Posts

Showing posts from August 9, 2017

ইরানে নারী ভাইস প্রেসিডেন্ট মনোনীত করলেন রুহানি

Image
ইরানে দুইজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তার মন্ত্রিসভায় কোনো নারী নেই এই সমালোচনার প্রেক্ষিতে তিন নারী ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি মানবাধিকার বিষয়ক সহযোগী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।   উল্লেখ্য, ইরানে ১২ জন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয়। মাসুমেহ এবতেকারকে পরিবার ও নারী বিষয়ক, লায়া জোনেইদিকে আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে। এছাড়া শাহিনদোখত মোওলাভেরদিকে প্রেসিডেন্টের মানবাধিকার বিষয়ক সহায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।   উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরে এখন পর্যন্ত মাত্র একজন নারীকে মন্ত্রিসভায় নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, শিয়া অধ্যুষিত ইরানে জনসংখ্যার ১০ শতাংশ মুসলিমদের প্রতিনিধিত্ব নেই মন্ত্রিসভায়। ঘোষিত এই মন্ত্রিসভার অনুমোদন দেবে ইরানি পার্লামেন্ট।   এর আগে মোওলাভেরদি বলেছিলেন, রুহানির সব পুরুষের মন্ত্রিসভা এটা প্রদর্শন করে যে ইরান নারী ক্ষমতায়নে খুব অগ্রগতি অর্জন করতে পারেনি। মোওলাভেরদি ও একতেবার রুহানির গত মেয়াদের সরকারের সময়েও ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইরানের সংস্কারপন্থিরা মনে করেন রুহানি...

পাকিস্তানে জঙ্গি হামলায় মেজরসহ ৪ সেনা নিহত

Image
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বুধবার গুলি বিনিময়ের ঘটনায় একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা ও তিন সৈন্য নিহত হয়েছে। পাকিস্তান সেনা বাহিনী এ কথা জানিয়েছে।   সেনা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে সেনা সদস্যরা দেশটির খাইবারপাখতুন খোয়া প্রদেশের আপার ডির জেলায় জঙ্গি আস্তানায় হামলা চালায়। এ সময়ে জঙ্গিরাও পাল্টা হামলা চালায়।   বিবৃতিতে বলা হয়, এক পর্যায়ে আস্তানায় থাকা দুজন আত্মঘাতী জঙ্গির একজন শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। অপরজন গুলিতে প্রাণ হারায়। এছাড়া সেনাসদস্যরা অপর এক জঙ্গিকে আটক করে। জঙ্গি কর্মকাণ্ড বানচালের এ অভিযানে একজন সেনা কর্মকর্তা ও তিন সৈন্য প্রাণ হারায়। নিহতরা হচ্ছেন মেজর আলি সালমান, হাবিলদার গুলাম নাজির, হাবিলদার আখতার ও সিপাহী আবদুল করিম।   কোন গ্রুপই এ ঘটনায় জড়িত থাকা নিয়ে কোন বিবৃতি দেয়নি। জিও নিউজ।   ইত্তেফাক/সাব্বির

চীন-ভিয়েতনাম বৈঠক বাতিল

Image
চীন ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পূর্বনির্ধারিত একটি বৈঠক বাতিল করা হয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে দেশ দুইটির মধ্যে চলমান উত্তেজনার কারণে এই বৈঠক বাতিল হয় বলে ধারণা  করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি হওয়ার কথা ছিল।    বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করলেও চীনা কর্মকর্তারা এটি বাতিলের পক্ষে কোনো কারণ দেখাননি। ভিয়েতনামও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে দৃশ্যত দক্ষিণ চীন সাগর নিয়ে দেশ দুইটির মধ্যে বিদ্যমান উত্তেজনাই বৈঠক বাতিলের কারণ হিসেবে কাজ করেছে বলে  মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনটিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিনের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।    বৈঠকটি বাতিল হওয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‘এরইমধ্যে সাক্ষাৎ হয়ে গেছে’। তবে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় কাছ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায়...

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে একশ ২৯ জন গ্রেফতার

Image
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে একশ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।   পুলিশ জানায়, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৬৩ জন, হরিণাকুন্ডু থেকে ৮ জন, শৈলকুপা ৩২ জন, কালিগঞ্জ থেকে ১ জন, মহেশপুর থেকে ১৯ জন ও কোটচাঁদপুর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।   ইত্তেফাক/এমআই

লামায় ১৮৪ বস্তা সরকারি চাল জব্দ

Image
  বান্দরবানের লামা বাজারের একটি দোকান থেকে বুধবার দুপুরে ১৮৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। চালের বস্তার গায়ে খাদ্য অধিদফতরের খাদ্য বান্ধব কর্মসূচি ও মহিলা বিষয়ক অধিদফতরের ভিজিডি' ২০১৭ কর্মসূচির চাল লেখা আছে। প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি।   লামা বাজারের রনি স্টোরের মালিক রনি কর্মকার চালের বস্তা পরিবর্তন করার সময় উপস্থিত জনগণ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান। সহকারী কমিশনার (ভূমি) দোকানে গিয়ে চালের গুদাম তালা মেরে সিলগালা করে দেন। উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু জানিয়েছেন, চালের বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে।   স্টোর মালিক রনি কর্মকার জানিয়েছেন, চালগুলো আলীকদম খাদ্য গুদাম থেকে মঙ্গলবার বিকেলে আব্দুর রহিম নামক এক ডিলার লামা বাজারে পৌঁছে দিয়েছেন। আলীকদম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মংহ্লাপ্রু মার্মা জানিয়েছেন, চালগুলো আলীকদম খাদ্য গুদাম থেকে নেওয়া হয়েছে। আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানিয়েছেন, আটককৃত চালগুলো আলীকদমের বিভিন্ন ইউনিয়নের দুর্গমের ভিজিডির চাল। খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় চালগুলো বিতরণ না করে সুযোগ বুঝে ডিলারের মাধ্যমে স...

কি হতো পোকামাকড় না থাকলে

Image
পৃথিবীতে মানুষ না থাকলে কি হবে? এর উত্তর- পৃথিবীর কিচ্ছু হবে না। পৃথিবীর প্রাণী বৈচিত্র যেমন আছে তেমনই থাকবে। কিন্তু আমরা যাদের ‘উপদ্রব’ বলে মনে করি সেই পোকামাকড় না থাকলে কি হত সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাণী গবেষকরা। তারা বলেছেন, পোকামাকড় না থাকলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যেত। ফলে ধীরে ধীরে বাতিল গ্রহে পরিণত হয়ে যেত পৃথিবী। পোকামাকড়দের প্রয়োজনীয়তা নিয়ে বই লিখেছেন প্রাণী গবেষক ডেভিড ম্যাকনিল। তিনি বলেছেন, আমাদের প্রতি মানুষের বিপরীতে প্রায় ১৪০ কোটি পোকামাকড় আছে পৃথিবীতে। এরা আমাদের প্রকৃতি পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিশ্ব অর্থনীতির পেছনে বিরাট ভূমিকা পালন করে। পোকামাকড় না থাকলে পৃথিবী অসংখ্য রোগজীবানুতে ভরে যেত। ফলে মানুষের পক্ষে বেচে থাকা কঠিন তো হতোই, অন্যান্য প্রাণীদেরও অস্তিত্ব হুমকির মুখে পড়তো। ম্যাকনিল লিখেছেন, এই ধরনীকে বাঁচিয়ে রাখার পেছনে পোকামাকড়দের অবদান খালি চোখে দেখা যায় না। এরা কাজ করে যায় নিভৃতে। তার মতে কেবল মৌমাছিই বিশ্ব অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার অবদান রাখে। ফসলের ক্ষেতে যদি পোকামাকড় হানা না দিত তবে পরাগায়ন অনেক কম হতো। কারণ বেশিরভাগ পরাগায়ন হয়ে থাকে পোকামাকড়...

একুশটা বছর সামিরা আমাকে যা বুঝাইছে, তাই বলে গেছি’: রুবি নতুন ভিডিওতে অকথ্য ভাষায় রুবির গালিগালাজ

Image
  গেল সোমবার রুবি তার ফেসবুকে সালমান শাহ্’র আত্মহত্যা নয়, হত্যা দাবি করে প্রকাশিত ভিডিও ফুটেজে বলেন, ‘আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের স্বীকার হয়েছিলেন সালমান শাহ এবং তা করিয়েছিলেন তারই স্ত্রী সামিরা হকের পরিবার।'   তবে আজ বুধবার প্রকাশিত আরো একটি ভিডিওতে রুবি তার আগের দাবি থেকে কিছুটা সরে এসেছেন, এবার বলছেন, ‘এটা হত্যা নাকি আত্মহত্যা তিনি জানেন না।এটা ইনভেস্টিগেশন করলে বের হবে।’   সালমান হত্যা মামলার ১১ জন আসামির মধ্যে অন্যতম রুবির পুরো নাম রাবেয়া সুলতানা রুবি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে চাইনিজ স্বামী ও দুই সন্তানসহ অনেক বছর ধরে বসবাস করছেন তিনি।   সোমবার রুবি বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহকে খুন করা হইছে, আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডকে দিয়ে। আর সব ছিল চাইনিজ মানুষ।’   আজকের ভিডিওতে রুবি বলছেন, সম্প্রতি ছেলে ভিকির কাছে সালমানের মৃত্যুর সময়কার একটা ঘটনা শুনে সন্দেহ হয় তার। সালমানের মৃত্যুর পরপরই সামিরা (সালমানের স্ত্রী) একটি পুটলি পাশের ছাদে ছুড়ে ফেলার জন্য ...

একুশটা বছর সামিরা আমাকে যা বুঝাইছে, তাই বলে গেছি’: রুবি নতুন ভিডিওতে অকথ্য ভাষায় রুবির গালিগালাজ

  গেল সোমবার রুবি তার ফেসবুকে সালমান শাহ্’র আত্মহত্যা নয়, হত্যা দাবি করে প্রকাশিত ভিডিও ফুটেজে বলেন, ‘আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের স্বীকার হয়েছিলেন সালমান শাহ এবং তা করিয়েছিলেন তারই স্ত্রী সামিরা হকের পরিবার।'   তবে আজ বুধবার প্রকাশিত আরো একটি ভিডিওতে রুবি তার আগের দাবি থেকে কিছুটা সরে এসেছেন, এবার বলছেন, ‘এটা হত্যা নাকি আত্মহত্যা তিনি জানেন না।এটা ইনভেস্টিগেশন করলে বের হবে।’   সালমান হত্যা মামলার ১১ জন আসামির মধ্যে অন্যতম রুবির পুরো নাম রাবেয়া সুলতানা রুবি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে চাইনিজ স্বামী ও দুই সন্তানসহ অনেক বছর ধরে বসবাস করছেন তিনি।   সোমবার রুবি বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহকে খুন করা হইছে, আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডকে দিয়ে। আর সব ছিল চাইনিজ মানুষ।’   আজকের ভিডিওতে রুবি বলছেন, সম্প্রতি ছেলে ভিকির কাছে সালমানের মৃত্যুর সময়কার একটা ঘটনা শুনে সন্দেহ হয় তার। সালমানের মৃত্যুর পরপরই সামিরা (সালমানের স্ত্রী) একটি পুটলি পাশের ছাদে ছুড়ে ফেলার জন্য ভিকি...

প্রেমের ফাঁদে পড়ে নিঃস্ব প্রবাসীর স্ত্রী

Image
রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমের ফাঁদে পড়ে আট লাখ টাকা মূল্যমানের অর্থ ও স্বর্ণালংকার খুইয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন রিমন শেখ নামের এক যুবকের বিরুদ্ধে। রিমন শেখ একজন ক্যাবল নেটওয়ার্ক কর্মচারী। তাঁর বাড়ি গোয়ালন্দের বাহাদুরপুর মহল্লায়। ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনের ভাষ্য, নয় বছর আগে বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের ছেলে প্রবাসী হন। কয়েক মাস আগে স্ত্রীকে মধ্যপ্রাচ্যের যে দেশে তিনি কাজ করেন, সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বামী। যাওয়ার খরচ বাবদ তিনি স্ত্রীকে পাঁচ লাখ টাকা পাঠান। ৩ আগস্ট ওই গৃহবধূ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজ করেও গৃহবধূকে না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশকে লিখিতভাবে বিষয়টি জানায়। একপর্যায়ে গোয়ালন্দের একটি ভাড়া বাসা থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। ওই গৃহবধূর ভাষ্য, ডিশের কাজ করতে আসা রিমনের সঙ্গে বছর খানেক আগে তাঁর পরিচয় হয়। দুই মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি রিমন তাঁকে বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে তিনি রিমনের কথামতো পাঁচ লাখ টাকা...

বাঁচতে হলে সংগ্রাম চাই: সন্তু লারমা

Image
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বের হওয়া শোভাযাত্রা। ছবি: সাইফুল ইসলাম বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, সরকার ভিন্ন জাতিসত্তার মানুষদের নিশ্চিহ্ন করে দেওয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এসব জাতির মানুষ যদি সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, তাহলে তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন সন্তু লারমা। এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা অধিকার আদায়ের সংগ্রামে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। আজ সকালে সমাবেশের উদ্বোধন করেন লেখক-অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হলো বৈচিত্র্যই সৌন্দর্য।’ তিনি আরও বলেন, দেশে ভিন্ন জাতিসত্তার মানুষেরা নানা সমস্যায় জর্জরিত। তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। তারা ভালো না থাকলে দেশও ভালো চলবে না। আদিবাসী দিবসের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন ক্ষুদ্র জাতিসত্তার শিল্পীরা। ছবি: সাইফুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথির বক্...
Image
এক ঝলক (০৯ আগস্ট ২০১৭) ০৯ আগস্ট ২০১৭, ১৯:৩৮ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন। ছবি: সাইফুল ইসলাম চুপটি করে বসে আছে মায়া হরিণের শাবক। গত ২৫ জুলাই হরিণটি জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেয়। ছবিটি বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম রাজধানীর কুড়িল ফ্লাইওভারের নিচের জলাশয়ে নাইতে নেমে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি আজ বুধবার দুপুরের। ছবি: আবদুস সালাম লবণ সংগ্রহ করছেন শ্রমিকেরা। ছবিটি মঙ্গলবার ক্রোয়েশিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স সবুজ পাহাড়ে ত্রিপুরা গ্রাম। ছবিটি মঙ্গলবার খাগড়াছড়ি সদরের পল্টন জয়পাড়া থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী কেনিয়ায় নির্বাচনে ভোট দিচ্ছেন এক আদিবাসী নারী। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স জিং ইয়া নামের পুরুষ পান্ডাটি তার চতুর্থ জন্মদিনে বরফের কেক পেয়েছে। ছবিটি মঙ্গলবার নেদারল্যান্ডসের একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স হাতে তৈরি নুডলস শুকাচ্ছে এক ব্যক্তি। ছবিটি মঙ্গলবার ইন্দোনেশিয়া থেকে তোলা। ছবি: এএফপি জুম থেকে কলা সংগ্রহ করে স...