বাঁচার আকুতি শিশু প্রভার

বাঁচার আকুতি শিশু প্রভার
সেজুতি দাশ প্রভা। ছবি: ইত্তেফাক
মাত্র ৫ বছর বয়স সেজুতি দাশ প্রভার। এই সময় তার খেলাধুলায় ব্যস্ত থাকার কথা। কিন্তু সে এখন হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে।
শিশু প্রভা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বারাত গ্রামের হতদরিদ্র সদয় দাশ ও জোছনা দাশের কন্যা।
জানা গেছে, হতদরিদ্র সদয় দাশের দুই ছেলে-মেয়ের মধ্যে সেজুতি দাশ প্রভা বড়। অর্ণব দাশ নামের দুই বছরের এক শিশু পুত্র রয়েছে। গত কয়েক মাস আগে প্রভা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাবা। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর প্রভার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১ নভেম্বর ভারতের ভেলরের সি.এম.সি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে প্রভা।
সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, প্রভাকে বাঁচাতে কয়েক লাখ টাকা প্রয়োজন। তাকে দীর্ঘ মেয়াদি চিকিৎসা নিতে হবে। তবে প্রভার দরিদ্র বাবার পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা একেবারে দুঃসাধ্য হয়ে পড়েছে। এ জন্য সেজুতি দাশ প্রভাকে বাঁচাতে তার বাবা সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
সহযোগিতার জন্য যোগাযোগ সেজুতির কাকা কার্ত্তিক দাশের (মোবাইল ও বিকাশ নং-০১৮৭৭-৮৬৪৭৪০) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
ইত্তেফাক/জেডএইচ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা