খাগড়াছড়িতে ইতি হত্যার প্রধান আসামি গ্রেফতার খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যাকাণ্ডের প্রধান আসামি তুষার চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে তুষার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। পুলিশ এই তথ্য জানিয়েছে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে জেলা সদরের চেঙ্গীস্কোয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২৭ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের আরামবাগ এলাকায় ভগ্নিপতি অটল চাকমার ভাড়া বাসায় খুন হয় খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ইতি চাকমা। এ ঘটনায় ইতির বড় বোন জোনাকি চাকমা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছিলেন।
সদর থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান জানান, প্রেমঘটিত কারণে ইতিকে খুন করা হয়ে থাকতে পারে। ওই হত্যকাণ্ডে মোট ৫জন অংশ নেয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/ আরকেজি
Comments