Posts

Showing posts from November 29, 2019

কাপ্তাই লেকে গবেষণায় নামল তরি

Image
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৎস্য সম্পদ ও লেক গবেষণার জন্য সিভাসু গবেষণা তরি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তরিতে রয়েছে মৎস্য ও পানি গবেষণার আধুনিক ল্যাব। গতকাল সকালে রাঙামাটি শহরের লেকভিউ পয়েন্টে। ছবি: সুপ্রিয় চাকমা একটা সময়ে মালয়েশিয়ার কৃত্রিম হ্রদ ‘লেক কেনিয়র’—থেকে হারিয়ে যেতে বসেছিল জীববৈচিত্র্য। এরপর সেখানে জাহাজের মাধ্যমে দীর্ঘমেয়াদি গবেষণা চালিয়ে মাছের অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। এবার সেই হ্রদের আদলে গবেষণা শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কাপ্তাই লেকে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে তৈরি ও পরিচালিত এ জাহাজের নাম দেওয়া হয়েছে-‘সিভাসু রিসার্চ ভেসেল’। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গবেষণা তরিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি চমৎকার উদ্যোগ। মাছের উৎপাদন বাড়ানোর জন্য গবেষণা প্রয়োজন। ভাসমান এ তরি গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। মাছের উৎপাদন বৃদ্ধি পেলে স্থানীয় জনগ...

যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বোম্ব’র আঘাত

Image
যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বোম্ব’। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি বেগে ডেনভার এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড়টি। বিদায়ী বছর উপলক্ষে দেশটিতে চলছে থ্যাঙ্কস গিভিংয়ের ছুটি। এর মধ্যেই বোম্বের আঘাতে নাজেহাল যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটির এবিসি নিউজের খবর বলা হয়েছে, নতুন বছরের উৎসবের প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তার মধ্যেই ‘বম্ব সাইক্লোন’-এর দাপটে থমকে রয়েছে গোটা দেশ। বহু বিমানবন্দর বন্ধ রয়েছে। শুধু ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই পাঁচ শতাধিক উড়ান বাতিল হয়েছে। তুষারঝড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। প্রবল জেট স্ট্রিমে ভর করে পূর্ব অভিমুখে সরছে ঝড়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে। যা হারিকেনের গতির চেয়েও বেশি। হারিকেনের গতি হয় ঘণ্টায় ৭৪ মাইল। বিডি প্রতিদিন/এনায়েত করিম

ইয়েমেনের হামলায় সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

Image
ইয়েমেনের হামলায় সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন।   এ বিষয়ে ইয়েমেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, শুক্রবার সকালে সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট নিহত হয়েছেন। তিনি আরও বলেছেন, ইয়েমেনের আকাশ শত্রুমুক্ত রাখতে সব ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। হেলিকপ্টারটি সৌদি আরবের আসির এলাকায় গিয়ে পড়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীও সৌদি আগ্রাসন বন্ধে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। সূত্র: পার্সটুডে বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

ট্রাম্পকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ‘থ্যাংকস গিভিং’ শুভেচ্ছা

Image
উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। ছবি: রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনব উপায়ে ‘থ্যাংকস গিভিং’ ডের বার্তা দিয়েছে উত্তর কোরিয়া। স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা ট্রাম্পকে থ্যাংকস গিভিং ছুটির শুভেচ্ছা জানিয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে উত্তর কোরিয়ার জোরালো আবেদনে যুক্তরাষ্ট্র সাড়া না দেওয়ায় তারা ট্রাম্পকে এভাবে শুভেচ্ছা জানায়।  গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ঘটা করে থ্যাংকস গিভিং ডে বা কৃতজ্ঞতা দিবস পালন করা হয়েছে। বিশেষ এই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে দুটো ক্ষেপণাস্ত্র ছুড়ে বিদ্রূপাত্মক ধন্যবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দুটি গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে উত্তর-পূর্ব উপকূলের রায়নপো থেকে ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস (জেসিএস) ধারণা করছেন, একটি সুপার-লার্জ রকেট লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটো ৬০ মাইল উচ্চতায় প্রায় ২৩৫ মাইল পথ অতিক্রম করে। জেসিএস বলেছে, উত্তর কোরিয়ার এই ধরনের ক...

ট্রাম্প–মোদির কাতারে পাকিস্তানের ইমরান

Image
ইমরান খান। রয়টার্স ফাইল ছবি ভারতে যে সময় ইন্টারনেট পৌঁছায়নি, সে সময়ই ই-মেইল ব্যবহার করতেন দাবি করে এর আগে হাস্যরসের জন্ম দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলবায়ু পরিবর্তনকে ‘ধাপ্পাবাজি’ আখ্যায়িত করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবার নতুন এক তত্ত্ব নিয়ে তাঁদের কাতারে নাম লিখিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দাবি করেছেন, গাছ রাতে অক্সিজেন ছাড়ে। ইমরানের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। বৃত্তি প্রদানসংক্রান্ত একটি অনুষ্ঠানে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ইমরানের কথা শুনে উপস্থিত অনেকেই হাসি চাপার চেষ্টা করছেন। গাছ মূলত সালোকসংশ্লেষণের জন্য দিনের বেলায় কার্বন ডাই–অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে। রাতে গাছ কার্বন ডাই–অক্সাইডই ছাড়ে। ইমরান খান এই জায়গায়ই ভুলটা করেছেন। তাঁর ওই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একদল ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়া একজন কীভাবে এমন ভুল করতে পারেন। আরেক দল বিদ্রূপ করেছ...

থ্যাংকস গিভিং ডে-তে আকস্মিক সফরে আফগানিস্তানে ট্রাম্প

Image
থ্যাংকস গিভিং ডে-তে আকস্মিক সফরে আফগানিস্তানে ট্রাম্প। ছবি সংগৃহীত তালেবানদের সঙ্গে চলমান শান্তি আলোচনার মধ্যেই থ্যাংকস গিভিং ডে-তে এক আকস্মিক সফর করে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আফগানিস্তান নামেন এই মার্কিন প্রেসিডেন্ট। কয়েক ঘণ্টার সফরে সৈন্যদের সঙ্গে থ্যাংকস গিভিং ডে-র ডিনারে অংশ নেন তিনি এবং মধ্যরাতের আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। আফগানিস্তানে অবস্থানরত সেনাদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসন শান্তি চুক্তি নিয়ে তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তালেবানরাও একটি চুক্তি করতে চাইছে। ট্রাম্প আরো বলেন, আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি। যুদ্ধবিরতির কথা বলেছি। তখন তারা যুদ্ধবিরতি চায়নি। এখন তারা চাইছে। আমার ধারণা, বিষয়টি এখন এভাবেই কার্যকর হবে। বিমান ঘাঁটিতে ট্রাম্প ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মধ্যে একটি বৈঠকও হয়। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর টুইটারে ঘানি বলেন, উভয়পক্ষই মনে করে, তালেবানরা যদি শান্তি চুক্তিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়,...

ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ড্রোন

Image
ইরানের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির নৌবাহিনীতে অত্যাধুনিক ড্রোন যুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি। এসব ড্রোনের পাল্লা যেমন বেশি হবে তেমনি প্রযুক্তিগুলো অনেক বেশি উন্নত হবে বলে জানান তিনি। হোসেইন খানজাদি জানান, বর্তমানে ইরানের নৌবাহিনীতে যেসব ড্রোন যুক্ত রয়েছে সেগুলো ২০০ থেকে এক হাজার কিলোমিটার পাল্লার কিন্তু যখন নতুন উন্নত ড্রোন যুক্ত করা হবে তখন এসব পুরোনো ড্রোন সরিয়ে নেয়া হবে এবং নতুন ড্রোনের পাল্লা হবে আরো অনেক বেশি। এতে ইরানি নৌবাহিনীর নজরদারির ক্ষমতা অনেক বেশি বাড়বে। নৌ বাহিনীর বিশেষজ্ঞদের রাত-দিনের পরিশ্রমের কথা উল্লেখ করে অ্যাডমিরাল খানজাদি বলেন, তাদের এই পরিশ্রমের কারণে খুব শিগগিরি আমরা অনেক উন্নত প্রযুক্তি দেখতে পাব এবং সেগুলো ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে। ইরানি নৌবাহিনীর কমান্ডার আরও জানান, এরইমধ্যে তারা সফলতার সঙ্গে জেট পাওয়ার চালিত সিজ্জিল ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছেন। এ ড্রোন নির্মাণের ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ...

মালয়েশিয়ার এমপির বিরুদ্ধে জাকির নায়েকের মামলা

Image
'লিবারেশন টাইগারস অব তামিল এলামের (এলটিটিই) পুনর্জাগরণের চেষ্টার অভিযোগে আটকদের সঙ্গে জাকির নায়েকের যোগসাজশ আছে'- এমন মন্তব্য করায় এক মালয়েশীয় এমপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক। ভারতে জন্ম নেয়া এই ধর্ম প্রচারক বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা। এবার দেশটির ডিএপি আইনপ্রণেতা চার্লস সান্তিয়াগোকে তার মন্তব্য প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে তিনি জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে চিঠিতে হুঁশিয়ারি করে দেয়া হয়েছে। মালয়েশিয়াকিনি নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক সম্মেলনে চার্লস সান্তিয়াগো বলেন, লঙ্কান বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগারস অব তামিল এলামের সদস্যদের গ্রেফতারের সঙ্গে জাকির নায়েকের সম্পৃক্ততা রয়েছে। তার এ ধরনের মন্তব্যকে বানানো কল্পকাহিনী উল্লেখ করে এতে তার মানহানি ঘটেছে বলে চিঠিতে জানানো হয়েছে। আইনি সহায়তার ফার্ম মেসার্স অ্যান্ড কোম্পানির মাধ্যমে বুধবার এ ব্যাপারে চার্লসের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। নো...

বাঁচার আকুতি শিশু প্রভার

Image
সেজুতি দাশ প্রভা। ছবি: ইত্তেফাক মাত্র ৫ বছর বয়স সেজুতি দাশ প্রভার। এই সময় তার খেলাধুলায় ব্যস্ত থাকার কথা। কিন্তু সে এখন হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। শিশু প্রভা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বারাত গ্রামের হতদরিদ্র সদয় দাশ ও জোছনা দাশের কন্যা। জানা গেছে, হতদরিদ্র সদয় দাশের দুই ছেলে-মেয়ের মধ্যে সেজুতি দাশ প্রভা বড়। অর্ণব দাশ নামের দুই বছরের এক শিশু পুত্র রয়েছে। গত কয়েক মাস আগে প্রভা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাবা। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর প্রভার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১ নভেম্বর ভারতের ভেলরের সি.এম.সি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে প্রভা। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, প্রভাকে বাঁচাতে কয়েক লাখ টাকা প্রয়োজন। তাকে দীর্ঘ মেয়াদি চিকিৎসা নিতে হবে। তবে প্রভার দরিদ্র বাবার পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা একেবারে দুঃসাধ্য হয়ে পড়েছে। এ জন্য সেজুতি দাশ প্রভাকে বাঁচাতে তার বাবা সমাজের বিত্তব...

রোহিঙ্গা প্রত্যাবাসনের দিনক্ষণ নির্ধারণ করা খুব কঠিন: জাতিসংঘ

Image
প্রথম আলো ফাইল ছবি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ কবে তৈরি হবে, সেই সময়সূচি নির্ধারণ করা ভীষণ কঠিন বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। পাশাপাশি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে মিয়ানমারকে সমর্থনের লক্ষ্যে দেশটির সঙ্গে কাজ করতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউএনএইচসিআরের উপহাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। এ সময় তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের দিনক্ষণ (রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সহায়ক পরিবেশ কখন তৈরি হবে) নির্ধারণ করাটা খুবই কঠিন। এ ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে।’ বাংলাদেশে চার দিনের সফর শেষে ক্লেমেন্টস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোহিঙ্গাদের প্রশ্নে বাংলাদেশের অব্যাহত উদারতার প্রশংসা ও সংকটের সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সংহতিকে উৎসাহিত করেন। বাংলাদেশে আ...

নিজের পেশিবহুল ছবি টুইট করে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প

Image
টুইটারে এই ছবিটিই পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের পেশিবহুল ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে দেখা গেছে, হাতে বক্সিং গ্লাভস এবং কোমরে চ্যাম্পিয়নশিপ বেল্ট পরে বীরবেশে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। এই ছবিটি মূলত হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের সিনেমা ‘রকি থ্রি’ এর পোস্টার ছিল। সিলভেস্টার স্ট্যালোনের এই ছবিটিই এডিট করে স্ট্যালোনের মুখের জায়গায় নিজের মুখ সুপার ইমপোজ করে দেন ডোনাল্ড ট্রাম্প। ছবিটি ইতোমধ্যে লাইক পেয়েছে ৫ লাখ ৪৮ হাজারটি, তাছাড়া রিটুইট করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার বার এবং এতে মন্তব্য করা হয়েছে ১ লাখ ২৯ হাজার বার। আর পড়ুন:  মুজিব বর্ষে প্রতিটি ঘরে আলো জ্বলবে : প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত চলমান। তার উপর আবার সামনের বছর প্রেসিডেন্ট নির্বাচন। এই অবস্থায় ট্রাম্প কেন এই ছবি পোস্ট করলেন তা নিয়ে বেশ আলোচনা চলছে। জনমনে প্রশ্ন, সকল চাপের মুখে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিতেই এই ছবি পোস্ট করলেন নাকি নিজের সহজাত স্বভাবের বহিঃপ্রকাশ স্...

আইএস এর নতুন গন্তব্য দক্ষিণ-পূর্ব এশিয়া!

Image
আইএস জঙ্গিদের একটি বড় গ্রুপ মার্চ। ছবি সংগৃহীত ইরাক ও সিরিয়ায় নিজেদের আধিপত্য হারানোর পর আইএস জঙ্গিগোষ্ঠির নতুন গন্তব্য হতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া। মন্ত্রীসভার বৈঠকে এমনই আশঙ্কা ব্যক্ত করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। খবর সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস ও মালয়েশিয়াভিত্তিক সংবাদসংস্থা বার্নামার। মালয়েশিয়া প্রশাসন বলছে, আইএস শীর্ষনেতা আবু বকর আল বাগদাদি মারা যাওয়ায় দলটির শক্তি আপাতদৃষ্টিতে অনেক কমে গেছে। মার্কিন শক্তির চাপের মুখে জঙ্গিগোষ্ঠিটি ইরাক ও সিরিয়া অঞ্চলে নিজেদের আধিপত্য হারালেও তাদের বিরুদ্ধে এখনও অনেক দূর লড়তে হবে। আইএস এর শেকড় অনেক গভীরে প্রোথিত হওয়ায় গোষ্ঠিটি পুনরায় নিজেদের সংঘবদ্ধ করতে দ্রুত তৎপরতা চালাচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হয়ে তাদের পরবর্তী গন্তব্যস্থল দক্ষিণ-পূর্ব এশিয়া হতে যাচ্ছে বলে আশঙ্কা দেশটির গোয়েন্দা সংস্থার। তাই আইএস প্রতিরোধের জন্য এই অঞ্চলের সকল রাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি গ্রুপটির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিন...

