Posts

Showing posts from November 7, 2019

রাঙামাটি রাজবন বিহারে পুণ্যার্থীদের ঢল

Image
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব ঘিরে রাঙামাটির রাজবন বিহারে নামছে পুণ্যার্থীর ঢল। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান এ বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠানে শুরু হয়েছে দুই দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব। ২৪ ঘণ্টার মধ্যে চীবর (গেরুয়া বস্ত্র) তৈরি শেষ করে তা দান করার মধ্য দিয়ে এ মহাপুণ্যাযজ্ঞ শেষ হবে শুক্রবার।  বিকাল ৩টায় পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে বেইনঘর উদ্বোধন করেন, মহাপরিনির্বাণলাভী বৌদ্ধ আর্যপুরুষ সর্বজনপূজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের উত্তরসুরী শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্য শিষ্যমন্ডলী। এরপর চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় ফিতা কেটে বেইনঘরে বুনন এবং চরকায় সুতা কাটা উদ্বোধন করেন। এসময় রাঙামটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান ও সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  রাঙামাটির রাজবন বিহার বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিকভাবে খ্যাত। এ বৌদ্ধ বিহারে প্রতি বছর আয়োজিত কঠিন চীবর দানোৎসবে সমাগম ঘটে লাখো পুণ্যার্থীর। এবারও ঢল নামছে অসংখ্য নারী-...

রোহিঙ্গা শিশুদের স্কুল পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

Image
ছবি: ইত্তেফাক কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফের সহায়তায় এবং কোডেক পরিচালিত স্কুল পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস এয়েলস। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তাবৃন্দ ঘুরে-ফিরে স্কুল দেখেন এবং রোহিঙ্গা শিশু শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এলিস এয়েলস ও রবার্ট মিলার কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শাপলাপুর গ্রামে কোডেক এনজিও পরিচালনাধীন সূর্যমুখী কামিনী নামক ২টি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। আরও পড়ুন:  কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ তারা এসব লার্নিং সেন্টারে অধ্যয়নরত রোহিঙ্গা শিশুদের কাছে জানতে চান তোমাদের কোন সাবজেক্ট বেশি ভাল লাগে? তখন রোহিঙ্গা শিশুরা কেউ ইংরেজি, কেউ গণিত, কেউ বার্মিজ ভাষার সাবজেক্ট বেশি ভালো লাগে বলে উত্তর দেয়। তোমরা বড় হয়ে ভবিষ্যতে কি হতে চাও এমন প্রশ্নের জবাবে রোহিঙ্গা শিশুরা কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ সমাজসেবক হতে চায় বলে জানায়। এ সময় রোহিঙ্গা শিশুদের স্বপ্নের কথা ...

ট্রাম্প-এরদোগান বৈঠকে বসছেন ১৩ নভেম্বর

Image
ডোনাল্ড ট্রাম্পের ও রিসেপ তাইয়েপ এরদোগান(ডানে) [ছবি: সিএনএন] তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করার জন্য আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এ সফরে যাচ্ছেন। বুধবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে একথা জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, এক ফোনালাপে এ দুই নেতা আবারো নিশ্চিত করেন যে তারা আগামী ১৩ নভেম্বর বুধবার ওয়াশিংটনে সাক্ষাত করবেন। এরদোগান সিরিয় সংঘাত নিয়ে বিরোধের কারণে তার ওয়াশিংটন সফর বাতিল করার হুমকি দিয়েছিলেন। ট্রাম্প টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, তিনি এরদোগানকে ‘অত্যন্ত আন্তরিকভাবে আমন্ত্রণ’ জানিয়েছেন এবং তিনি তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। ট্রাম্প বলেন, ফোনালাপকালে তারা সিরিয়া-তুরস্ক সীমান্ত, সন্ত্রাসবাদ দমন, কুর্দিদের সাথে শত্রুতার অবসান ও অন্যান্য আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এসময় এরদোগান ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সদ্য প্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির স্ত্রী’কে আটকের বিষয় নিয়েও আলোচনা করেন। ট্রাম্প টুইটারে বলেন, ‘তিন...

