Posts

Showing posts from March 22, 2021

যেমন কথা তেমন কাজ, নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম এনেই ছাড়ছেন ট্রাম্প!

Image
  ডোনাল্ড ট্রাম্প গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনার মুখোমুখি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যকে ‘অসংলগ্ন, মিথ্যা’ অ্যাখ্যা দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক ও টুইটার। এতে মনের দিক থেকে ক্ষুব্ধ হন ট্রাম্প। ঘোষণা দেন নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনার। যেমন কথা তেমন কাজ। এবার সত্যিই নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। খবর সিএনএন’র। প্রতিবেদনে বলা হয়, রবিবার ফক্স নিউজকে এ তথ্য জানান ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার। আগামী দুই-তিন মাসের মধ্যেই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করছেন, এমন সম্ভাবনার কথা জানান মিলার। বিডি প্রতিদিন/কালাম

ভারতের টিকা অনেক শক্তিধর: নেপালি রাষ্ট্রদূত

Image
  নেপালের রাষ্ট্রদূত নিলাম্বর আচার্য সম্প্রতি নয়াদিল্লির করোনাভাইরাসের টিকা কর্মসূচির প্রশংসা করেছেন ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত নিলাম্বর আচার্য।  ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে নিলাম্বর আচার্য বলেছেন, 'ভারতের টিকা কর্মসূচি দুর্দান্ত। করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড অনুদান হিসেবে দেওয়ার জন্য ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। ভারতের টিকা অনেক শক্তিধর। ভারত অনেক দেশকে বিনামূল্যে টিকা সরবরাহ করেছে এবং বাণিজ্যিক ভিত্তিতেও সরবরাহ করছে।' ভারতের গণতন্ত্র থেকে নেপাল অনুপ্রেরণা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নিলাম্বর আরও জানান, 'আমরা (ভারত ও নেপাল) ঘনিষ্ঠ বন্ধু। ভারতের গণতন্ত্র থেকে অনুপ্রেরণা পেয়েছে নেপাল। উভয় দেশ একে অপরের সাথে সখ্যতা ভাগ করে নিয়েছে।'   বিডি প্রতিদিন/ অন্তরা কবির