ইরাকে জ্বলছে ইরানের দূতাবাস, সেনার হাতে নিহত ৪৫ বিক্ষোভকারী

Image
জ্বলছে ইরানের দূতাবাস। ধোঁয়ায় ঢেকেছে আকাশ। বিক্ষুব্ধ জনতার উল্লাস। তার মাঝেই গুলি চালিয়েছে সেনা।  সংবাদ সংস্থার সূত্রে খবর, সেই গুলিতে মারা গেছে ৪৫ জন। বুধবার রাতে ইরাকের সরকারবিরোধী আন্দোলন ভয়াবহ আকার নেয়। আর এই আন্দোলন বাড়তে বাড়তে কার্যত ইরাকের নজাফ শহরকে নিজেদের গড় বানিয়ে ফেলে ইরাকি সরকার-বিরোধী দলগুলো। এরপরই ইরাকি বাহিনীর গুলির মুখে পড়তে হয় বিক্ষুব্ধকারীদের। এই গুলিতেই মারা গিয়েছেন ৪৫ জন বিক্ষুব্ধকারী। ইরাকি বাহিনীর গুলিতে আহত হয়েছেন আরও অনেকে। বুধবার রাতে নজাফের ইরানি কনসুলেটে হামলা চালান ইরাকের সরকার-বিরোধী আন্দোলনকারীরা। তাঁরা কনসুলেটের মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় ইরাকি বাহিনী। বিক্ষোভকারীদের নিরস্ত করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। দু'পক্ষের সংঘর্ষে ৩৫ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। ইরাকের নিরাপত্তা বাহিনীরও ৩২ জন জখম হন। ঘটনার সময়ে কনসুলেটের ভিতরে ইরানের কোনও রাষ্ট্রদূত বা কর্মী ছিলেন না।  ইরানের কোনও নাগরিকের জখম হওয়ার খবরও নেই তাই। এ ঘটনার পর থেকে কার্ফু জারি রয়েছে নজাফে। কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দক্ষ...

অবশেষে মেয়াদ বাড়ল পাকিস্তান সেনাপ্রধানের

Image
অবশেশেষ ছয় মাসের জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে এ বিষয়ে সংসদকে অবশ্যই ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে না পারলে নিয়োগ অবৈধ। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে এ মেয়াদ বৃদ্ধি করেন আদালত। বিচারপতি আসিফ সায়েদ খোসার নেতৃত্বে তিন সদস্যের বিচারকের বেঞ্চ সংক্ষিপ্ত আদেশে ঘোষণা দেন, সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরও ছয় মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। দেশটির গণমাধ্যমে বলা হয়, সেনাপ্রধানের মেয়াদকালীন বিষয়টি নিয়ে ছয় মাসের মধ্যে দেশটির সংসদ আইন প্রণয়ন করতে হবে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

রাতে অক্সিজেন তৈরি করে গাছ’, ইমরানের বক্তব্যে নেটদুনিয়ায় হাসির রোল!

Image
ফাইল ছবি রাতের বেলা অক্সিজেন তৈরি করে গাছ- সম্প্রতি এমন কথা বলে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়ত বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘রাতে অক্সিজেন তৈরি করে গাছ: আইনস্টাইন খান’।  ১৫ সেকেন্ডের সেই ভিডিওতে ইমরান খানকে বলতে শোনা যাচ্ছে, ‘‘গত ১০ বছরে প্রায় ৭০ শতাংশ জঙ্গল কেটে ফেলা হয়েছে। এর প্রভাবের মুখোমুখি আমাদের হতে হবে। কারণ, বাতাসকে পরিশুদ্ধ করে গাছ। রাতের বেলা অক্সিজেন তৈরি করে গাছ। কার্বন ডাই অক্সাইডও শোষণ করে।’’ ইমারান খানের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। বিজ্ঞান বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার ইমরানকে স্কুলে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। এক দল নেটিজেন, ইমরানকে নোবেল দেওয়ারও দাবি তুলেছেন! সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন তৈরি করে গাছ। তবে এই প্রক্রিয়া ঘটে দিনের বেলায়, সূর্যালোকে। রাতে সালোকসংশ্ল...