Posts

Showing posts from September 27, 2019

টুরিস্ট ভিসা দিচ্ছে সৌদি আরব

Image
সৌদি আরব টুরিস্ট ভিসা দিচ্ছে। ছবি: এএফপি সৌদি আরবের সরকার প্রথমবারের মতো পর্যটন ভিসা (টুরিস্ট ভিসা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির তেলকেন্দ্রিক অর্থনীতিকে বহুমুখী করার উদ্যোগ হিসেবে এই ভিসা দেওয়া হবে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ নামক সংস্কার কর্মসূচির অন্যতম কেন্দ্রবিন্দু পর্যটনশিল্প। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার মাত্র দুই সপ্তাহ পরেই এ ঘোষণা এল। ওই হামলার পর বৈশ্বিক বাজারে তেলের দামে বেশ প্রভাব পড়েছে। একইসঙ্গে আঞ্চলিক দ্বন্দ্বের আশঙ্কা সৃষ্টি হয়েছে। সৌদি হামলায় ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে দায়ী করা হলেও ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পর্যটন মন্ত্রণালয়ের প্রধান আহমেদ আল-খতিব এক বিবৃতিতে বলেছেন, ‘বিভিন্ন দেশের পর্যটকদের জন্য সৌদি আরবের দ্বার উন্মুক্ত করা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী স্থাপনা বা স্থানগুলো দেখে দর্শনার্থীরা মুগ্ধ হবেন। আমাদের রয়েছে ইউনেসকোর পাঁচটি বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট), আকর্ষণীয় সংস্কৃতি ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য।’ খতিবের বরাতে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ৪৯টি দেশে...

যুক্তরাষ্ট্রে রহস্যঘেরা স্থান ‘এরিয়া ফিফটি ওয়ান’

Image
গোপন এই জায়গায় সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। ছবি: রয়টার্স ২০ বছর বয়সী ম্যাটি রবার্টস গত জুন মাসে মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খোলেন। ইভেন্টটির নাম দেন ‘ঝাঁকে ঝাঁকে এরিয়া ৫১-এর দিকে ছুটে চল। তারা আমাদের সবাইকে থামাতে পারবে না’। মজা করে ইভেন্টটি খোলা হলেও এর বদৌলতে আরও একবার আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গোপনীয় জায়গা ‘এরিয়া ৫১’। চরম গোপনীয়তায় ঘেরা এই জায়গাটির মধ্যে কী আছে, কেনই বা জায়গাটিকে ঘিরে এত লুকোচুরি যুক্তরাষ্ট্র সরকারের, এসব বিষয়ে কৌতূহলের অন্ত নেই মানুষের। কোথায় এই ‘এরিয়া ৫১’ যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ও লাস ভেগাস থেকে ১৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত গ্রুম হ্রদের ধারে অবস্থিত এরিয়া ৫১। প্রায় ৩০ লাখ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই এলাকা মূলত যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের (বিমানবাহিনী) ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এর ভেতরে কী কাজ হয়, তা খুবই সতর্কতার সঙ্গে গোপন রাখা হয়। এলাকাটির বাইরে সব সময় সতর্কতাসূচক সাইনবোর্ড, সিসি ক্যামেরা ও সশস্ত্র পাহারাদার মজুত থাকে। সিসি ক্যামেরা দিয়ে সব সময় নজরদারি চলে এখানে। ছবি: রয়টার্স আশপাশে যাওয়া তো দ...

কলকাতায় ইলিশের প্রথম চালান যাচ্ছে কাল

Image
প্রথম আলো ফাইল ছবি। আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছাচ্ছে বাংলাদেশের ইলিশের প্রথম চালান। দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। পদ্মার ইলিশ কলকাতায় জনপ্রিয়। প্রতিবছরই বাঙালিরা পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকে। ২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এর পর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ আর কলকাতাসহ পশ্চিমবঙ্গে যায় না । কলকাতায় ইলিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ৩০ জুলাই বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকে ইলিশ আর ভারতে আসেনি। সামনে দুর্গাপূজা উৎসব। এ উৎসব সামনে রেখে এবার বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্র দেয় ২২ সেপ্টেম্বর। এই ইলিশ কয়েক ধাপে আগামী ১০ অক্টোবরের মধ্যে পৌঁছাবে পশ্চিমবঙ্গে। প্রথম চালান আসবে আগামীকাল। ইলিশ আসবে শুধু বেনাপোল -পেট্রাপোল সীমান্ত পথে। এরপর এই ইলিশ চলে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে। পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্র...

