Posts

Showing posts from October 4, 2018

গির অরণ্যে মরণব্যাধি, এক মাসে ২১ সিংহের মৃত্যু

Image
অজানা এক মরণব্যাধি বাসা বেধেছে ভারতের গুজরাট রাজ্যের গির অরণ্যে। যার হানায় গত এক মাসে অন্তত ২১টি সিংহের মৃত্যু হয়েছে। অধিকাংশ সিংহেরই মৃত্যু হয়েছে কিডনি এবং লিভারের সংস্ক্রমণে। একের পর এক সিংহের মৃত্যু বিপাকে পড়েছে গুজরাট বন দফতর। বন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন- কোনো রোগ থেকেই সিংহের মৃত্যু বাড়ছে। পরিস্থিতি উদ্বেগজনক ধারণা করেই বনের ৩১টি সিংহকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন দফতরের পশু চিকিৎসা কেন্দ্রে তাদের আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে প্রতিমুহূর্তে সিংহগুলোর শারীরিক পরীক্ষা চলছে।  ২০১৫ সালে গণনা অনুযায়ী গির অরণ্যে সিংহের সংখ্যা ৫২০টি। দেশের অন্য কোথাও এত সিংহ নেই। অথচ এই অরণ্যে ক্রমেই সিংহের মৃত্যুতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আর এই মৃত্যু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না।  গত ১২ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত গির অরণ্যে ১২টি সিংহের মৃত্যু হয়। মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে ২১টিতে। এর মধ্যে ৪টি সিংহের মৃত্যু হয় চিকিৎসা চলাকালেই। সাতটি সিংহের মৃতদেহ জঙ্গলে পাওয়া যায়। এশিয়ায় এই ধরনের সিংহের একমাত্র বাসস্থান গুজরাটের গির। এক মাসের মধ্যে এতগুলো সিংহের মৃত্য...

নাচতে নাচতে মঞ্চে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে

Image
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবার নাচতে নাচতে মঞ্চে উঠলেন। মঞ্চে গিয়েই তিনি তার ব্রেক্সিট পরিকল্পনার কথা জানান।   থেরেসা মে বলেন, ব্রিটেন ভাগ হয় এমন কোনো সিদ্ধান্ত তিনি মানবেন না। দ্বিতীয় গণভোটের পরিকল্পনাও উড়িয়ে দিয়েছেন তিনি।   এদিকে গতকাল বুধবার ইইউ কাউন্সিল জানিয়েছে, ব্রেক্সিট নিয়ে আগামী ১৭ অক্টোবর বৈঠকে বসবেন ইইউ নেতারা। ইইউভুক্ত রাষ্ট্র আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড অংশের মধ্যে বাণিজ্যিক শর্ত নির্ধারণ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে ইইউয়ের পরামর্শ- নর্দার্ন আয়ারল্যান্ড ইউরোপীয় বাজারের অংশ হিসেবে থাকবে। আর বাকি যুক্তরাজ্য ইইউ থেকে আলাদা হবে। কিন্তু থেরেসা মে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। -রয়টার্স   ইত্তেফাক/আরকেজি

উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের নির্দেশ আদালতের

Image
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। তারই জের ধরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের জন্য যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন। বুধবার দেওয়া ওই আদেশে মার্কিন নিষেধাজ্ঞা যেন বেসামরিক বিমান চলাচল, মানবিক ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী আমদানি করায় কোনো প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এই রায়ে বিচারক আব্দুলকাউই ইউসুফ বলেছেন, নিষেধাজ্ঞা যেন ‘ইরানে রপ্তানি করা ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, খাদ্যসামগ্রী ও কৃষিপণ্যসহ বেসামরিক বিমান নিরাপদে চলাচলের জন্য প্রয়োজনীয় সেবা ও পণ্যের ওপর কোনো প্রভাব না ফেলে।’ প্রসঙ্গত, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাজ হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বিরোধপূণ বিষয় সম্পর্কে রায় দেওয়া। তবে এ রায় মানতে কোনো দেশ বাধ্য নয়। এমনকি এ রায় কার্যকর করার ক্ষমতাও নেই আদালতের। উল্লেখ্য, পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৬ সালে ইরানের চুক্তি হয়েছিল। ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপরই মে মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।  বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সাতজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে ভারত

Image
সাতজন রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বৃহস্পতিবার মনিপুর সীমান্ত দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। গত বছর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির প্রতিটি রাজ্যকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়ার পর এই প্রথম মিয়ানমারের সংখ্যালঘু নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।  বুধবার অাসাম পুলিশের অতিরিক্ত ডিজি ভাস্কর জ্যোতি মহান্ত জানান ‘অবৈধ অনুপ্রবেশের অপরাধে ২০১২ সালে অাসামে ওই সাত রোহিঙ্গা মুসলিমকে আটক করা হয়। এরপর থেকে শিলচর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন তারা।’  তিনি আরও জানান ‘বৃহস্পতিবার সকালে ওই সাত রোহিঙ্গাকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। মিয়ানমার কর্তৃপক্ষের তরফে তাদের ট্রাভেল পারমিটও ভারত পেয়েছে বলে জানা গেছে। এর আগে বুধবার ওই সাত রোহিঙ্গাকে একটি বাসে করে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তবর্তী ভারতের মনিপুর রাজ্যের মোরে শহরে নিয়ে যাওয়া হয়।’  যদিও রাজ্যটির সিনিয়র এই পুলিশ কর্মকতা জানান, ‘এটি একটি রুটিন প্রক্রিয়া। সম্প্রতি আমরা একজন পাকিস্তানি, একজন আফগান ও ৫২ জন বা...

যুক্তরাষ্ট্রকে 'উপেক্ষা' করেই রুশ এস-৪০০ কিনছে ভারত

Image
আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে শিগগিরই ভারতের সঙ্গে এস-৪০০ ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে রাশিয়া। ৪ এবং ৫ অক্টোবর ভারত সফরে দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর উপস্থিতিতেই নয়াদিল্লিতে এই চুক্তি সম্পন্ন হবে বলে জানালেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম কর্তা এবং পুতিনের অন্যতম সহযোগী ইউরি উসাকভ। ভারতকে এই অত্যাধুনিক রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। ভারতের রুশ ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি ব্যবহার নিয়ে বরাবরই নারাজ ছিল যুক্তরাষ্ট্র। গত অাগস্টেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্তা হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কিনলে দিল্লিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। সম্প্রতি, বিশ্ববাজারে রুশ অস্ত্রের যোগান আটকাতে বিশেষ আইনও আনে যুক্তরাষ্ট্র। যে সমস্ত দেশ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে, নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের ‘একঘরে’ করার কথাই বলা আছে এই আইনে। এই আ...