Posts

Showing posts from October 8, 2019

পদার্থে নোবেল পেলেন ৩ জন

Image
পদার্থে এবার নোবেল পেয়েছেন জেমস পেবলস (বাঁয়ে), মিচেল মেয়র (মাঝে) ও ডিডিয়ের কুইলজ (ডানে)। ছবি: টুইটার/নোবেল পুরস্কারের সৌজন্যে মহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য এবার তিন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজের নাম ঘোষণা করা হয়। জেমস পেবলস কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং অন্য দুজন সুইস নাগরিক। মহাবিশ্বের বিবর্তনবিষয়ক গবেষণা ও দূরবর্তী একটি গ্রহ আবিষ্কারের কৃতিত্বের জন্য ওই তিন বিজ্ঞানীকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। দূরবর্তী গ্রহটি ১৯৯৫ সালে আবিষ্কার করা হয়, যা সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।

৫২৫ বছর পর বন্ধ পশুবলি

Image
ত্রিপুরা রাজবাড়ি। ছবি: ভাস্কর মুখার্জি দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যে ৫২৫ বছর ধরে চলে আসা পশুবলির রীতি এবার বন্ধ হয়ে গেল। ত্রিপুরা হাইকোর্টের রায় মেনে গতকাল সোমবার মহানবমীর দিন ত্রিপুরার রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গামন্দিরে পশুবলি দেওয়া হয়নি। গত ২৭ সেপ্টেম্বর ভারতের ত্রিপুরার হাইকোর্ট রাজ্যের বিভিন্ন মন্দিরে পশুবলির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি অরিন্দম লোধের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করে জানান, রাজ্যের কোনো মন্দিরে আর পশু বা পাখি বলি দেওয়া যাবে না। বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরার রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গামন্দিরে ৫২৫ বছর ধরে চলে আসছে পশুবলি। তবে গতকাল দুর্গামন্দিরে নোটিশ লাগিয়ে জানিয়ে দেওয়া হয়, ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ বলে এবার পশুবলি বন্ধ রয়েছে। মন্দিরের দেবার্চন বিভাগের আধিকারিক নান্টুরঞ্জন দাস বলেছেন, ‘আমরা হাইকোর্টের নির্দেশ মেনে পশুবলি বন্ধ করেছি। তবে রাজ্যের আইনমন্ত্রী রতন লাল দাস এই পশুবলি নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করতে যাচ্ছেন।’ কয়েক বছর আগে ত্রিপুরার রাজবাড়িতে দ...

ইরাকে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১১০

Image
ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে ১১০জন নিহত হয়েছেন [ছবি: সংগৃহীত] ইরাকে গত কয়েকদিনে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু গতকালই রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে ১৫ জন নিহত হয়েছে। পুলিশ এবং চিকিত্সাকর্মীরা এ খবর জানিয়েছেন। এদিকে দেশটিতে গত এক সপ্তাহের এ বিক্ষোভে বহু লোক হতাহত হওয়ায় অবিলম্বে এ প্রাণহানি বন্ধের আহবান জানিয়েছে জাতিসংঘ। দেশটির সামরিকবাহিনী জানিয়েছে, সোমবার সদর সিটি থেকে তাদের সৈন্যবাহিনী সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সেখানে উত্তেজনা কিছুটা কমিয়ে আসায় পুলিশের কাছে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টেলিফোনে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস ইরাকিবাহিনী সেখানে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সক্ষম হবে। আরো পড়ুন:  ব্রেক্সিটের বল এখন ইইউর কোর্টে : বরিস ইরাকের প্রধানমন্ত্রী এর উত্তরে বলেছেন, সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। তিনি আশা করছেন, খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। গত মঙ্গলবার থেকে সরকারবিরোধী বিক্ষোভ ইরাকজুড়ে ছড়িয়ে পড়ে। ...

পাঁচ হাজার বছরের পুরনো পরিকল্পিত শহরের সন্ধান!

Image
ইসরায়েলে ৫ হাজার বছরের পুরনো এক শহরের সন্ধান। ছবি-সংগৃহীত ইসরায়েলে ৫ হাজার বছরের পুরনো এক শহরের সন্ধান মিলেছে। শহরটি ওই অঞ্চলে অবস্থিত পুরা কীর্তির মধ্যে সবচেয়ে বড়। ইসরেয়েলের শ্যারন অঞ্চলে রাস্তার নির্মাণকালে প্রাচীন এ শহরটির সন্ধান মিলেছে বলে জানি ইসরায়েল পুরাকীর্তি বিভাগ। খবর এএফপির। ইসরায়েলি পুরাকীর্তি বিভাগের পরিচালক যিতজক পাঁজ এএফপিকে বলেন, শহরটি এখন পর্যন্ত আবিষ্কৃত ব্রোঞ্জ যুগের অন্যতম বড় নিদর্শন। অত্যন্ত পরিকল্পিত এ শহরের চারদিক ছিল দেয়াল ঘেরা। এর ভেতরে ছোট বড় আবাসিক এলাকা, পরিকল্পিত রাস্তা, গলি ও মন্দির ছিল। ব্রোঞ্জ যুগের অত্যন্ত পরিকল্পিত শহরটির আয়তন প্রায় সাড়ে ৬ লাখ বর্গকিলোমিটার। যা ইসরায়েল, লেবানন কিংবা সিরিয়ায় প্রাপ্ত পুরাকীর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় বলে দাবি করেন পাঁজ। আরও পড়ুন :  একদিনে খুন-দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের মন্দিরের মাটি খনন করে মানুষ এবং পশুর মুখের বিরল মুর্তি পাওয়া গেছে। তাছাড়া একটি পাথরের গামলায় পশুর হাড়ে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হাড়গুলো মন্দিরে বলি দেয়া পশুর। এছাড়া অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো এমন কাঠের তৈরি মুগুর, পাথরের নানান সরঞ্জাম...

সিরিয়ায় অভিযানের বিরুদ্ধে তুরস্ককে সতর্ক করল ট্রাম্প

Image
ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়েপ এরদোয়ান [ছবি: সিএনএন] তুরস্কের দক্ষিণে সিরিয়ার কুর্দি এলাকায় সামরিক অভিযানের ঘোষণা দেয়ার একদিন পরে এবং ওয়াশিংটনের মিত্র কুর্দিদের মধ্যে আতঙ্কের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের বিরুদ্ধে আঙ্কারাকে সতর্ক করে দিয়েছেন। সিরিয়ার উত্তরাঞ্চলে ৫০ থেকে ১০০টি অবস্থান থেকে রবিবার মার্কিন বাহিনী সরিয়ে নেয়া হয়েছে, সেখানে তারা তুরস্কর সামরিক বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যবর্তী বাফার এলাকা নিয়ন্ত্রণ করতো। হঠাৎ করে ট্রাম ওই এলাকা থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেয়ার ঘোষণার পর আঙ্কারা সেখানে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের সেনাদের সরিয়ে নেয়ায় এদিনই দেশটির বৈদেশিক নীতির নাজুক অবস্থার জন্য ট্রাম্পকে দায়ী করে এবং দীর্ঘদিনের মিত্র কুর্দিদের ত্যাগ করার ঘটনায় রিপাবলিকান নেতাদের তোপের মুখে পড়েন ট্রাম্প। আইএসকে পরাজিত করতে কুর্দিরা মার্কিন বাহিনীর পাশে থেকে লড়াই চালিয়েছে। আরো পড়ুন:  সিরিয়ায় তুরস্কের অভিযানের ঘোষণায় মার্কিন সেনা প্রত্যাহার ট্রাম্প আঙ্কারাকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা ...

যে কোনো হুমকির দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে : ইরান

Image
ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, তার দেশের বিরুদ্ধে শত্রুর যে কোনো ধরনের হুমকির দাঁতভাঙা জবাব দেয়া হবে। স্থানীয় সময় সোমবার দুপুরে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে বিমান প্রতিরক্ষা ইউনিট পরিদর্শনের সময় জেনারেল মুসাভি একথা বলেন।  তিনি বলেন, আমরা গত ৪০ বছর ধরে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করে আসছি এবং আমরা এখনো পূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাব। আমেরিকা যদি কোনো ধরনের হুমকি সৃষ্টির চেষ্টা করে তাহলে যেকোনো হুমকির কঠোর জবাব দেয়া হবে। ইরানের জেনারেল বলেন, গত ৪০ বছর ধরে ইরানের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগরীয় এলাকাযর নিরাপত্তা রক্ষা করেছে এবং এখনো আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা নিয়ে এ অঞ্চলকে বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলা সম্ভব। ইরানের বিমান বাহিনীর প্রস্তুতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে এবং দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকিকে সমূলে বিনাশ করার জন্য প্রস্তুত। ইসলামি বিপ্লবের আদর্শ ধারণ করে ইরানের স্থলসীমান্ত, আকাশসীমা এবং ইরানি জাতিকে রক্ষা করতে সশস্ত্র বাহিনী প...

মোদির সুরক্ষায় বিশেষ বিমানে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা

Image
মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের মতোই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষায় বিশেষ বিমান কেনা হচ্ছে। আর এই বিশেষ বিমানে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সুরক্ষা ব্যবস্থা। বিমানের নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২০ সালের জুন মাসেই নরেন্দ্র মোদির বহন তালিকায় যুক্ত হচ্ছে এই বিশেষ বিমান। বোয়িং ৭৭৭ বিমানটি তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে। মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের মতোই বিমানটি তৈরি করা হয়েছে।  অত্যাধুনিক এই বিমানের নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া এই বিমানে চলাচলের সুবিধা পাবেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। মোদির জন্য আনা এই বিশেষ বিমান ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত একটানা উড়তে সক্ষম। যাত্রাপথের মাঝে কোনো জ্বালানি ভরতে হবে না বিমানটিতে। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যে বিমানে সফর করেন সেগুলো প্রায় ২৬ বছরের পুরোনো। তাই সেগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এদিকে, ব...

