Posts

Showing posts from July 2, 2019

এ এক ‘বিস্ময়কর ঘটনা’: উত্তর কোরিয়া

Image
আকস্মিক সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার আকস্মিকভাবে এক পাক ঘুরে এলেন উত্তর কোরিয়ায়। দেশটির পারমাণবিক কর্মসূচির ঘোর বিরোধী বলে ট্রাম্প দেশটির চোখের বালি। কিন্তু তাঁর সফরে দেশজুড়ে যে বাহবা পড়ে যায়, এতে কে বলবে ট্রাম্প তাদের শত্রু। ট্রাম্পের এ সফরকে তারা ‘বিস্ময়কর ঘটনা’ বলে অভিহিত করে। আজ সোমবার ওই অভূতপূর্ব বৈঠকের ব্যাপক প্রচার করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিসহ (কেসিএনএ) সব মিডিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ‘ট্রামের পরামর্শে’ ওই বৈঠক ‘ঐতিহাসিক’ ছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ৬৬ বছর আগে কোরীয় যুদ্ধের অবসানের দিন, ‘আর্মিস্টিস চুক্তির’ দিন এমন অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা ওই দিন ঐতিহাসিক বৈঠক করেছিলেন। এবার দুই কোরিয়ার সীমান্তে পানমুনজমে কিম জং–উনের সঙ্গে ট্রাম্পের ‘হ্যান্ডশেকের’ মাধ্যমে আরেকটি ঐতিহাসিক দিন এল। দুই কোরিয়ার সীমান্তে পানমুনজমের অসামরিকায়িত অঞ্চলে গতকাল রোববার ট্রাম্প-কিম সাক্ষাৎ হয়। উত্তর কোরিয়ায় প্রবেশের পর...

মিষ্টিজাতীয় খাবার শিশুর যে ক্ষতি করে

Image
প্রতিকি ছবি সব বাবা-মা জানেন, বাচ্চারা মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করে। কিন্তু এই মিষ্টিজাতীয় খাবার খাওয়ার কারণে বাচ্চারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাচ্চাদের স্থূলতা, দাঁত ও চোখের সমস্যার জন্যও অনেক ক্ষেত্রে দায়ী এই মিষ্টিজাতীয় খাবার। যারা বেশি মিষ্টি খায় পরবর্তী জীবনে তাদের টাইপ-টু ডায়াবেটিস, হৃদরোগ, এবং ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। এ কারণে শিশুদের খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সম্প্রতি ব্রিটেনর রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথের গবেষকরা এক প্রতিবেদনে জানিয়েছেন, বাচ্চাদের খাবারে মিষ্টির পরিমাণ নিয়ন্ত্রণ করা গেলে এবং মিষ্টি খাবারের প্রতি তাদের নির্ভরশীলতা তৈরির আগেই সবজি খাওয়ানো শুরু করা গেলে, তা তাদের সুষম পুষ্টির জোগান দেবে। শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেসব খাবারে বাড়তি চিনি যোগ করা হয়নি বলে লেবেল লাগানো থাকে, সেসব খাবারও অনেক সময় মধু কিংবা ফলের রসের মাধ্যমে মিষ্টি করা হয়। শিশুদের একটু তেতো খাবার দেওয়ার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিশুরা...

মুম্বাইয়ে দশকের সর্বোচ্চ বৃষ্টিপাত, নিহত ১৬

Image
মুম্বাইয়ে তীব্র বৃষ্টিপাত সৃষ্ট যানজট। ছবি: সংগৃহীত চলতি দশকের সবচেয়ে ভারী বর্ষণের শিকার হচ্ছে ভারতের মুম্বাই। রবিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মুম্বাই ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ইতিমধ্যে মারা গেছেন ১৬ জন, যার মধ্যে শুধু রবিবার রাতেই মারা গেছেন ১২ জন। টানা দুই দিনের তীব্র বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল। এ কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান যাতায়াত। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দেশটির কেন্দ্রীয় রেলওয়ে একটি টুইটে জানায়, 'এটা প্রকৃতির ক্রোধ। এই মুহূর্তে তীব্র বৃষ্টির কারণে কারলা সুবর্বণ অঞ্চলে ট্রেন যোগাযোগ বিপদজনক হয়ে উঠেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুবর্বণ এক্সপ্রেসের যাত্রা স্থগিত রাখা হলো। অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত।' তারা আরও জানায়, তীব্র বৃষ্টি ও এর কারণে সৃষ্ট বন্যায় রেলওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের ইতিমধ্যে উদ্ধার করেছে রেলওয়ে প্রটেকশন ফোর্সের সদস্যরা। আরও পড়ুন:   রিফাত হত্যা: প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত ...