Posts

Showing posts from November 24, 2019

জাপান সফর শেষে দেশে ফিরেছেন কোস্ট গার্ড মহাপরিচালক

Image
এম আশরাফুল হক। জাপানের টোকিওতে চার দিনের সরকারী সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের  মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক।  এর আগে, একজন সফর সঙ্গীসহ গত ১৮ নভেম্বর জাপানের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে মহাপরিচালকে বিদায় জানান।  কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানের টোকিও শহরে জাপান কোস্ট গার্ড ও নিপ্পন ফাউন্ডেশানের যৌথ ব্যবস্থাপনায় গত ১৯-২২ নভেম্বর চারদিন ব্যাপী অনুষ্ঠিত দ্বিতীয় বৈশ্বিক কোস্ট গার্ড সম্মেলনে অংশগ্রহণ করেন এম আশরাফুল হক। পাশাপাশি তিনি জাপান কোস্ট গার্ড প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।  সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাপান সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের ২৪টি অত্যাধুনিক বোট বর্তমানে জাপানে নির্মানাধীন রয়েছে, যা দুই দেশের মধ্যকার সুসম্পর্কের বহিঃপ্রকাশ। অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে দুই দেশের মধ্যে ভবিষ্যতে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে প্রতিয়মান।  বিডি-প...

নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল গাড়ি (ভিডিও)

Image
নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ি ফ্লাইওভার থেকে উড়ে এসে পড়ল রাস্তায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন এক পথচারী। আহত হয়েছেন আরো ছয়জন। শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদ প্রদেশে। সিসিটিভি ফুটেজে ওই দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে। ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  সিসিটিভি ফুটেজে দেখা যায়, হায়দরাবাদের বায়ো ডাইভার্সিটি জাংশনের কাছে এক ফ্লাইওভারের নিচে স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছিলেন। হঠাৎ ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর আঁছড়ে পড়ল একটি লাল রঙের গাড়ি। একটি গাছের বড়সড় ডাল ভেঙে নিয়ে সেটি পড়ল নিচে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল কয়েকটি অটো। গাড়ির ধাক্কায় উড়ে এল কয়েকটি সাইনবোর্ডও। বিকট শব্দ পেয়ে দৌড় শুরু করলেন পথচারীরা। সর্বশেষ খবর অনুযায়ী ওই ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরো ছয়জন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়িটি এসে পড়েছে অটোগুলো যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানেই। তবে আশ্চর্যের বিষয় হলো ঘটনায় প্রাণে বেঁচে গেছেন আছড়ে পড়া গাড়ির চালক। এর আগে ১০ নভেম্বর আরো একটি দুর্ঘটনা ঘটে ওই ফ্লাইওভারে। বিডি প্রতিদিন...

স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে বিচ্ছেদের ঘটনা ঘটে: গবেষণা

Image
স্বামীর চেয়ে স্ত্রীর রোজগার বেশি কিংবা সমান হলেই মানসিক পীড়ায় ভোগেন স্বামী। সংসার জীবনে যারা ১৫ বছর পার করেছেন এমন ৬ হাজার দম্পতির ওপর গবেষণা করে এমনটাই বলছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের একদল গবেষক। গবেষণাটি বলছে, সংসার জীবনে অনেক সুখবর স্বামী-স্ত্রীর জন্য অশান্তি নিয়ে আসে। বিশেষ করে স্ত্রী বেশি উপার্জন করলে তা স্বামীর জন্য পীড়াদায়ক। গবেষণায় দেখা গেছে, যেসব স্ত্রীরা তার স্বামীর আয়ের উপর নির্ভরশীল সেই স্বামীরা মানসিকভাবে বেশি ভালো থাকেন। যেসব স্বামী তার স্ত্রীর চেয়ে কম আয় করেন তারা মানসিক কষ্টে ভোগেন। শুধু তাই নয়, সংসারের মোট খরচ উভয়ই সমান বহন করলেও স্বামী মানসিক পীড়ায় ভোগেন। তবে স্ত্রীর আয় ৪০ শতাংশ এবং নিজের আয় ৬০ শতাংশ হলেই স্বামী ভালো অনুভব করেন।  গবেষণায় আরও উঠে এসেছে, স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে সংসারে ক্ষমতা নিয়েও দর কষাকষি হয়। এই দর কষাকষি এমন একপর্যায় চলে যায় যে, এক সময় তারা বিচ্ছিন্ন হয়ে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। গবেষণায় নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব বাথ স্কুল অব ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ ডা. জোয়ানা সিরিদা। তিনি বলেন, কম আয় করা স্বামীরা...

সেই ‘রহস্যময়’ রকেট আনবেই রাশিয়া

Image
ছবিটি প্রতীকী। ছবি: এএফপি বেশ কিছুদিন ধরেই এক ‘রহস্যময়’ রকেট আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সেই চেষ্টা চলাকালীন গত আগস্টে ভয়াবহ এক বিস্ফোরণে প্রাণ হারান সাতজন। ভয়ংকর এই দুর্ঘটনার পরও রাশিয়া এই প্রকল্প অব্যাহত রাখবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন, যেকোনো কিছুর মূল্যে এই রকেট রাশিয়া আনবেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই রহস্যময় রকেট বিস্ফোরণে নিহত ব্যক্তিদের পরিবারের হাতে মরণোত্তর পদক তুলে দেন পুতিন। সেখানেই এই রকেট প্রকল্প অব্যাহত রাখার কথা বলেন তিনি। নতুন প্রযুক্তির রকেট আনার নিশ্চয়তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি নিহত ব্যক্তিদের পরিবারের উদ্দেশে পুতিন বলেন, ‘যা-ই হোক না কেন, আমরা অবশ্যই একে নিখুঁতভাবে তৈরি করব। পৃথিবীতে শান্তি নিশ্চিত করার জন্য এ রকম অনন্য প্রযুক্তির অস্ত্রের অবশ্যই প্রয়োজন আছে।’ রকেটটি সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও পুতিন জানিয়েছেন, এই রকেটে যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।...

লিবিয়ায় মার্কিন সামরিক ড্রোন বিধ্বস্ত/২৩ নভেম্বর, ২০১৯

Image
ছবি: সংগৃহীত লিবিয়ার আকাশে মার্কিন বাহিনীর একটি নিরস্ত্র ড্রোন বিধ্বস্ত হয়েছে। দেশটিতে ক্ষমতা দখলের জন্য জাতিসংঘ স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে সশস্ত্র বিদ্রোহীরা। শুক্রবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র। কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির আকাশে ইউএস আফ্রিকা কমান্ডের দূর নিয়ন্ত্রত একটি নিরস্ত্র ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে ড্রোনটি বিধ্বস্তের কারণ জানানো হয়নি। আফ্রিকা কমান্ড জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং সহিংস জঙ্গিবাদী কর্মকান্ড পর্যবেক্ষণ করতে ইউএস আফ্রিকা কমান্ড লিবিয়ায় ড্রোন অভিযান পরিচালনা করে থাকে। আরও পড়ুন:   পিছিয়ে পড়েও সুয়ারেজ-ভিদালের গোলে বার্সেলোনার জয় লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলে তাদের নিয়ন্ত্রিত একটি এলাকায় উড়তে থাকা ইতালির একটি ড্রোন ভূপাতিত করার কথা জানানোর একদিন পর যুক্তরাষ্ট্রের এ ড্রোন বিধ্বস্ত হলো। এছাড়াও গত সেপ্টেম্বরে লিবীয় আইএস বাহিনীর বিরুদ্ধে ইউএস আফ্রিকা কমান্ড পরিচালিত বিভিন্ন বিমান হামলায় অনেক নি...

সাংবাদিককে বন্দি রাখায় ইরানকে ১৮ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ

Image
মার্কিন সাংবাদিক জেসন রেজায়ান। ছবি: সংগৃহীত ইরানি বশোদ্ভূত মার্কিন এক সাংবাদিককে কারাগারে বন্দি রাখায় ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৮ কোটি ডলার দিতে ইরান সরকারকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গুপ্তচরবৃত্তির দায়ে ২০১৪ সালে তাকে কারাদণ্ড দিয়েছিল তেহরান। খবর এএফপি’র। ইরানের কারাগারে বন্দি ও নিপীড়নের শিকার ওই মার্কিন সাংবাদিকের নাম জেসন রেজায়ান বলে জানা গেছে। তিনি প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্টে কর্মরত ছিলেন। মার্কিন আদালতের বিচারক ১৮ মাস ধরে কারাগারে বন্দি রাখায় যন্ত্রণা ও ভোগান্তির পাশাপাশি আর্থিক লোকসানের ক্ষতিপূরণ হিসেবে জেসন রেজায়ান ও তার পরিবারকে ১৮ কোটি ডলার দেয়ার নির্দেশ দেন। মার্কিন আদালতের দাবি, কারাগারে বন্দি থাকার সময় জেসন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তার ঘুমের ব্যাঘাত ঘটেছে, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং প্রাণনাশের হুমকিতে ছিলেন। আরও পড়ুন:   আরো একবার শিরোপা হাতছাড়া বাংলাদেশের দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, আদালতের এ সিদ্ধান্ত একেবারে প্রতীকি। ইরান এ মামলার ব্যাপারে কোন জবাব দেয়নি। তেহরান এই ক্ষতিপূরণ দেবে বলে মনে হয় না। ইরানি ...

