সাতজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে ভারত

সাতজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে ভারত
সাতজন রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বৃহস্পতিবার মনিপুর সীমান্ত দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। গত বছর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির প্রতিটি রাজ্যকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়ার পর এই প্রথম মিয়ানমারের সংখ্যালঘু নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। 
বুধবার অাসাম পুলিশের অতিরিক্ত ডিজি ভাস্কর জ্যোতি মহান্ত জানান ‘অবৈধ অনুপ্রবেশের অপরাধে ২০১২ সালে অাসামে ওই সাত রোহিঙ্গা মুসলিমকে আটক করা হয়। এরপর থেকে শিলচর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন তারা।’ 
তিনি আরও জানান ‘বৃহস্পতিবার সকালে ওই সাত রোহিঙ্গাকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। মিয়ানমার কর্তৃপক্ষের তরফে তাদের ট্রাভেল পারমিটও ভারত পেয়েছে বলে জানা গেছে। এর আগে বুধবার ওই সাত রোহিঙ্গাকে একটি বাসে করে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তবর্তী ভারতের মনিপুর রাজ্যের মোরে শহরে নিয়ে যাওয়া হয়।’ 
যদিও রাজ্যটির সিনিয়র এই পুলিশ কর্মকতা জানান, ‘এটি একটি রুটিন প্রক্রিয়া। সম্প্রতি আমরা একজন পাকিস্তানি, একজন আফগান ও ৫২ জন বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠিয়েছি।’ 
উল্লেখ্য, ভারতে অবৈধভাবে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বসবাস করছে বলে অভিযোগ। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা অবস্থান করছে জম্মু-কাশ্মীরে, বাকিটা রয়েছে হায়দরাবাদ, উত্তরপ্রদেশ, দিল্লিসহ একাধিক শহরে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা