কাশ্মীরে ফের অপহরণের পর তিন পুলিশকর্মীকে হত্যা
কাশ্মীরে আবারো তিন পুলিশকর্মীকে অপহরণ করে হত্যা করেছে জঙ্গিরা। আজ শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরে এই ঘটনা ঘটে। একথা জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চার পুলিশকর্মীর বাড়ির ভিতর ঢুকে তাদের অপহরণ করে জঙ্গিরা। অপহৃত তিনজনই বিশেষ পুলিশ অফিসার। প্রত্যেকেই কাপ্রান গ্রামের বাসিন্দা। গ্রামবাসীদের তৎপরতায় তাদের মধ্যে একজন জঙ্গিদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারলেও বাকিরা পারেননি।
পুলিশ জানিয়েছে, জঙ্গিরা ওই পুলিশকর্মীদের আগেই হুমকি দিয়েছিল। বলেছিল, তারা অবিলম্বে পুলিশের পদ থেকে সরে না গেলে তাদের কপালে দুর্ভোগ আছে। তাদের গ্রামের কাছেই শোপিয়ানে ওই তিন নিহত পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। -এনডিটিভি
ইত্তেফাক/ জেআর
Comments