বাড়াবাড়ি করলে তুরস্কের অর্থনীতি পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

বাড়াবাড়ি করলে তুরস্কের অর্থনীতি পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

তুরস্কের অর্থনীতি পুরোপুরি ধ্বংসের হুমকি দিয়ে সোমবার টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ায় কুর্দি বাহিনী ট্রাম্পের বিরুদ্ধে 'পিঠে ছুরি মারা'র অভিযোগ তুলার পর টুইট বার্তায় এমন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
চলতি বছরের জানুয়ারিতেও তুরস্ককে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন বাহিনী প্রত্যাহারের পর সিরিয়ার কুর্দি বাহিনীগুলোকে আক্রমণ করলে ‘তুরস্ককে অর্থনৈতিকভাবে ধ্বংস’ করে দেওয়া হবে বলে তখন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ওই টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, তার বিবেচনায় কোন বাড়াবাড়ি করলেই তুরস্কের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দেবেন তিনি। এদিকে, সিরিয়া সীমান্তে তুরস্কের এই অবস্থানকে সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার, ট্রাম্প জানান, সরাসরি অংশ না নিয়ে হলেও তুরস্কের এ অভিযানে যুক্তরাষ্ট্র পাশে থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা