Posts

Showing posts from September 21, 2018

জার্মানির মতো এক হচ্ছে দুই কোরিয়া!

Image
স্নায়ুযুদ্ধের সময় ইউরোপের দুই দেশ পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানির মধ্যে সম্পর্ক ছিল সাপে-নেউলে। সেই সময় পশ্চিম জার্মানি ছিল গণতন্ত্রমনা এবং সম্পদ-ঐশ্বর্যে ভরা একটি দেশ অপর দিকে পূর্ব জার্মানি ছিল সমাজতন্ত্রপন্থি ও অপেক্ষাকৃত গরিব দেশ। একই নামের এই দুই দেশের সম্পর্ক এতটাই খারাপ ছিল যে কেউ কারও ছায়াও দেখতে চাইত না। ফলে দুই দেশের মাঝ বরাবর দেয়াল তৈরি হয়। যা বার্লিন প্রাচীর নামেই পরিচিত। কিন্তু ১৯৯০ সালে এক পলকেই ভেঙে ফেলা হয় এই প্রাচীর। সেই সময় অসম অর্থনীতির দুই দেশ এক হয়ে যায়। সেই স্লায়ুযুদ্ধের দুই জার্মানির মতোই সাপে-নেউলে সম্পর্ক এশিয়ার এক নামের দুই দেশ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। বছর খানেক আগে দুই দেশ একে অপরকে ধুলায় মিশিয়ে দেওয়ার হুমকি দিত। উত্তর কোরিয়াতো ক্ষণে-ক্ষণেই পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে দক্ষিণ কোরিয়াকে ভয় দেখাত। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক সেই উত্তপ্ত সম্পর্কে বরফ ঠেলে একে বারে ঠাণ্ডা করে দেয়। ইতিবাচক সম্পর্কে মোড় নেয় দেয় দুই দেশের অবস্থান।  এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন গত ...

ভাঙনে নিমিষেই তলিয়ে গেল তিন ভবন

Image
শরীয়তপুরের নড়িয়ায় গতকাল পদ্মা নদী চোখের নিমিষে গ্রাস করে নিয়েছে পাকা তিন তলাসহ দুটি এক তলা ভবন। এ ভাঙন চলছেই। পানি বৃদ্ধি পাওয়ায় নদীর স্রোতও বেড়েছে। অন্যদিকে বগুড়ায় যমুনা নদী এবং গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানিও বেড়েছে। এসব এলাকার মানুষও গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— তলিয়ে গেল তিন ভবন : শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। গতকাল পৌরসভার পূর্ব নড়িয়া এলাকায় একটি তিন তলা ভবন, দুটি এক তলা ভবন পদ্মার গ্রাসে চলে গেছে। এদিন পদ্মা নদীর পানি ১০ মিটার বৃদ্ধি পেয়েছে। এতে করে সে াতও বেরেছে। সে াতের কারণে ভাঙনের তীব্রতা ছিল। বুধবার ও গতকাল নড়িয়ার কেদারপুর, উত্তর কেদারপুর, শুভগ্রাম, বাঁশতলা ও নড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব নড়িয়া গ্রামে ভাঙন হয়েছে। তিনটি গ্রামের ৩০টি পরিবার তাদের বসতবাড়ির জিনিসপত্র সরিয়ে নিয়েছেন। অনেক পরিবার তাদের বসতঘরও সরিয়ে নিচ্ছেন। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড নড়িয়া এলাকায় পদ্মা নদীর চর খননের উদ্যোগ নিলেও সে াতের কারণে খনন কাজ শুরু করা যায়নি। গতকাল দুপুরে নড়িয়ার মূলফত্গঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বা...

যশোর রোডের দুই ধারে গাছ কাটার ওপর স্থগিতাদেশ ভারতের শীর্ষ আদালতের

Image
যশোর রোডের ভারতীয় অংশে শতাব্দী প্রাচীন গাছ কাটায় কলকাতা হাইকোর্ট অনুমতি দিলেও তার ওপর স্থগিতাদেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল পর্যন্ত যশোর রোডের দুই ধারে তাবুর মতো বিছিয়ে থাকা বহু মূল্যবান ওই গাছ কাটার প্রয়োজনীয়তা নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি মদন ভীমরাও লকুর এবং বিচারপতি দীপক গুপ্তার ডিভিশন বেঞ্চ নোটিশ ইস্যু করে আগামী দুই সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন। ততদিন পর্যন্ত যশোর রোডের কোন গাছ কাটা যাবে না।  যশোর রোড সম্প্রসারণের উদ্দেশ্যেই গত আগস্ট মাসে এই সড়কের দুই ধারে থাকা ৩৫৬টি গাছ কাটার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে একটি শর্ত দিয়ে বলা হয়েছিল যে, একটি গাছ কাটার পরিবর্তে ওই অঞ্চলেই নতুন করে ওই প্রজাতিরই পাঁচটি চারা গাছ রোপণ করতে হবে। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বেসরকারি সমাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফল প্রোটেকশন অব ডেমোক্রাটিক রাইটস (এপিডিআর)। গতকাল বৃহস্পতিবার শীর্...

বঙ্গোপসাগরে ২৫ ফিশিং ট্রলার ডুবে ১৩ জেলে নিখোঁজ

Image
বঙ্গোপসাগরে ২৫ ফিশিং ট্রলার ডুবে ১৩ জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া, মান্দারবাড়ীয়া, ফেয়ারওয়ে বয়া এলাকাসহ সাগরের বিভিন্ন স্থানে মাছ শিকাররত প্রায় ২৫টি ফিশিং ট্রলার ডুবে যায়।  ডুবে যাওয়া ট্রলারের মধ্যে বাগেরহাটের শরণখোলার রাজৈর গ্রামের শহিদুল ফরাজী এফবি মারিয়া-১ ১৭ জেলেসহ ট্রলারটি ভারতীয় উপকূলের কাছাকাছি রায়দিঘী এলাকায় ডুবে যায়। ওই ট্রলারের ৯ জেলেকে ভারতীয় একটি ট্রলার উদ্ধার করলেও এখনো ৮ জেলে নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারের জেলেরা হলেন- ট্রলার মালিক শহিদুল ফরাজী (৩৭), আনোয়ার ফরাজী (৪৫), কামরুল ফরাজী (৩৫), কবির হাওলাদার (২৫), আশরাফুল (২২), আলম মিস্ত্রি (৪২), কবির ঘরামী (৩৫), এনামুল (২৩), ইয়াছিন (৪০), শহিদুল হাওলাদার (৪০), রাব্বি তালুকদার (১৯), ডাবলু হাওলাদার (২৩), মোদাচ্ছের (৩৫), ইউসুফ (৪০), বাবুল হাওলাদার (৩৮), আলমগীর (৩২) ও রিয়ার (২০)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।  বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঝড়ের কবলে পড়ে সাগরে পাথরঘাটার আহম্মদ মিস্ত্রীর এফবি তাজে...

কিং কোবরা থেকে কুমির, ঘরে ৪০০ সরীসৃপ নিয়ে বসবাস

Image
কফি টেবিলের মধ্যে একটা আস্ত চন্দ্রবোড়া, বাগানে ঘুরে বেড়াচ্ছে ৫০ কিলোগ্রামের কচ্ছপ। আর সাত ফুটের একটা কুমির গড়াগড়ি দিচ্ছে বিছানায়। দরজার সামনেও অপেক্ষায় কয়েকটা কুমির। এটা কোনও সায়েন্স ফিকশন সিনেমা নয়। বাস্তবে এদেরকে নিয়ে বসবাস করছেন ফ্রান্সের পশ্চিম নান্তেস সিটিতে ৬৭ বছর বয়সের বাসিন্দা ফিলিপে গিলেট। চন্দ্রবোড়াই, র‌্যাটল স্নেক, ট্যারান্টুলা, বিচিত্র প্রজাতির টিকটিকি মিলে প্রায় ৪০০টি সরীসৃপ থাকে ফিলিপের বাড়িতে। গিলেট বলেন, এসব প্রানীদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো দুটি কুমির। একটি নাম এলি, অপরটিক নাম গেটর। চামড়ার কারখানার পাশে জলাশয় থেকে তাদের উদ্ধার করেছিলেন। এ ছাড়াও বিভিন্ন জায়গা থেকে অসহায় প্রাণীদের এনে আশ্রয় দিয়েছেন তারই বাড়িতে। গিলেট তার প্রিয় গোসাপটিকে চামচ দিয়ে খাবার খাওয়ানোর সময় এক সংবাদসংস্থাকে বলেন,‘সরীসৃপ দেখলেই মানুষ ঘৃণা করে। কিন্তু ওরা অসহায়। ওরা কিন্তু কারও ক্ষতি করে না স্বেচ্ছায়। ওদের জানলে, ওদের চিনলে প্রত্যেকেরই অসম্ভব ভাল লাগবে।’ চামচ দিয়ে খাইয়ে দিচ্ছেন গিলেট। ছবি রয়টার্স। গিলেটের প্রতিবেশীদেরও খুব একটা আপত্তি নেই এই পোষ্যদের নিয়ে। তবে ...

রাজধানীতে কড়া নিরাপত্তায় তাজিয়া মিছিল

Image
আজ পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তায় তাজিয়া মিছিল শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি ধানমন্ডি লেকের কাছে প্রতীকী কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।  মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লাল পতাকা এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে ধানমন্ডি লেকের দিকে যাচ্ছেন। মিছিলের সামনে হাসান ও হোসাইন নামে দুটি ঘোড়া রয়েছে। হোসাইন নামের ঘোড়াটি রক্তে রাঙানো রয়েছে। তাজিয়া তৈরি করা হয়েছে ইমাম হোসেনের সমাধির আদলে। একদল রয়েছেন যারা শোকের গান গাইতে গাইতে সামনের দিকে এগুচ্ছেন। এছাড়া অনেকেই বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করছেন।  এদিকে শিয়া সম্প্রদায়ের এ মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সামনে ও পেছনে পুলিশি পাহারায় মিছিলটি ধানমন্ডি লেকের দিকে রওনা হয়েছে।  এছাড়া সায়েন্সল্যাব, জিগাতলা বাসস্ট্যান্ড, রাইফেল স্কয়ার ও ধানমন্ডি লেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কিছুক্ষন পর পর ধানমন্ডি জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এছাড়া ধানমন্...

কাশ্মীরে ফের অপহরণের পর তিন পুলিশকর্মীকে হত্যা

Image
কাশ্মীরে আবারো তিন পুলিশকর্মীকে অপহরণ করে হত্যা করেছে জঙ্গিরা। আজ শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরে এই ঘটনা ঘটে। একথা জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চার পুলিশকর্মীর বাড়ির ভিতর ঢুকে তাদের অপহরণ করে জঙ্গিরা। অপহৃত তিনজনই বিশেষ পুলিশ অফিসার। প্রত্যেকেই কাপ্রান গ্রামের বাসিন্দা। গ্রামবাসীদের তৎপরতায় তাদের মধ্যে একজন জঙ্গিদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারলেও বাকিরা পারেননি। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা ওই পুলিশকর্মীদের আগেই হুমকি দিয়েছিল। বলেছিল, তারা অবিলম্বে পুলিশের পদ থেকে সরে না গেলে তাদের কপালে দুর্ভোগ আছে। তাদের গ্রামের কাছেই শোপিয়ানে ওই তিন নিহত পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। -এনডিটিভি ইত্তেফাক/ জেআর

জনগণের ভোগান্তি দূর করতে মেট্রোরেলে মোদী, তুললেন সেলফি

Image
প্রধানমন্ত্রীর ভ্রমণ মানেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন বন্ধ করে তল্লাশি ইত্যাদি। এতে চরম ভোগান্তিতে পড়েন জনগণ। সেই ভোগান্তি দূর করতে বৃহস্পতিবার ভারতীয় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের শিলান্যাসে যাওয়ার পথে হঠাৎ দিল্লি মেট্রোরেলে উঠে পড়েন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ আনন্দের সাথে সফর করেন প্রায় ১৪ মিনিট।  মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দ্বোয়ারকার সেক্টর ৫ এলাকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদী। এসময় দুপুর ৩ টা ১৩ মিনিটে তিনি হঠাৎ গাড়ি থামিয়ে মেট্রোরেলে ওঠেন। প্রায় ১৪ মিনিটের রেলযাত্রা শেষে গন্তব্যে পৌঁছান তিনি। স্বল্প এই সফরে যথেষ্ট খুশি মেজাজেই ছিলেন মোদী।  ওই কর্মকর্তা আরও জানান, বিকেল ৪টা ৩৯ মিনিটে তিনি ফের মেট্রোরেলে করেই ফিরে আসেন। দ্বোয়ারকা সেক্টর ২১ থেকে মেট্রোরেলে উঠে ধৌলা কুয়াঁতে তিনি নামেন ৪টা ৫৪ মিনিটের দিকে।.প্রধানমন্ত্রীকে হঠাৎই মেট্রোর মধ্যে দেখে হকচকিয়ে যান নিত্যযাত্রীরা। অনেকের সঙ্গে সেলফিতেও বন্দি মোদী।  কনভেনশন সেন্টারের শিলান্যাসের পর প্রধানমন্ত্রী বেশ...

নানিয়ারচরে দুর্বৃত্তের হামলায় ইউপিডিএফের দুই কর্মী নিহত

Image
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে নানিয়ারচর উপজেলার রাম সুপাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকর্ষণ চাকমা (৪২) ও শ্যামল কান্তি চাকমা (৩০)।  জানা যায়, রাঙামাটি জেলায় নানিয়ারচর উপজেলার রামসুপাড়ি পাড়ায় ১০/১২জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ হানা দেয়। এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমা নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন। পরে তাদের ঘর থেকে ডেকে নিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে সন্ত্রসীরা। মৃত্যু নিশ্চিত করার জন্য গুলি করে পালিয়ে যায় তারা। এসময় ঘটনাস্থলেই নিহত হন আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমা। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে যৌথবাহিনীর একটি দল। এ ব্যাপারে রাঙামাটি নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশের একটি বিশেষ দল। এলাকাটা দুর্গম হওয়ায় এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি এমএন লারমা গ্রুপ অর্থাৎ সংষ্কারপন্থী গ্রুপ ত্যাগ করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মূল দলে ...