পাকিস্তানে জঙ্গি হামলায় মেজরসহ ৪ সেনা নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বুধবার গুলি বিনিময়ের ঘটনায় একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা ও তিন সৈন্য নিহত হয়েছে। পাকিস্তান সেনা বাহিনী এ কথা জানিয়েছে।
সেনা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে সেনা সদস্যরা দেশটির খাইবারপাখতুন খোয়া প্রদেশের আপার ডির জেলায় জঙ্গি আস্তানায় হামলা চালায়। এ সময়ে জঙ্গিরাও পাল্টা হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়, এক পর্যায়ে আস্তানায় থাকা দুজন আত্মঘাতী জঙ্গির একজন শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। অপরজন গুলিতে প্রাণ হারায়। এছাড়া সেনাসদস্যরা অপর এক জঙ্গিকে আটক করে। জঙ্গি কর্মকাণ্ড বানচালের এ অভিযানে একজন সেনা কর্মকর্তা ও তিন সৈন্য প্রাণ হারায়। নিহতরা হচ্ছেন মেজর আলি সালমান, হাবিলদার গুলাম নাজির, হাবিলদার আখতার ও সিপাহী আবদুল করিম।
কোন গ্রুপই এ ঘটনায় জড়িত থাকা নিয়ে কোন বিবৃতি দেয়নি। জিও নিউজ।
ইত্তেফাক/সাব্বির
Comments