ইরানে নারী ভাইস প্রেসিডেন্ট মনোনীত করলেন রুহানি
ইরানে দুইজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তার মন্ত্রিসভায় কোনো নারী নেই এই সমালোচনার প্রেক্ষিতে তিন নারী ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি মানবাধিকার বিষয়ক সহযোগী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। উল্লেখ্য, ইরানে ১২ জন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয়। মাসুমেহ এবতেকারকে পরিবার ও নারী বিষয়ক, লায়া জোনেইদিকে আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে। এছাড়া শাহিনদোখত মোওলাভেরদিকে প্রেসিডেন্টের মানবাধিকার বিষয়ক সহায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরে এখন পর্যন্ত মাত্র একজন নারীকে মন্ত্রিসভায় নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, শিয়া অধ্যুষিত ইরানে জনসংখ্যার ১০ শতাংশ মুসলিমদের প্রতিনিধিত্ব নেই মন্ত্রিসভায়। ঘোষিত এই মন্ত্রিসভার অনুমোদন দেবে ইরানি পার্লামেন্ট। এর আগে মোওলাভেরদি বলেছিলেন, রুহানির সব পুরুষের মন্ত্রিসভা এটা প্রদর্শন করে যে ইরান নারী ক্ষমতায়নে খুব অগ্রগতি অর্জন করতে পারেনি। মোওলাভেরদি ও একতেবার রুহানির গত মেয়াদের সরকারের সময়েও ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইরানের সংস্কারপন্থিরা মনে করেন রুহানি...