মহারাষ্ট্রে ক্ষমতার দখল নিয়ে জলঘোলা, দৃশ্যপটে বিজেপি-অজিত

Image
ছবি: সংগৃহীত ভারতের মহারাষ্ট্রে ক্ষমতার দখল নিয়ে জলঘোলা কারবার চলছেই। প্রধান শক্তি শিবসেনাকে ডিঙিয়ে হঠাৎ করেই দৃশ্যপটে হাজির বিজেপি। শনিবার সকাল ৬ টায় সরকার গঠন করেছে বিজেপি ও অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপির একাংশ। রাজ্যের মূখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফারনাভিস এবং এনসিপির পক্ষ থেকে ডেপুটি মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ার। অক্টোবরের লোকসভা নির্বাচনে শিবসেনা, বিজেপি ও এনসিপি তিন দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে জোট সরকারের প্রয়োজনীয়তা দেখা দেয় রাজ্যটিতে। কিন্তু বিজেপি-শিবসেনা জোটের ৩০ বছরের বন্ধুত্বে ফাটল ধরে ক্ষমতার ৫০-৫০ বন্টন নিয়ে। নির্বাচনে সবচেয়ে বেশি আসন জেতা শিবসেনা জোট বাধার জন্য আলোচনা চালিয়ে আসছিল তৃতীয় শক্তি এনসিপি ও কংগ্রেসের সঙ্গে। এদিকে অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মহারাষ্ট্রের ক্ষমতার প্রধান দাবিদার শিবসেনা। শিবসেনা প্রধান উদ্বভ ঠাকুর বলেন, অজিত পাওয়ার পেছন থেকে শিবসেনার পিঠে ছুরি মেরেছে। এছাড়া শনিবার ভোরে দেবেন্দ্র ফারনাভিস মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টা ...

নেপাল হয়ে ভারতে ঢুকছে 'জঙ্গিরা', হাই অ্যালার্ট জারি

Image
ছবি-সংগৃহীত নেপাল হয়ে ভারতে অন্তত ৭ 'পাক জঙ্গি' ঢুকে পড়েছে বলে দাবি করেছে ভারতের গোয়েন্দা সূত্র। এর জেরে ভারতজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অনুপ্রবেশকারী পাকজঙ্গিরা এই মুহূর্তে দু'টি দলে ভাগ হয়ে আত্মগোপন করে রয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও অযোধ্যায়। তাদের পরবর্তী লক্ষ্য, জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করা। শনিবার দেশটির এক গোয়েন্দা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট সামনে আসার পরপরই আত্মগোপন করে থাকা ওই ৭ পাকজঙ্গির খোঁজে বিভিন্ন এলাকাইয় অভিযান চালানো হচ্ছে। ভারতের গোয়েন্দা সূত্রে খবর, এই মুহূর্তে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। উপত্যকায় কড়া নিরাপত্তার কারণে বিকল্প পথে নেপাল সীমান্ত হয়ে ভারতে জঙ্গি ঢোকাচ্ছে পাকিস্তান। যে ৭ জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে, তাদের পাঁচ জনকে ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছেন গোয়েন্দারা। এরা হল মহম্মদ ইয়াকুব, আবু হামজা, মহম্মদ শাহবাজ, নিসার আহমেদ ও মহম্মদ কাউমি চৌধুরী। বাক দু-জনের পরিচয় এখনও জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের পক্ষ থেক...

১০ মাসে ৮ লাখ কর্মসংস্থান!

Image
ছবি: সংগৃহীত ১০ মাসে ৮ লাখ কর্মসংস্থান তৈরি হয়েছে ব্রাজিলে। এর মধ্যে শুধু অক্টোবরেই প্রায় ৮০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে সেখানে। শুধু তাই নয়! টানা ৭ মাস ধরে ছাঁটাইয়ের চেয়ে কর্মসংস্থান বেশি হচ্ছে দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশটিতে। ব্রাজিলের অর্থমন্ত্রনালয় এসব তথ্য দিয়েছে। দেশটির অর্থমন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ৮৪১৫৮৯ টি কর্মসংস্থান তৈরি করেছে ব্রাজিল। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ বছর তাদের বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৮%। ব্রাজিলের শ্রম সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশের অর্থনীতি অক্টোবরে ৭০৮৫২ টি কর্মসংস্থান তৈরি করেছে। ২০১৬ সালের পর কর্মসংস্থানের ক্ষেত্রে এটি সেখানকার জনগণের জন্য অন্যতম সুখবর। এনিয়ে টানা সপ্তম মাস যেখানে ব্রাজিলে ছাঁটাইয়ের চেয়ে কর্মসংস্থান তৈরি হয়েছে বেশি। আরও পড়ুন:  ইরাক বিক্ষোভ: নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৫ সংবাদ সংস্থা সিনহুয়ার মতে, শ্রম সচিবালয়ের দ্বারা বিশ্লেষণ করা আটটি বিভাগের সবকটিতেই ২০১৯ সালে প্রথম ১০ মাসেই কর্মসংস্থানের সংখ্যা বেড়েছে। ক্ষেত্রগুলো হল পরিষেবা,উৎপাদন ও নির্মাণ। ব্রাজিলের ভূগোল ও পরিসংখ...

কেঁপে উঠল আলাস্কা, রিখটার স্কেলে তীব্রতা ৬.৩

Image
প্রতীকী ছবি ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। ভূমিকম্প জোরালো হলেও, গভীরতা কম ছিল। জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্প শক্তিশালী হলেও সুনামির আশঙ্কা নেই। সূত্রের খবর, রবিবার ভূমিকম্পে কেঁপে ওঠে আলাস্কা। ভূপৃষ্ট থেকে ২৫.১ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রবিন্দু। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া য়ানি। সুনামিরও কোনও আশঙ্কা নেই বলে জানা গেছে। তবে আফটার শক হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত, গতকাল শনিবার ভূমিকম্প অনুভূত হয়েছিল ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলেএর তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের তীব্রতা বেশি হলেও, ক্ষয়ক্ষতির খবর নেই। এখন পর্যন্ত প্রাণহানিরও খবর পাওয়া যায়নি। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

১৩টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে ইসরোর রকেট

Image
আগামী ২৭ নভেম্বর শ্রী হরিকোটা থেকে ভারতীয় মহাকাশ গবেষনা কেন্দ্র (ইসরো) আমেরিকার ১৩টি উপগ্রহসহ এক সাথে ১৪টি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে। ২৭ মিনিটের মধ্যেই ১৪টি উপগ্রহ একসাথে উৎক্ষেপণ করবে ইসরো।  অনুমান করা হচ্ছে, এতে ভারত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করবে আমেরিক থেকে। সূত্রের খবর, ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টা নাগাদ  ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার রকেট বন্দরের দ্বিতীয় রকেট লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে ইসরোর এই মহাকাশযানটি।  মহাকাশযানটির নাম দেওয়া হয়েছে পিএসএলভি-এক্সএল ভেরিয়েন্ট। শোনা যাচ্ছে, ১,৬২৫ কেজি ওজনের ভারতীয় উপগ্রহ কার্টোস্যাট-৩ সহ ১৩ টি মার্কিন ন্যানো উপগ্রহ মহাকাশে নিয়ে যাবে পিএসএলভি। বিডি-প্রতিদিন/শফিক

আরব আমিরাতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

Image
ফাইল ছবি নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ইরান। পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোর উত্তেজনা বেড়েই চলেছে দেশটির। আর এ সুযোগ হাতছাড়া করতে চাইছে না যুক্তরাষ্ট্র। নানাভাবে দেশগুলোতে নিজের অবস্থান দৃঢ় করতে সামরিক শক্তি বাড়িয়েই যাচ্ছে মার্কিন প্রশাসন। এ লক্ষ্যে এবার সংযুক্ত আরব আমিরাতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দ্য স্টান্ডার্ড এক্সামিনারের সূত্রে এ খবর জানায় স্পুটনিক। মার্কিন বিমান বাহিনীর ৩৮৮তম ফাউটার উইংয়ের কমান্ডার কর্নেল স্টিভেন বেহমেরের বরাতে খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যের হিল বিমানঘাঁটি থেকে ইতোমধ্যেই ৩৪তম ও ৪৬৬তম ফাইটার উইংয়ের বৈমানিক ও অন্য কর্মকর্তারা আরব আমিরাতের আল-জাফারা বিমানঘাঁটিতে রওয়ানা হয়েছেন। রুড রামস নামে পরিচিত মার্কিন বিমান বাহিনীর ৩৪তম স্কোয়াড্রন লকহেড মার্টিন এফ-৩৫ যুদ্ধবিমান সজ্জিত। মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমানটি আধুনিকতম। বিডি প্রতিদিন/ ওয়াসিফ