Posts

Showing posts from September 28, 2020

স্থগিত হলো বাংলাদেশের শ্রীলংকা সফর

Image
  শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ [ফাইল ছবি] দু’বোর্ডের মধ্যে কোয়ারেন্টাইন ইস্যুতে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ দলের আসন্ন শ্রীলংকা সফরটি স্থগিত হয়ে গেলো। সফরে স্বাগতিক শ্রীলংকা দলের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। শ্রীলংকা সফর স্থগিতের বিষয়টি আজ নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) প্রদত্ত শর্তাবলী মেনে নেয়া অসম্ভব বলে জানান তিনি। তিনি বলেন, যখন এ জাতীয় কোন শর্তাবলী থাকবে না, তখন সুবিধাজনক সময়ে পুনরায় সিরিজটি আয়োজনের জন্য এসএলসিকে জানিয়েছে বিসিবি। তিন ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সিরিজ স্থগিতের বিষয় নিয়ে আজ পাপন বলেন, ‘আমি বলেছিলাম, তারা যে দিক নির্দেশনা দিয়েছে তা মেনে কোনও টেস্ট সিরিজ খেলা সম্ভব নয়।’ শ্রীলংকার নির্ধারিত স্বাস্থ্য প্রোটোকল অনুসারে, দ্বীপপুঞ্জে সফর করলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু শ্রীলংকাকে কোয়ারেন্টাইন পর্ব অর্ধেক করা ও কোয়ারেন্টাইন চলাকালীন অনুশীলনের অনুমতি দেয়ার আহ্বান জানায় বিসিবি। তবে স্বাগতিকরা বিসিবির শর্ত শিথিলে রাজি না হ...

আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের অদ্ভুত শর্ত

Image
  তালেবানের সিনিয়র নেতা খায়রুল্লাহ খায়েরখা কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে চলমান আলোচনায় অদ্ভুত শর্ত দিয়েছে তালেবান। এই গোষ্ঠীর সিনিয়র নেতা খায়রুল্লাহ খায়েরখা বলেছেন, সম্প্রতি আমেরিকার সঙ্গে তারা যে শান্তিচুক্তি করেছেন তা বাস্তবায়ন করলেই কেবল সরকারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকতে পারে। আফগানিস্তানের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খায়রুল্লাহ রবিবার দোহায় বলেছেন, আমেরিকার সঙ্গে তালেবানের সাম্প্রতিক চুক্তির ভিত্তিতে আফগান-তালিবান আলোচনা এগিয়ে নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কাবুল সরকার যদি তালেবানের এ শর্ত মেনে না নেয় তাহলে আলোচনা করে কোনও লাভ হবে না। গত ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে দুই সপ্তাহরও বেশি সময় পার হয়ে গেলেও আফগানিস্তানে যুদ্ধ ও সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে এখনও পর্যন্ত দু’পক্ষ কোনও রূপরেখা তৈরি করতে পারেনি। বিডি প্রতিদিন/কালাম

তুর্কি পণ্য বর্জন করছে সৌদি

Image
  সংগৃহীত ছবি চলতি সপ্তাহে সৌদি আরব সরকারিভাবে তুরস্কের পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে। গতকয়েক মাস অঘোষিতভাবে সৌদি ব্যবসায়ীদের ওপর তুর্কি পণ্য বর্জনের ব্যাপারে চাপ সৃষ্টির পর এখন আনুষ্ঠানিকভাবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ। তুরস্কের গণমাধ্যম এ ঘটনাকে গোপন অবরোধ বলে মন্তব্য করেছে। তুরস্কের কয়েকটি দৈনিক পত্রিকা বলেছে, সৌদি আরবের এই নিষেধাজ্ঞা সংকটাপন্ন তুর্কি অর্থনীতির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তুরস্কের একজন ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে জমহুরিয়াত পত্রিকা বলেছে, “সৌদি ব্যবসায়ীরা বলছেন আমরা তুর্কি পণ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমাদের ক্রেতারা তুর্কি পণ্যে সন্তুষ্ট অথচ এখন কোনমতেই তারা আর তুরস্কের পণ্য কিনতে পারবে না। সে ক্ষেত্রে আপনারা তৃতীয় কোনো দেশে এসব পণ্য পাঠিয়ে দিন। জুলাই মাসে মিডিল ইস্ট আই রিপোর্ট করেছিল, তুরস্ক থেকে তাজা ফলমূল এবং শাকসবজি বহন করা ট্রাকগুলোকে সীমান্ত পার হতে বাধা দিয়েছে সৌদি। তুরস্কের পত্রিকা দুনিয়া জানিয়েছে, সৌদি সরকারি কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ীদের তুরস্কের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশনা দিয়েছেন।-পার্সটুডে বিডি প্রতিদিন/আরাফাত

আজারবাইজানে ৪ হাজার যোদ্ধা পাঠিয়েছে তুরস্ক: আর্মেনিয়া

Image
  ভয়াবহ যুদ্ধ বেঁধে গেছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। এমন পরিস্থিাততে বিচ্ছিন্ন নাগরনো-কারাবাখ অঞ্চলে বাকুর হয়ে ইয়েরেভানের বিপক্ষে লড়াইয়ের জন্য উত্তর সিরিয়ার থেকে ৪ হাজার যোদ্ধাকে আজারবাইজানে পাঠিয়েছে তুরস্ক।  সোমবার ইন্টারফেক্স নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূত। আর্মেনিয়ার রাষ্ট্রদূত জানান, নাগরনো-কারাবাখের যুদ্ধে অংশ নিয়েছে যোদ্ধারা। অঞ্চলটি আজারবাইনের। কিন্তু আর্মেনিয়ার সহায়তায় দখল করে আছে আর্মেনিয়ো আদিবাসীরা। বিডি প্রতিদিন/ ওয়াসিফ