেকে পরিচয় উদ্ধার হয় তত্কালীন রোমান সম্রাটদের। বহির্বিশ্বের সাথে রোম সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রেও বিনিময় মুদ্রা হিসেবে রোমান স্বর্ণমুদ্রার ব্যবহারের কথা জানা যায়। প্রায় দেড় হাজার বছর আগের এমনই কিছু মূল্যবাণ স্বর্ণমুদ্রার সন্ধান মিলেছে ইটালির উত্তরাঞ্চরের একটি প্রাচীন থিয়েটারের নিচে।  ইটালির ঐতিহাসিক ক্রেসোনি থিয়েটারটি ১৮০৭ সালে উন্মুক্ত করা হয় এবং ১৯৯৭ সালে সিনেমা হলে রূপান্তরের আগেই বন্ধ হয়ে যায়। এটি মিলানের উত্তরের নোভাম কোমাম ফোরামের অদূরে অবস্থিত। ...