কাপ্তাই লেকে গবেষণায় নামল তরি
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৎস্য সম্পদ ও লেক গবেষণার জন্য সিভাসু গবেষণা তরি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তরিতে রয়েছে মৎস্য ও পানি গবেষণার আধুনিক ল্যাব। গতকাল সকালে রাঙামাটি শহরের লেকভিউ পয়েন্টে। ছবি: সুপ্রিয় চাকমা একটা সময়ে মালয়েশিয়ার কৃত্রিম হ্রদ ‘লেক কেনিয়র’—থেকে হারিয়ে যেতে বসেছিল জীববৈচিত্র্য। এরপর সেখানে জাহাজের মাধ্যমে দীর্ঘমেয়াদি গবেষণা চালিয়ে মাছের অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। এবার সেই হ্রদের আদলে গবেষণা শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কাপ্তাই লেকে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে তৈরি ও পরিচালিত এ জাহাজের নাম দেওয়া হয়েছে-‘সিভাসু রিসার্চ ভেসেল’। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গবেষণা তরিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি চমৎকার উদ্যোগ। মাছের উৎপাদন বাড়ানোর জন্য গবেষণা প্রয়োজন। ভাসমান এ তরি গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। মাছের উৎপাদন বৃদ্ধি পেলে স্থানীয় জনগ...