২৭ জঙ্গিকে আফগানিস্তানের হাতে তুলে দিল পাকিস্তান

২৭ জঙ্গিকে আফগানিস্তানের হাতে তুলে দিল পাকিস্তান
মোট ২৭ জন জঙ্গিকে আফগানিস্তানের হাতে তুলে দিয়েছে পাকিস্তান৷ এই জঙ্গিরা মূলত তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সদস্য বলে জানা গেছে৷ ২০১৭ সালের নভেম্বর মাসেই জঙ্গিদের আফগানিস্তানের হাতে তুলে দেয় পাকিস্তান। সম্প্রতি এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রালয়।
এই ইস্যুতে একাধিক ট্যুইট করে পাক বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র মহম্মদ ফইজল জানান, দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে পাকিস্তান৷ এই পদক্ষেপ তারই অংশ৷ তেহরিক-ই-তালেবান ও হাক্কানি নেটওয়ার্ক যাতে কোনভাবেই পাকিস্তানের মাটিকে ব্যবহার করে সন্ত্রাসবাদের বিস্তার ঘটাতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ বলে ইসলামাবাদ জানিয়েছে৷
পাকিস্তান বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে আরও বলা হয় বিশ্বে সবচেয়ে সন্ত্রাস বিধ্বস্ত দেশ পাকিস্তান৷ ৭৫০০০ সাধারণ মানুষ ও ৬০০০ সেনা প্রাণ হারিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে৷ সন্ত্রাসে মৃত্যুর সংখ্যা এই দেশেই বেশি বলেও তথ্য দেওয়া হয়েছে৷

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা