Posts

Showing posts from December 9, 2020

করোনা মহামারীর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনেছে ভারত

Image
  করোনা মহামারীর বছরেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে হাজার হাজার কোটি রুপির অস্ত্র কিনেছে ভারতের বিজেপি সরকার। সম্প্রতি আমেরিকায় ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির প্রতিবেদন থেকে এমন তথ্য সামনে এসেছে। চলতি বছরে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আমদানি উল্লেখযোগ্য হারে কমিয়েছে। ঠিক তখনই এক ধাক্কায় আমদানি অনেকটাই বাড়িয়েছে ভারত। মার্কিন সামরিক নিরাপত্তা সংস্থার তথ্য বলছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র কিনেছে ভারত। ভারতীয় অর্থে যার মূল্য ২৫ হাজার কোটিরও বেশি। গত বছর এই অঙ্কটা ছিল ৬.২ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৪৫ কোটির কিছুটা বেশি। সংবাদ প্রতিদিন বলছে, এক ধাক্কায় যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আমদানি এতটা বেড়ে যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের শাসনকালের শেষ বছর। পাশাপাশি মহামারীর ধাক্কায় ভারতীয় অর্থনীতি ধাক্কা খেয়েছে। সরকারের তহবিলেও টান পড়েছে। এমন পরিস্থিতিতে বিপুল অস্ত্র কেনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে এ বছর অস্ত্র কেনা কমিয়েছে বিশ্বের অন্যান্য দেশ। ২০১৯ সালে বিভিন্ন ...

ইসরায়েলি ফুটবল ক্লাবের অংশীদারিত্ব কিনলেন আমিরাতের শেখ

Image
  আরব বিদ্বেষী একটি ইসরাইলি ক্লাবের ৫০ শতাংশ মালিকানা কিনেছেন সংযুক্ত আরব আমিরাতের শেখ হামাদ বিন খলিফা আল-নাহিয়ান। ইসরায়েলি ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম নামের ওই ক্লাব দীর্ঘকাল ধরে আরব-বিদ্বেষী জাতিবিদ্বেষ লালনের উর্বর ক্ষেত্র বলেই পরিচিত। খবর ওয়াশিংটন পোস্ট। এব্যাপারে ক্লাবটির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শেখ নাহিয়ান সেখানে আগামী ১০ বছরে ৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।  ‘এমন মহিমান্ডিত একটি ক্লাবের অংশীদার হয়ে আমি খুবই উত্তেজনা বোধ করছি’- এভাবেই নাহিয়ান নিজের অনুভূতি প্রকাশ করেছেন। উল্লেখ্য, এই ক্লাবটি তার উগ্রপন্থী ‘ল্যা ফ্যামিলিয়া’ নামের সমর্থকদের জন্যই বেশি পরিচিত। এই গোষ্ঠী সরাসরি আরবদের নির্মূলে বিশ্বাস করে। অথচ, ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশই হচ্ছে আরব।  ইতোপূর্বে সংযুক্ত আরব আমিরাত প্রথম উপসাগরীয় আরব দেশ হিসাবে ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর বাহরাইনও একই পদক্ষেপ নেয়। দেশদুটি ট্রাম্প প্রশাসনের মধ্যস্ততায় হোয়াইট হাউজেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চুক্তিটি স্বাক্ষর করে। ওই ঘটনার তিন মাস পর আমিরাতের শেখ ইসরায়েলি ক্ল...

ইমরান খানকে হটাতে সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত বিরোধী জোটের

Image
  পাকিস্তানের জাতীয় সংসদ থেকে ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামে এ জোট গত সেপ্টেম্বরে গঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে তারা প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছেন। মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিরোধী জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান। ১১ দলীয় জোটে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র মতো প্রভাবশালী বৃহৎ রাজনৈতিক দল। জোটের নেতারা বলছেন, ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। পাকিস্তানের জাতীয় সংসদে ক্ষমতাসীন তেহরিকে ইনসাফ দলের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদি ১১ দলীয় বিরোধী জোট সংসদ থেকে পদত্যাগ করে তাহলে পাকিস্তান বড় রকমের রাজনৈতিক সংকটে পড়বে। ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই দল ২০১৮ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং এটিই এই দলের প্রথমবারের মতো ক্ষমতায় ...

ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র কিনছে ভারত

  সীমান্তে উৎপাত ও আকাশপথে হামলার আশঙ্কায় পাকিস্তানের সশস্ত্র আনম্যানড ভেহিকল সিস্টেম এখন ভারতের মাথাব্যথার কারণ। তাই সীমান্তে আরও শক্তি বৃদ্ধি করছে ভারত। এবার ইসরায়েল থেকে অত্যাধুনিক অস্ত্র স্মার্ট ফায়ার কন্ট্রোল সিস্টেম কিনছে ভারত। এক গুলিতেই ঘায়েল হবে যে কোনও আনম্যানড এরিয়াল ভেহিকল। আধুনিক প্রযুক্তির এই ফায়ার কন্ট্রোল সিস্টেমের নাম স্ম্যাশ-২০০০ প্লাস। ড্রোন-ঘাতক এই ফায়ারিং সিস্টেমই এখন পাখির চোখ ভারতের। দেশটির বিমানসেনা ও নৌসেনার জন্য এমন ড্রোনঘাতী ফায়ার কন্ট্রোল সিস্টেমের অর্ডার পাঠিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলে। স্ম্যাশ-২০০০ প্লাসকে বলা হয় 'স্মার্ট শ্যুটার'। একে-৪৭ ও একে-২০৩ রাইফেলে ইনস্টল করা যায় এই ফায়ারিং সিস্টেম। ড্রোন বা আকাশপথে উড়ে আসা যে কোনও এরিয়াল ভেহিকলকে এক শটেই উড়িয়ে দিতে পারে। ইলেকট্রো-অপটিক সাইট সিস্টেম আছে এই ফায়ার কন্ট্রোল সিস্টেমে। দিনে ও রাতে সমানভাবে নিশানা লাগাতে পারে। আবহাওয়ার যে কোনও পরিস্থিতিতেই ফায়ার করতে পারে স্ম্যাশ স্মার্ট শুটার। ইসরায়েল থেকে কেনা সশস্ত্র হেরন ড্রোন রয়েছে ভারতের হাতে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা তথা এলএসিতে নজরদারি বাড়াতে ...