সিসির সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজে এরদোগানের অস্বীকৃতি

Image
এরদোগান (বামে) ও সিসি। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকায় জাতিসংঘ মহাসচিব আয়োজিত নৈশভোজে নির্ধারিত টেবিলে বসেননি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত মধ্যাহ্নভোজের সময় এ ঘটনা ঘটে।  খবর ডেইলি সাবাহ’র। এরদোগানের জন্য নির্ধারিত টেবিলে মিসরীয় প্রেসিডেন্ট সিসিও বসবেন বলে ওই টেবিলে বসে মধ্যাহ্নভোজ সারতে অস্বীকৃতি জানান এরদোগান। পরে তিনি পাশেই অন্য টেবিলে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। ফলে সেই টেবিলে তার জন্য নির্ধারিত চেয়ারটি খালি থাকে। মূলত, মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক ক্যু করে উৎখাত ও কারাগারে নিক্ষেপ করার পর থেকেই মিশরের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাতকারে এরদোগান বলেন, সিসির মত লোকের সঙ্গে আমি কখনই কথা বলব না। সিএনএন টার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, এখানে মিসরের প্রেসিডেন্টের পক্ষের একজন মধ্যস্থতাকারী প্রায়ই আমার কাছে এসে সিসির সঙ্গে কথা বলতে অনুর...

ভুটানকে বিধ্বস্ত করে সাফের ফাইনালে বাংলাদেশ

Image
অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানকে ০-৪ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশের যুবারা। শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশের যুবারা। ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লম্বা থ্রো-ইন থেকে হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ডিফেন্ডার তানভীর হোসেন। গোল হজমের পর সমতায় ফিরতে জোর প্রচেষ্টা চালায় ভুটান। কিন্তু বাংলাদেশের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।  ২৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে মিডফিল্ডার মোহাম্মদ ফাহিম মোরশেদের পাস থেকে ভুটানের গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধানটা ২-০ করেন উইঙ্গার ফয়সাল হোসেন ফাহিম। এর ৫ মিনিট পরেই বুলেট গতির শটে বাংলাদেশকে আরেকবার এগিয়ে দেন মারাজ হোসেন।  বিরতি থেকে ফিরে এসে ৭২ মিনিটে ব্যবধানটা ৪-০ করার সুযোগ পায় টার্নারের দল। ৮৬ মিনিটে ভুটানের এক স্ট্রাইকার ব্যবধান কমানোর সহজ সুযোগ নষ্ট করে। শেষ বাঁশি বাজার আগে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি মিডফিল্ডার দীপক রয়।  এর আগে বাংলাদেশ ও ভুটান ...

পাকিস্তানের হাত থেকে আমাদের রক্ষা করুন: ট্রাম্প-মোদীর কাছে আকুতি

Image
পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রীর কাছে এই সম্প্রদায়কে পাকিস্তানি সেনা ও আইএসআই’র হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন একজন নারী মুহাজির কর্মী। পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটিকে কালো তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন কাহকাশান হায়দার নামের ওই মুহাজির কর্মী। তিনি বলেন, পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে এই দেশটি। পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের উচিত দেশটিতে সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়া। তিনি আরও বলেন, স্বাধীনতার ৭০ বছরে পাকিস্তান সংখ্যালঘুদের জন্য গোরস্থানে পরিণত হয়েছে। হাজার হাজার সংখ্যালঘু হত্যা করা হয়েছে। নিখোঁজ হয়েছে অসংখ্য আরও মানুষ। সিন্ধু, মুহাজির, শিয়া, বালুচ, হিন্দু, শিখ ও খ্রিস্টানদের ধরে ধরে জেলে পাঠানো হয়েছে। এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র। ট্রাম্প ও মোদীর কাছে আবেদন- পাকিস্তানি সেনা ও আইএসআইএ’র কবল থেকে আমাদের রক্ষা করুন। তিনি আরও বলেন, আমাদের সংগঠনের কর্মীরা জাতিসংঘ অফিসের বাইরে প্রতিবাদ কর্...

বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রতিপালনে মিয়ানমারকে জাতিসংঘের আহ্বান

Image
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের চলতি ৪২তম অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান। ছবি-সংগৃহীত বাংলাদেশের সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, উত্তর রাখাইন অঞ্চলে সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সাথে নিজেদের আবাসস্থলে ফেরত যেতে উৎসাহিত করতে জাতিসঙ্ঘ মিয়ানমারকে আহবান জানিয়েছে। বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের চলতি ৪২তম অধিবেশনে এ আহ্বান জানানো হয়। একই সাথে, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদান করার জন্য বাংলাদেশ সরকারে ভূয়সী প্রশংসা করে বাস্তুচ্যুত রোহিঙ্গাগণ ফেরত যাওয়া পর্যন্ত এ গুরূভার বহনে বাংলাদেশের সাথে অংশীদার হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদান অব্যহত রাখার আহবান জানানো হয়। বাংলাদেশের উদ্যোগে, ইসলামিক সম্মেলন সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিবৃন্দ যৌথভাবে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমা রের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক এ প্রস্তাবটি চূড়ান্ত করেন। নিবিড় ও সুদীর্ঘ আপোষ-আলোচনা শ...

ইউনিসেফের পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

Image
সম্মাননা হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননা দিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)। তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক এই পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনিসেফ ভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন সংস্থাটির নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোর। সম্মাননা পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিসেফের দেওয়া এই পুরস্কার দেশবাসী এবং বাংলাদেশ ও সারাবিশ্বের শিশুদের জন্য উৎসর্গ করেন। আরো পড়ুন:  পুলিশ পায়নি, র‌্যাব পেল বিপুল মাদক তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনও জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই তরুণদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানে উপযোগী করে গড়ে তুলতে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ স্বীকৃতি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে। ইত্তেফাক/জেডএইচ

গ লে যাবে হিন্দুকুশের বহু হিমবাহ, রক্ষা পাবে না ভারতও

Image
হিন্দুকুশ আর হয়তো একশো বছর, কি তারও কম সময়ে। হিন্দুকুশ পর্বতমালার বেশির ভাগ হিমবাহই গলে যাবে। দেখা যাবে তুষারে মোড়া পর্বতশ্রেণি। বুধবার প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিপোর্টে এমনটাই জানা যাচ্ছে। এশিয়া মহাদেশের মধ্য ও দক্ষিণের অনেকটা অংশ জুড়ে সুবিস্তৃত এই পর্বতমালা এভাবে গলে গেলে, একটা বড় অংশে জল-সরবরাহ প্রায় শূন্য হয়ে যাবে বলে আশঙ্কা। কারণ বৃষ্টিচ্ছায় ওই অঞ্চলে বৃষ্টি হয় না। হিমবাহের পানিই একমাত্র ভরসা। ওই রিপোর্ট বলছে, খুব বেশি হলে ২১০০ সাল। তার মধ্যেই হিন্দুকুশের ৬০ শতাংশ হিমবাহ গলে যাবে বিশ্ব উষ্ণায়নের জেরে। এবং এই পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তিয়েনশান, কুনলুন, পামির, হিন্দুকুশ, কারাকোরাম, হিমালয়, গোটা টিবেটান মালভূমি এলাকা– এই সবটা জুড়ে বাস করেন ১২ কোটি মানুষ। খুব তাড়াতাড়ি সংকটের মুখে পড়তে চলেছেন তারা। এবং এই প্রভাব এসে পড়বে চীন, তিব্বত, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ভারতেও। ওই রিপোর্টে লেখা রয়েছে, এখনই ওই পর্বতমালার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি বেড়ে গিয়েছে। এই শতাব্দীর শেষে সেটা ২ ডিগ্রি বেড়ে যাবে। ভয়ঙ্কর হয়ে উঠবে পরিস্থিতি। রিপোর্ট...

সৌ দিকে রক্ষার অজুহাতে দেশটিতে আরও সমরাস্ত্র ও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Image
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার অজুহাতে দেশটিতে নতুন করে সমরাস্ত্র পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সম্প্রতি ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সেনাবাহিনীর ড্রোন হামলায় দু’টি সৌদি তেল স্থাপনার মারাত্মক ক্ষতি হয় এবং দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এ অবস্থায় সৌদি আরবের অবকাঠামো রক্ষা করতে ব্যর্থ হওয়ায় আমেরিকা তীব্র সমালোচনার সম্মুখীন হয়। পেন্টাগনের মুখপাত্র জনাথন হাফম্যান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সৌদি আরবে একটি প্যাট্রিয়ট ব্যবস্থা, চারটি সেন্টিনেল ব্যবস্থা এবং সঙ্গে এগুলো পরিচালনার জন্য ২০০ সদস্যের একটি সামরিক দল সৌদি আরবে পাঠানো হবে। ওয়াশিংটন দাবি করছে, থ্রিডি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- সেন্টিনেল দিয়ে তুলনামূলক কম উচ্চতায় উড়ে আসা হুমকি প্রতিরোধ করা সম্ভব।  সেন্টিনেল দিয়ে হেলিকপ্টার, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা কার্যকরভাবে প্রতিরোধ করতে পারবে বলে দাবি করছে পেন্টাগন। ইয়েমেনে হুতি যোদ্ধারা ঘোষণা করেছেন, তারা সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে সাম্প্রতিক হামলা চালিয়েছেন। তবে সৌদি আরব দাবি কর...