ইরানি প্রভাব কমাতে কুর্দিদের পাশে ইসরাইল

Image
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কুর্দিদের সাহসী ঘোষণা করে তাদের মানবিক সহায়তার ঘোষণা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সিরীয় মিত্র ও তুর্কিদের জাতিগত নিধনের মুখোমুখি কুর্দিরা। ইরানি প্রভাব কমাতে তুরস্কের অভিযানে তছনছ হয়ে পড়া কুর্দিদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইসরাইল। অক্টোবরে উত্তর সিরিয়া থেকে হাজার খানেক মার্কিন সেনা প্রত্যাহারের পর ওয়াইপিজি যোদ্ধাদের উৎখাতে অভিযান চালায় তুরস্ক। এতে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম মিত্র কুর্দিদের সঙ্গে ওয়াশিংটন প্রতারণা করেছে বলে অভিযোগ করা হয়েছে। ইসরাইলি উপপররাষ্ট্রমন্ত্রী জিপি হোটোভলি বুধবার পার্লামেন্টে বলেন, প্রস্তাবের বিষয়টি আলোচনা করা হয়েছে। সহায়তার হাত বাড়াতে ইসরাইল বহু অনুরোধ পেয়েছে। সহায়তা হবে মূলত কূটনৈতিক ও মানবিক। উল্লেখ্য, ১৯৬০ সাল থেকেই কুর্দিদের সঙ্গে সামরিক, গোয়েন্দা ও ব্যবসায়িক সম্পর্ক রেখে আসছে ইসরাইল। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

ধুপখোলা মাঠে খোকার জানাজা সম্পন্ন

Image
পুরান ঢাকার ধুপখোলা মাঠে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার জানাজা সম্পন্ন হয়েছে।  এরপর তার মরদেহ জুরাইন কবরস্থানে নেওয়া হয়। সন্ধ্যার পর সেখানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা। এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় সাবেক কর্মস্থল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবন প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়। এই জানাজায় ডিএসসিসি মেয়র সাঈদ খোকনসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ অংশ নেন। সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় ইন্তেকাল করেন। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। বিডি-প্রতিদিন/মাহবুব

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র, ভিডিও প্রকাশ

Image
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের গেরিলাদের পরাজিত করার জন্য যুক্তরাষ্ট্র গোপনে বিরোধী শক্তির কাছে অস্ত্র সরবরাহ করছে। বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-এ সম্প্রচারিত একটি ফুটেজে এই চিত্র দেখা গেছে। এতে দেখা যায়- খুব ভোরে অন্ধকারের মধ্যে মার্কিন নির্মিত আরমর্ড ভেহিকেলে করে এসব অস্ত্র ইয়েমেনের বন্দরনগরী এডেনে নেয়া হচ্ছে। এসব অস্ত্র সরবরাহ করার অর্থ হচ্ছে সৌদি আরবকে সমর্থন দেয়া এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনকে জোরদার করার প্রচেষ্টা চালানো। ইয়েমেনে সৌদি আগ্রাসনের ব্যাপারে আমেরিকা বরাবরের মতো দ্বৈতনীতি গ্রহণ করেছে। মার্কিন সরকার একদিকে বলছে, ইয়েমেনে আগ্রাসন বন্ধের ব্যাপারে তারা কার্যকর ভূমিকা নিচ্ছে আবার সৌদি আরব এবং তার সমর্থকদের কাছে আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে। বিষয়টি নিয়ে এরইমধ্যে মার্কিন রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং মার্কিন কংগ্রেসের অনেক সদস্য বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সৌদি-প্রীতির কারণে এসব অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর সর্বপ্রথম বিদেশ সফরে তিনি সৌদি...

কলকাতায় জমে উঠছে বাংলাদেশের বইমেলা

Image
‘৯ম বাংলাদেশ বইমেলা-২০১৯’ প্রাঙ্গণ। ছবি: ভাস্কর মুখার্জি কলকাতায় জমে উঠেছে ‘৯ম বাংলাদেশ বইমেলা-২০১৯’। ১ নভেম্বর কলকাতার রবীন্দ্র সদনের উল্টোদিক মোহরকুঞ্জ প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এটিই বাংলাদেশের প্রকাশিত বই নিয়ে কলকাতার একক বইমেলা। বইমেলায় প্রতিদিনই বহু পাঠকের সমাবেশ হচ্ছে। বইপ্রেমীরা আসছেন, ভিড় করছেন। বাংলাদেশের বই দেখছেন, কিনছেন। বিভিন্ন স্টলের বিক্রেতারা বলছেন, আবহাওয়া ভালো থাকায় এবার বইমেলায় অনেক পাঠক আসছেন। বই যেমন দেখার সুযোগ পাচ্ছেন, তেমনি বই কেনারও আগ্রহ বেড়েছে বইপ্রেমীদের। বিক্রিও বেড়েছে। এক পাঠক বলেন, প্রতিবারই বাংলাদেশের বইমেলায় আসেন তিনি। বাংলাদেশের বই তাঁর ভালো লাগে। তিনি বলেন, ‘একসময় বাংলাদেশের বইয়ের চড়া দাম ছিল, এখন দাম মোটামুটি সাধ্যের মধ্যে। বাংলাদেশের বইয়ের মুদ্রণ থেকে বাঁধাই সবকিছুই উন্নত মানের। বইমেলায় বই দেখছেন পাঠক। ছবি: ভাস্কর মুখার্জি আরেক  পাঠক বলেন, ‘বাংলা সাহিত্য বাংলাদেশে এখন দ্রুত এগোচ্ছে। বাংলাদেশে এখন জন্ম নিচ্ছেন নতুন নতুন কবি সাহিত্যিক। তাঁরাই এখন বাংলাদেশের সাহিত্যকে সমৃদ্ধ ক...

আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করল ইরান

Image
‘ ফোরদু’ পরমাণু স্থাপনায় আনুষ্ঠানিকভাবে আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে ইরান। বৃহস্পতিবার দিনের শুরুতে সেন্ট্রিফিউজের মধ্যে গ্যাস প্রবিষ্ট করার মধ্যদিয়ে এ তৎপরতা শুরু হয় বলে দেশটির আণবিক শক্তি সংস্থা জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশে এই ধাপে কৌম শহরের নিকটবর্তী পাতালে অবস্থিত ফোরদু প্ল্যান্টে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড যোগ করা হবে। জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র পরিদর্শকদের উপস্থিতিতে ফোরদু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ ঘোষণা দেন। গত বছর ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পর এটা তেহরানের চতুর্থ ধাপের সমৃদ্ধকরণ পদক্ষেপ। ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন ও জার্মানির সঙ্গে ইরান একটি পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচি কমিয়ে আনা শুরু করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর...

চাঁদে ইকনোমিক জোন গড়ছে চীন

Image
২০৫০ সালের মধ্যে ১০ লাখ কোটি ডলার ব্যয়ে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে ইকনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) গড়ার প্রকল্প হাতে নিয়েছে চীন। উচ্চাভিলাষী এ পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে মূল প্রযুক্তির নির্মাণ কাজ শেষ হবে। আর ২০৪০ সালের মধ্যে যোগাযোগ প্রযুক্তি নির্মাণ  সম্ভব হবে। খবর দ্য ইপস টাইমস এর। চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার প্রধান বাও ওয়েমিন গত সপ্তাহে এ প্রকল্পের ঘোষণা করেন।  চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ডেইলি নিউজের বরাতে মঙ্গলবার রাশিয়ার টিভি নেটওয়ার্ক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। উল্লেখ্য, ১৯৭০ সালে চীন প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করে এবং ২০০৩ সালে মহাকাশচারী পাঠানোয় তৃতীয় দেশ। সম্প্রতি চীন মহাকাশ খাতে ব্যাপক গবেষণা ও সমীক্ষা চালাচ্ছে। গত জুলাইয়ে দেশটির একটি বেসরকারি কোম্পানি আই-স্পেস একটি রকেট সফলতার সঙ্গে উৎক্ষেপণ করে। এটি চীনের বাণিজ্যিক মহাকাশ শিল্পের প্রথম সফল রকেট উৎক্ষেপণ। বিডি-প্রতিদিন/শফিক

সৌদি জোটের নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠছে কাতার

Image
২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে অর্থায়ন ও মধ্যপ্রাচ্যে সৌদি আরবের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইরানকে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।  একই সঙ্গে কাতারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন এবং স্থল, আকাশ ও সমুদ্রপথ বন্ধ করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি জোটের আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে দেশটির শুরা কাউন্সিলের ৪৮তম অধিবেশনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দেশটির অর্থনৈতিক অর্জনের রূপরেখা তুলে ধরেন।  কাতারের আমির বলেন, খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক বৈচিত্রতা আনার জন্য কাজ করছে কাতার।  তিনি আরও বলেন, কাতার পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নৈতিকতার ওপর ভিত্তি করে যে কোনো ধরনের মতপার্থক্য দূর করতে সর্বদা প্রস্তুত। সেই সাথে অবরোধের প্রতিবন্ধকতা অতিক্রম করার পাশাপাশি আমরা কাতারের জাতীয় ভিশন : ২০৩০ অর্জনের কাছাকাছি পৌঁছেছি। মঙ্গলবার দেশটির সরকারি টেলিভিশনে দেয়া ভাষণে এসব কথা বলেন কাতারের আমির শেখ তামিম বিন হামা...

সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায়

Image
ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। ছবি: সংগৃহীত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ নিউইয়র্ক থেকে আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তার কফিন গ্রহণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বাদ জোহর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এবং বাদ আসর ধুপখোলা মাঠে সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে জানাজার পর মরদেহ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। আর নগর ভবনের জানাজা শেষে গোপীবাগের বাসায় মরহুমের কফিন কিছুক্ষণ রাখা হবে। চতুর্থ জানাজার পর সাদেক হোসেন খোকাকে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। জানা যায়, বাংলাদেশ সময় গতকাল বুধবার সকালে খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তার পরিবারের সদস্যরা। সাদেক হোসেন খোকার মৃ...

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আজ

Image
জাতীয় সংসদ ভবন : ফাইল ছবি একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আজ বৃস্পতিবার বিকাল সোয়া ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এটি হবে সংক্ষিপ্ত অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন ৫ থেকে ৭ কার্যদিবস পর্যন্ত চলতে পারে। তবে আজ বিকাল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের কার্যকাল এবং কার্যক্রম নির্ধারণ করা হবে । এর আগে গত ৮ সেপ্টেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে গত ১২ সেপ্টেম্বর শেষ হয়। এটি ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন ৪ কার্যদিবসের অধিবেশন। এর আগে সবচেয়ে স্বল্পকালীন অধিবেশন ছিল ৫ কার্যদিবসের। স্বল্পকালীন ঐ অধিবেশনে মোট ৫টি বিল উত্থাপন করা হয়। আর একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করা হয়। ইত্তেফাক/এমআরএম

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, বন্দরে সংকেত ২

Image
বুধবারের ছবি : সংগৃহীত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এ পরিণত হয়েছে। এটি আজ বৃহস্পতিবার ভোর ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আরও পড়ুন:  একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আজ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-৯ বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রে ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও...

সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে সংকেত ১

Image
ফাইল ছবি। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি কার্যত: স্থির থেকে একই এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপটি বুধবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদবন্দর থেকে ৯৫০ কিঃ মিঃ দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আরও পড়ুন:  ৬১ জনের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ফিকে হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-৮ বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রর ৪৮ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলে...

পুনরায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি হলেন শেখ খলিফা

Image
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বুধবার তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হন। শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৭১ সাল থেকে ২০০৪ সালে ইন্তেকালের পূর্ব পর্যন্ত রাষ্ট্রপতির পদে ছিলেন।   বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন