Posts

Showing posts from February 13, 2018

বিটকয়েন খুঁজতে গিয়ে বিদ্যুৎ সংকটে যে দেশ!

Image
প্রতীকী ছবি আইসল্যান্ডে বড় বড় ডাটা সেন্টার প্রতিষ্ঠা করে বিটকয়েন খোঁজার যে হিড়িক পড়েছে তাতে দেশটি এখন বিদ্যুৎ সংকটে পড়তে পারে। দেশটির একটি জ্বালানি কোম্পানি এইচএস ওরকা জানিয়েছে, এসব ডাটা সেন্টার চালাতে গিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে। কোম্পানিটির মুখপাত্র জানিয়েছেন, এ বছর আইসল্যান্ডে সব বাড়িতে যত বিদ্যুৎ খরচ হবে, তার চেয়ে হয়তো বেশি বিদ্যুৎ খরচ হবে এসব ডাটা সেন্টারে। তিনি জানান, আরও অনেকে এখন এসব ডাটা সেন্টার স্থাপনের দিকে ঝুঁকছে। সব প্রকল্প যদি বাস্তবায়িত হয়, সেগুলো চালানোর মতো বিদ্যুৎ আইসল্যান্ডে থাকবে না। আইসল্যান্ডের জনসংখ্যা খুব কম, মাত্র তিন লাখ ৪০ হাজার। কিন্তু সম্প্রতি এই দ্বীপে নতুন ডাটা সেন্টার গড়ার হিড়িক পড়েছে। যেসব কোম্পানি এসব ডাটা সেন্টার স্থাপন করছে তারা দেখাতে চায় যে তারা পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করছে। আইসল্যান্ডে উৎপাদিত বিদ্যুতের শতকরা একশো ভাগই আসে নবায়নযোগ্য উৎস থেকে। বিটকয়েন মাইনিং: বিটকয়েন মাইনিং বলতে বোঝায় বিশ্বজুড়ে যে বিটকয়েন নেটওয়ার্ক আছে তার সঙ্গে কম্পিউটারকে যুক্ত করা এবং এই ক্রিপ্টো কারেন্সীর যে লেন-দেন হচ...

তুরস্কের ড্রোন ভূপাতিত করল কুর্দি জঙ্গিরা

Image
সংগৃহীত ছবি আফরিন এলাকার আাকাশসীমায় সিরিয়ার তুরস্কের ড্রোন ভূপাতিত করেছে কুর্দি জঙ্গিরা। সোমবার সন্ধ্যায় তুরস্কের একটি বাইরেক্টার টিবি-২ দূরপাল্লার ড্রোন ভূপাতিত করেছে কুর্দি বাহিনী। এ ড্রোন মধ্যম মাত্রার উচ্চতায় উঠতে পারত। ড্রোনটি আফরিনের কুদে এলাকায় গোয়েন্দাগিরি করছিল বলে জানা গেছে।  অন্যদিকে, তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২০ জানুয়ারি তুর্কি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার ৩৬৯ জন কুর্দি জঙ্গি নিহত হয়েছে।  এছাড়া, তুর্কি বিমান হামলায় ওয়াইপিজি’র ১৫টি শক্ত ঘাঁটি ও অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে। সিরিয়া সংকটে ওয়াইপিজিকে সমর্থন ও মদদ দিয়ে আসছে আমেরিকা। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আংকারার মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে। বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

ডোকলামের গা ঘেঁষে উড়ল ভারতের যুদ্ধবিমান, সতর্ক চীন

Image
ডোকলাম ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি-মহড়া। আর তারই জের ধরে এবার আচমকা ডোকলামের গা ঘেঁষে যুদ্ধবিমান ওড়াল ভারত। আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই ভারত যুদ্ধবিমান উড়িয়েছে। যদিও এর সঙ্গে ভারত-চীন সংঘাতের কোনো সম্পর্ক নেই বলেই জানানো হয়েছে দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে।  এদিকে, চলতি বছরের জানুয়ারিতেই দেখা গেছে, বাগডোগরা এয়ারবেসে Su-30 MKI রয়েছে। এর আগে স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছিল হাসিমারায় নিয়ে যাওয়া হচ্ছে এই যুদ্ধবিমানগুলো। ডোকলামের পরই এই যুদ্ধবিমান নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তখনই অনুমান করা হয়েছিল, পরে হাসিমারা থেকে বাগডোগরায় নিয়ে যাওয়া হবে এই যুদ্ধবিমান।  এছাড়া হাসিমারায় গত জানুয়ারিতে পাঁচটি Hawk MK 132 ট্রেনার এয়ারক্রাফট নিয়ে যাওয়া হয়েছে। Hawk-এর আশেপাশেই MIG- 27 ML দেখা গেছে। যদিও MIG- 27 -এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানানো হয়েছিল। তবে, এখনও সেখানে কয়েকটি মিগ বিমান রয়েছে বলে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে। ডোকলামের কাছের একটি এয়ারবেস হল বাগডোগরা। মাল্টি-রোল যুদ্ধবিমানগুলো নির্ধারিত সময়ের আগেই ম...

শাকিবের কাছে শেষ যে অনুরোধটি করেছিলেন অপু

Image
আগামী ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব খান-অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। ডিভোর্স মেনে নেয়ার পর অপু জানিয়েছেন, বিয়ের পর থেকেই তার স্বামী শাকিব তাকে অবহেলা করেছেন। তার শেষ অনুরোধটিও রাখেননি শাকিব। অপু বিশ্বাস বলেন, আমি নই, বরং শাকিবই আমাকে বিয়ের পর থেকে অবহেলা করেছে। তার ক্যারিয়ারের কথা চিন্তা করে তার অনুরোধে দীর্ঘসময় বিয়ে ও সন্তানের কথা গোপন রেখেছিলাম।তার কাছে আমার শেষ একটি অনুরোধ ছিল সে যেন বুবলীর সঙ্গে কাজ না করে। কারণ শাকিব আর বুবলীর সম্পর্কে নানাজন নানা কথা আমাকে বলছিল। যা স্ত্রী হিসেবে আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু শাকিব আমার এই অনুরোধকেও পাত্তা দেয়নি। তখন বাচ্চাকে নিয়ে আমার প্রকাশ্যে আসা ছাড়া আর কোনো পথ ছিল না। অপু বলেন, যা হওয়ার তাতো হয়ে গেছে। এখন আমার ধ্যান জ্ঞান একমাত্র আমার সন্তান আবরাম খান জয়। তার জন্য বাঁচব আর তাকে মানুষ করতে পরিশ্রম করে যাব। শাকিবকে নিয়ে আর কখনো কোনো কথা বলতে চাই না। বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করা যেতে পারে’

Image
উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করা যেতে পারে, বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে পেন্স বলেন, আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা হতে হবে। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হতে পারে।  মাইক পেন্স বলেন, দীর্ঘদিনের শত্রু হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাই উত্তর কোরিয়াকে যেমন চাপে রাখতে হবে, তেমনি দেশটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগও শুরু করতে হবে। তবে এ বিষয়ে শর্ত আরোপের বিষয়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র একমত। গত কয়েক মাস ধরে পরমাণু প্রকল্প নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরোধ বেড়েছে।  মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যেও বাকবিতণ্ডা হয়েছে। এরই মধ্যে তিনপক্ষের মধ্যে আলোচনার প্রসঙ্গ আনলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পেন্স বলেন, আলোচনা চললেও উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। তিনি আরো বলেন, দেশটি যতক্ষণ পরমাণু প্রকল্প থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগ করা...

দক্ষিণ কোরিয়ার প্রশংসায় কিম উন

Image
শীতকালীন অলিম্পিক আসরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলকে ‘চিত্তাকর্ষক’ সহায়তার জন্য দক্ষিণ কোরিয়াকে প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার উপস্থিতিকে অগ্রাধিকার দেয়া এবং দারুণ আতিথেয়তার জন্য দক্ষিণকে ধন্যবাদ জানিয়েছেন কিম। কিমের ছোট বোন কিম ইয়ো জং এর নেতৃত্বে উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যায়। সফর শেষে তারা উত্তরে ফিরে গেছেন। সফরের বিষয়ে তাদের প্রতিবেদন পাওয়ার পরই কিম এসব মন্তব্য করেছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি দলের প্রতিবেদন পাওয়ার পরই কিম জং উন ওই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, কিম উনের বক্তব্য কিংবা দক্ষিণ কোরিয়ার এই ইতিবাচক মনভাবনা আগামীতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে সহায়তা করবে।  উল্লেখ্য, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া সফর শেষ করে রবিবার রাতে দেশে ফিরে আসে। দক্...

ফোর-জি সেবার নিলামে তরঙ্গ পেল গ্রামীণফোন-বাংলালিংক

Image
ফোর-জি (চতুর্থ প্রজন্ম) ইন্টারনেট সেবার জন্য গ্রামীণফোন ও বাংলালিংক তরঙ্গ নিলামে অংশ নিয়ে ১৫.৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। ১৮০০ ও ২১০০ মেগাহার্টজে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়েছে। ১৮০০ মেগাহার্টজে গ্রামীণফোন ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। ২১০০ মেগাহার্টজে বাংলালিংক কিনেছে ৫ মেগাহার্টজ এবং ১৮০০ মেগাহার্টজে কিনেছে ৫.৬ মেগাহার্টজ তরঙ্গ। ১০ শতাংশ ভ্যাট ধরে ১৫.৬ মেগাহার্টজ তরঙ্গের মূল্য পাঁচ হাজার ২৬৮ কোটি ৫১ লাখ টাকা। এর আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদের উপস্থিতিতে নিলামের আনুষ্ঠানিকতা শুরু হয়। তরঙ্গ কেনার পর মোবাইল ফোন অপারেটরগুলো সেবার মান বাড়াতে পারবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং গ্রামীণফোন ও বাংলালিংকের শীর্ষ কর্মকর্তারা নিলামে উপস্থিত রয়েছেন। নিলামের জন্য দুই অপারেটরের জন্য দুটি টেবিল এবং বিটিআরসির জন্য সামনের দিকে আরেকটি টেবিলে কর্মকর্তারা বসেছেন। ইত্তেফাক/কেকে...