জাপান সফর শেষে দেশে ফিরেছেন কোস্ট গার্ড মহাপরিচালক

জাপান সফর শেষে দেশে ফিরেছেন কোস্ট গার্ড মহাপরিচালক
এম আশরাফুল হক।

জাপানের টোকিওতে চার দিনের সরকারী সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের  মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। 

এর আগে, একজন সফর সঙ্গীসহ গত ১৮ নভেম্বর জাপানের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে মহাপরিচালকে বিদায় জানান। 
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানের টোকিও শহরে জাপান কোস্ট গার্ড ও নিপ্পন ফাউন্ডেশানের যৌথ ব্যবস্থাপনায় গত ১৯-২২ নভেম্বর চারদিন ব্যাপী অনুষ্ঠিত দ্বিতীয় বৈশ্বিক কোস্ট গার্ড সম্মেলনে অংশগ্রহণ করেন এম আশরাফুল হক। পাশাপাশি তিনি জাপান কোস্ট গার্ড প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাপান সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের ২৪টি অত্যাধুনিক বোট বর্তমানে জাপানে নির্মানাধীন রয়েছে, যা দুই দেশের মধ্যকার সুসম্পর্কের বহিঃপ্রকাশ। অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে দুই দেশের মধ্যে ভবিষ্যতে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে প্রতিয়মান। 
বিডি-প্রতিদিন/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা