Posts

Showing posts from September 12, 2017

মিয়ানমার নেভীকে সতর্কবার্তা Bangladesh

Image
10:14 মিয়ানমার নেভীকে সতর্কবার্তা Bangladesh Navy Submarine 

TURKEY vs MYANMAR Military Power Comparison

Image
11:38 TURKEY vs MYANMAR Military Power Comparison 

নরসিংদীতে ড্রাগন ফলের চাষ, লাভবান হচ্ছে ফলচাষীরা

Image
ড্রাগন ফলের গাছ অল্প জায়গায় স্বল্প খরচেই চাষ করা যায় ড্রাগন। সুস্বাদু এ ফলটি বিক্রি করেও বেশ ভালোই লাভ হয়। তাই নরসিংদীর উত্তর শিলমান্দী, রায়পুরাতে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠছে ড্রাগন ফলের চাষ। ফসলি জমি কিংবা বাড়ির ছাদের টবেও ড্রাগন ফলের গাছ লাগানো যায়। নরসিংদীতে ২-৩ বছর আগেও ড্রাগন ফল পরিচিত ছিল না। এখন এটি বেশ পরিচিত। বিভিন্ন ধরনের ভেষজ গুণ থাকায় এ ফলের গাছটি রায়পুরার প্রায় বাড়ির আঙিনা ও ছাদে চাষ হচ্ছে। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই ড্রাগন ফল চাষ করা যায়। শুধু একটু পরিচর্যা করলেই ড্রাগন গাছে ফল ধরে। তাই ড্রাগন ফলের চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছে এখানকার লোকজন। ড্রাগন ফলের গাছ দেখতে অনেকটা ক্যাকটাসের মতো। ২০১৩ সাল থেকে নরসিংদীতে পরীক্ষামূলকভাবে ড্রাগন ফলের চাষ শুরু হয়। প্রতি হেক্টর জমিতে ড্রাগন চাষের জন্য প্রয়োজন দেড় থেকে দুই লাখ টাকা। বছরে একটি ড্রাগন গাছ থেকে প্রায় ১৪০টি ফল পাওয়া যায়। এসব ফল আকার ভেদে ৪৫০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। জেলার শীলমান্দি গ্রামের ড্রাগন ফল চাষি সালাম জানান, তিনি তার ৫ শতাংশ ফসলি জমিতে ১০০টির বেশি ড্রাগন গাছ লাগিয়েছিলেন। প্রত্যেকটি গাছই এখন ফুলে ফলে ভরা।...

জাতীয় | রোহিঙ্গা শিশুকে জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী

Image
রোহিঙ্গা শিশুকে জড়িয়ে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী   জাতীয়   মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের পরম মমতায় জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের ধরে তিনি কেঁদে ফেলেন। মঙ্গলবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। রোহিঙ্গা শিশুকে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এসময় রোহিঙ্গারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকেন। এক রোহিঙ্গা শিশুকে আদর করছেন প্রধানমন্ত্রী, ছবি ফোকাস বাংলা রোহিঙ্গারা তাকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। তারা বলতে থাকেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের চায় না। ভিনদেশি প্রধানমন্ত্রী আমাদের দেখতে এসেছেন। আল্লাহ তার মঙ্গল করুন।’ আহতদের খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষের সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে আহতদের খোঁজখবরও নেন প্রধানমন্ত্রী। ঘরবাড়ি দেশ ছেড়ে পালিয়ে ...

বান্দরবান পৌরসভার সোলার প্যানেল বিতরণ

Image
পৌর এলাকার ৫০টি প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করেছেন বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবি। সোমবার সকাল ১১টায় পৌর মিলনায়তনে এসব সোলার প্যানেল বিতরণ করা হয়। ৫লক্ষ টাকা ব্যয়ে ২০১৬-১৭ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো ও রক্ষণাবেক্ষণের টি.আর (২য় পর্যায়) প্রকল্পের অনুকূলে সোলার প্যানেলগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সরকার পার্বত্য অঞ্চলসহ সারা দেশের উন্নয়নে কাজ করছে। আশা করছি সোলারের মাধ্যমে বিদ্যুতের অভাব পূরণ হবে। তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, শৌরভ দাশ শেখর, আবুল খায়ের আবু, উজলা তংচঙ্গ্যা প্রমুখ। 25

সার্জিক্যাল স্ট্রাইক শেষে ফিরে আসা কঠিন ছিল

Image
দেখতে দেখতে বছর ঘুরে গেল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। পাক অধিকৃত কাশ্মীরে গত বছরের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে চালানো ওই অভিযানে সেদিন অন্যতম নেতা ছিলেন মেজর ‘মাইক ট্যাঙ্গো’। প্রকৃত পরিচয় প্রকাশ না করে সেনার সাংকেতিক নাম ব্যবহার করেই তার অভিজ্ঞতার কথা লেখা হয়েছে সদ্য প্রকাশিত এক বইয়ে। সার্জিক্যাল স্ট্রাইকের বিশদ বিবরণ রয়েছে শিব আরুর এবং রাহুল সিংয়ের লেখা ‘ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস: ট্রু স্টোরি অব মডার্ন মিলিটারি হিরোস’ নামের বইটিতে। সেই অভিযানের ১৪টি আলাদা আলাদা ঘটনা বর্ণনা করে তুলে ধরা হয়েছে ওই বইটিতে। খবর পিটিআইয়ের। বইতে মেজর ‘মাইক ট্যাঙ্গো’ জানান, রাতের অন্ধকারে ওই অভিযান থেকে ফেরার সময় পদে পদে বাধা দিয়েছিল পাকিস্তানি সেনা। জঙ্গিদের যে চারটি লঞ্চপ্যাড নির্ধারণ করা হয়েছিল, সেগুলো পাক গুপ্তচর বাহিনী আইএসআই পরিচালনা করে। আর সেগুলোর রক্ষার দায়িত্বেও ছিলেন খোদ পাক সেনারা। ফলে পাক বাহিনী যখন টের পায় শত্রুপক্ষ হামলা চালিয়ে ফিরে যাচ্ছে, তখন তারা পাল্টা হামলা চালায়। ওই এলাকায় পাক বাহিনীর সবক’ট...

প্রেম-পরকীয়া নির্বিঘ্ন করতে তৈয়বকে মেসে থাকতে বাধ্য করেছিল স্ত্রী-কন্যা

Image
চট্টগ্রামে স্ত্রী, কন্যা, ছেলে ও শ্যালিকার হাতে স্ক্র্যাপ ব্যবসায়ী তৈয়ব আলী খুনের আরও অজানা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। তার স্ত্রী কোহিনুর বেগম ছিল পরকীয়ায় মত্ত। তার বাসায় সব সময় অচেনা পুরুষের যাতায়াত ছিল। মায়ের দেখাদেখি এসএসসি পরীক্ষার্থী মেয়ে বৃষ্টিও জড়িয়ে পড়ে প্রেমে। তাই মা-মেয়ে তাদের প্রেম-পরকীয়া নির্বিঘ্ন করতে তৈয়ব আলীকে বাসায় থাকতে দিত না। তাকে মেসে থাকতে বাধ্য করে। পুলিশ ও তৈয়ব আলীর পরিবার সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে তৈয়ব আলীকে খুন করে লাশ খালে ফেলে দেয়ার সময় পালিয়ে যাওয়া রাব্বিকে (তৈয়বের মেয়ের প্রেমিক) ঘটনার চার দিন পরও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এর আগে অবশ্য পুলিশ ব্যবসায়ী তৈয়বকে হত্যার অভিযোগে তার স্ত্রী, কন্যা, ছেলে ও শ্যালিকাকে গ্রেফতার করে। তাদের গ্রেফতারের পরই হত্যার রহস্য উদ্ঘাটন হতে শুরু করে। শুক্রবার রাতে নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় নিজ বাসায় স্ক্র্যাপ লোহা ব্যবসায়ী তৈয়ব আলীকে (৫০) স্ত্রী, ছেলে, মেয়ে ও শ্যালিকা মিলে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। শনিবার রাতে ওই এলাকার খালে বস্তাবন্দি লাশ ফেলতে গেলে স্থানীয়রা সোহেল...

সৎমায়ের সঙ্গে প্রেম, অতঃপর...

Image
অবিশ্বাস্য হলেও সত্য, টাঙ্গাইলের নাগরপুরে এবার সৎ ছেলের প্রেমে মজেছেন এক বিমাতা। অবৈধ মেলামেশার সময় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার গভীর রাতে উপজেলার বাড়াপুষা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সৎমা ও ছেলেকে আদালতে পাঠিয়েছে পুলিশ। নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম যুগান্তরকে জানান, উপজেলার বেকড়া ইউনিয়নে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রীর (২৩) সঙ্গে প্রথম পক্ষের ছেলের (১৯) দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলে আসছিল। রোববার দিনগত গভীর রাতে সৎ ছেলে তার সৎমাকে নিয়ে বাড়াপুষা বেইলি ব্রিজের পাশে ঝোপের মধ্যে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এ সময় এলাকার লোকজন টের পেয়ে তাদের আটক করে।

গান শোনাবে টেবিল ক্লথ !

Image
খাবার টেবিলে বসে প্রিয়জনকে সুরের মূর্ছনায় আচ্ছন্ন করতে চান? এ জন্য অতিরিক্ত কোন যন্ত্রের প্রয়োজন নেই। আপনার খাবার টেবিলের ওপর বিছানো টেবিল ক্লথই শোনাবে গান। সম্প্রতি একদল সুইডিশ বিজ্ঞানী এই বিশেষ ধরনের টেবিল ক্লথ আবিষ্কার করেছেন। তবে এই সঙ্গীত শুনতে অতিরিক্ত কসরতের প্রয়োজন নেই। শুধু টেবিল ক্লথের ওপর হালকা চাপ দিলেই বেজে উঠবে গানের সুর। সুইডেনের স্মার্ট টেক্সটাইল নামক এক কোম্পানি এই টেবিল ক্লথ তৈরি করেছে। লি জুয়ো ও ম্যাটস জোহানসন নামক দুই বিজ্ঞানী প্রথমে এই ধারণা আবিষ্কার করেন। তারপর তারা স্মার্ট টেক্সটাইলের সঙ্গে মিলে এই কাপড় তৈরি করেন। এ জন্য তারা এক বিশেষ ধরনের কাপড়ের সঙ্গে অনেকগুলো সেন্সর জুড়ে দেন। ম্যাটস জোহানসন বলেন, আমি গান ভালবাসি। আমরা কাপড়ের সঙ্গে সেন্সর লাগিয়ে মজার কিছু আবিষ্কার নিয়ে ভাবছিলাম। তারপরই এই গান শোনানো টেবিল ক্লথ আবিষ্কারের বুদ্ধি মাথায় আসে। শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য নিয়েই আমরা এই টেবিল ক্লথ আবিষ্কার করেছি। এ জন্য আমরা কাপড়ের সঙ্গে ড্রাম ও পিয়ানোর কাঠামো জুড়ে দিয়েছে। আর যাতে এটি বাজতে পারে এ জন্য অনেকগুলো সেন্সর জুড়ে দিয়েছি। এখন ওই ড্রামে চাপ দিলেই এটি সংক্রিয়...

রোহিঙ্গা সমস্যাকে কিভাবে দেখছে ইয়াঙ্গুনবাসীরা

Image
অনলাইন ডেস্ক ॥ সারা বিশ্বের সংবাদ মাধ্যমে যখন রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের বাহিনীর নিপীড়নের নিন্দা ক্রমশ বাড়ছে, কিন্তু দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে পুরো ব্যাপারটাই দেখা হচ্ছে একেবারে অন্যভাবে। যদি আপনি রাস্তার লোকজনের সাথে রাখাইন রাজ্যে কী ঘটছে তা নিয়ে কথা বলেন, তাহলে আপনি 'রোহিঙ্গা' শব্দটিই শুনতে পাবেন না। এই দৃষ্টিভঙ্গী অনুযায়ী, রোহিঙ্গারা হচ্ছে 'বিদেশি', বাংলাদেশ থেকে আসা অভিবাসী। যাদের ভাষা ও সংস্কৃতি আলাদা। আন্তর্জাতিক অঙ্গনে রাখাইন প্রদেশের সহিংসতাকে দেখা হচ্ছে মানবাধিকার লংঘনের ঘটনা হিসেবে, কিন্তু মিয়ানমারে এটি দেখা হয় জাতীয় সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয় হিসেবে। উত্তর রাখাইনে যে সেনা অভিযান চলছে তার প্রতি সমর্থনও এখানে ব্যাপক। বরং আন্তর্জাতিক মিডিয়ার খবরকেই এখানে দেখা হচ্ছে 'একপেশে' হিসেবে। এমনকি যে রোহিঙ্গা মুসলিমরা সহিংসতার হাত থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের দুর্দশার খবর স্থানীয় সংবাদমাধ্যমে যথেষ্ট প্রচার পায় না। একইসঙ্গে রাখাইন এলাকায় দেশী বা বিদেশি সাংবাদিকের প্রবেশের ব্যাপারেও কঠোর কড়াকড়ি আছে। স্থানীয় সংবাদ মা...

নিখোঁজের ২দিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

Image
নিখোঁজের ২দিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কালি মন্দির সংলগ্ন মাঝিপাড়া ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রী সুইচিমু মার্মার (২২) লাশ অবশেষে ২ দিন পর উদ্ধার হয়েছে। শনিবার দুপুর ১টায় নিখোঁজ হওয়ার ৩৪ ঘন্টা পর রোববার (১০… CHTTODAY.COM

টেকনাফে চাকমা পল্লীতে রোহিঙ্গা ক্যাম্প স্থাপন নিয়ে উত্তেজনা!

Image
জসিম উদ্দিন টিপু,টেকনাফ: টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলের চাকমা পল্লীতে রোহিঙ্গা ক্যাম্প স্থাপন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন হোয়াইক্যং রেঞ্জের বাহারছড়া ঢালার মুখে স্থানীয় কিছু আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের কাজ জোরে শোরে চলছে। বন বিভাগ এবং চাকমা সম্প্রদায়ের বাঁধার মুখে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জোরপূর্বক রোহিঙ্গা ক্যাম্প গড়ে তুলছেন। সোমবার বেলা ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অসংখ্য রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিক মিলে মিশে গাছ এবং মাটি কেটে নতুন রোহিঙ্গা ক্যাম্প গড়ে তোলার কাজ করছেন। সেখানে জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের কাজ করতে দেখা গেছে। ইতিমধ্যে কয়েক’শ রোহিঙ্গা পরিবার সেখানে অবস্থান নিয়েছেন। তারা সেখানে নিজেরা ঘর করার কাজ করছেন। বাহারছড়া এলাকা থেকেও গাড়ী যোগে এবং পায়ে হেঁটে শত শত রোহিঙ্গা হোয়াইক্যং ঢালার মুখে স্থাপিত ক্যাম্পে আসছেন। এদিকে চাকমা পল্লীতে রোহিঙ্গা ক্যাম্প স্থাপিত হলে যে কোন মুহুর্তে সাম্প্রদায়িক সম্প্রীত...

তুরস্কের সেনা অভিযানে পিকেকে’র ১০০ সদস্য নিহতের খবর বিদেশ ডেস্ক

Image
তুরস্কের সেনা অভিযানে নিষিদ্ধ ঘোষিত কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র প্রায় একশ’ সদস্য নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এবং তেহরানভিত্তিক প্রেস টিভি। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে ওই দুই সংবাদমাধ্যম। তুর্কি জেনারেল স্টাফের বিবৃতিকে উদ্ধৃত করে ওই দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাককারি এবং সিরনাক প্রদেশের দু’টি এলাকায়  গত দু’সপ্তাহব্যাপী এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ধ্বংস হয়েছে পিকেকে’র ১২ গোপন আস্তানা । এ ছাড়া, ব্যাপক অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। তবে এতে নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতির কোনও বিবরণ দেওয়া হয়নি। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের কুর্দি অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবি করে আসছে। তুরস্ক পিকেকেকে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার পাশাপাশি নিষিদ্ধও করেছে। তাদের সঙ্গে তুরস্ক সরকারের নাজুক যুদ্ধবিরতি ২০১৫ সালের জুলাইয়ে ভেঙ্গে যায়। সে থেকে পিকেকের বিরুদ্ধে তুর্কি নিরাপত্তা বাহিনীর অভিযান বেড়েছে।

খাগড়াছড়িতে ইতি হত্যার প্রধান আসামি গ্রেফতার খাগড়াছড়ি প্রতিনিধি

Image
খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যাকাণ্ডের প্রধান আসামি তুষার চাকমাকে  গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের  আদালতে তুষার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। পুলিশ এই তথ্য জানিয়েছে। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে জেলা সদরের চেঙ্গীস্কোয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের আরামবাগ এলাকায় ভগ্নিপতি অটল চাকমার ভাড়া বাসায় খুন হয় খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ইতি চাকমা। এ ঘটনায়  ইতির বড় বোন জোনাকি চাকমা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছিলেন। সদর থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান জানান, প্রেমঘটিত কারণে ইতিকে খুন করা হয়ে থাকতে পারে। ওই হত্যকাণ্ডে মোট ৫জন অংশ নেয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ইত্তেফাক/ আরকেজি Share 1