ইউরোপে নজিরবিহীনভাবে ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Image
মার্কিন সরকার ইউরোপে অনুষ্ঠেয় একটি বিশাল সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য নিজের ২০ হাজার সেনাকে ইউরোপে পাঠাচ্ছে। মার্কিন সেনা কমান্ড সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর স্পুটনিকের। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাবে আমেরিকা। এসব সেনা ২০২০ সালের এপ্রিল ও মে মাসে ইউরোপে অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান ডিফেন্ডার’ নামক বিশাল মহড়ায় অংশ নেবে। গত ২৫ বছরে ইউরোপ মহাদেশে একসঙ্গে এত বেশি সেনা আর পাঠায়নি আমেরিকা। এদিকে মার্কিন সেনাবাহিনী ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, আগামী বছরের গোড়ার দিকে অনুষ্ঠেয় ওই মহড়ায় ২০ হাজার মার্কিন সেনার পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোর আরো ৩৭ হাজার সেনা অংশগ্রহণ করবে। জার্মানি ও পোল্যান্ড যৌথভাবে ওই মহড়ার আয়োজন করবে। বিডি প্রতিদিন/কালাম

বাড়াবাড়ি করলে তুরস্কের অর্থনীতি পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

Image
তুরস্কের অর্থনীতি পুরোপুরি ধ্বংসের হুমকি দিয়ে সোমবার টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ায় কুর্দি বাহিনী ট্রাম্পের বিরুদ্ধে 'পিঠে ছুরি মারা'র অভিযোগ তুলার পর টুইট বার্তায় এমন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের জানুয়ারিতেও তুরস্ককে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন বাহিনী প্রত্যাহারের পর সিরিয়ার কুর্দি বাহিনীগুলোকে আক্রমণ করলে ‘তুরস্ককে অর্থনৈতিকভাবে ধ্বংস’ করে দেওয়া হবে বলে তখন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ওই টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, তার বিবেচনায় কোন বাড়াবাড়ি করলেই তুরস্কের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দেবেন তিনি। এদিকে, সিরিয়া সীমান্তে তুরস্কের এই অবস্থানকে সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার, ট্রাম্প জানান, সরাসরি অংশ না নিয়ে হলেও তুরস্কের এ অভিযানে যুক্তরাষ্ট্র পাশে থাকবে। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

সেলফি তুলতে গিয়ে নববধূসহ একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু!

Image
প্রতীকী ছবি স্মার্টফোনের যুগে নিজের মোবাইল ফোনের ক্যামেরায় নিজেই ছবি তোলার প্রবণতা অনেকে বেড়ে গেছে, যা বিশ্বব্যাপী ‘সেলফি’ হিসেবে পরিচিত। তরুণ প্রজন্মের অনেকের মধ্যে এটি এখন নেশায় পরিণত হয়েছে। সেলফিতে তুলতে গিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় নানা দুর্ঘটনার খবরও পাওয়া গেছে।  এবার সেলফির নেশায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের! এর মধ্যে তিনজনই নারী। একজন আবার সদ্যবিবাহিত। সেলফি তোলার সময় বেখেয়ালে জলাধারে পড়ে মারা যান ওই চার জন।  মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর পাম্বারু বাঁধে। যিনি ছবি তুলছিলেন, সেই প্রভু ঝাঁপ দিয়ে, নিজের বোনকে বাঁচাতে সক্ষম হলেও, বাকি চার জনকে উদ্ধার করতে ব্যর্থ হন। মৃতদের মধ্যে তার সদ্যবিবাহিত স্ত্রীও রয়েছেন।  পরে বাঁধ থেকে দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, রবিবার তামিলনাড়ুর পাম্বারি বাঁধের কাছে কোমর পানিতে দাঁড়িয়ে ছয়জন পরস্পরের হাত ধরে সেলফি তুলছিলেন। সেসময় একজন পা পিছলে নীচে পড়ে গেলে, বাকিরাও পানিতে পড়ে যান। বিবিসির রিপোর্ট অনুযায়ী, সেলফি তুলতে গিয়ে ভারতে সারা বিশ্বের মধ্যে সর্ব...

আজ রাত থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ

Image
মঙ্গলবার রাত ১২টা থেকে ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর বিভিন্ন অববাহিকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। ওই ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করার পাশাপাশি ইলিশ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এ ঘোষণা দেন। জাতীয় মাছ ইলিশের ভরা প্রজনন মওসুমে ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাসহ দেশের উপকূলীয় বেশ কয়েকটি উপজেলার নদী অঞ্চলের প্রধান প্রজনন পয়েন্টগুলোতে ওই ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় ও মজুদও নিষিদ্ধ করা হয়। সরকারি এ আইন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমে মৎস্য বিভাগের পাশাপাশি অংশ নিচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী। ...