Posts

Showing posts from August 30, 2018

ট্রাম্প বলেন এক কথা, পেন্টাগন বলে অন্যটা

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে তখন দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দেশের যৌথ সামরিক মহড়া পরিচালনার কোনো কারণ নেই। হোয়াইট হাউজ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একজন খুবই চমৎকার মানুষ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে বিশাল পরিমাণ অর্থ খরচ করার কোনো কারণ নেই। হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছেন। হোয়াইট হাউজ একইসঙ্গে বলেছে, তবে প্রেসিডেন্ট চাইলে তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া শুরু করতে পারেন। এর আগে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বাতিলের আর কোনো পরিকল্পনা নেই। এশিয়ার এ দেশটির সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া বাতিলের ঘোষণা দেয়ার এক পর মাস পর তিনি একথা বলেন।  জিম ম্যাটিস বলেন, শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এর আগে আমেরিকা কিছু গুরুত্বপূর্ণ মহড়া বাতিল করেছিল তবে অন্য মহড়াগুলো অব্যাহত রয়েছে।  তিনি সাংবাদিকদের পরিষ্কার করে ...

পরমাণু চুক্তি বাতিলে প্রস্তুত ইরান: খামেনি

Image
পরমাণু চুক্তি ইস্যুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিশ্ব শক্তির সঙ্গে সই করা পরমাণু চুক্তি দিয়ে যদি ইরানের স্বার্থ সমুন্নত রাখা না যায় তাহলে তাঁরা এই সমঝোতা পরিত্যাগ করতে প্রস্তুত। খামেনি এমন সময় এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র গত মে মাসে একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে গেছে। এবং এই চুক্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে চুক্তি বাঁচাতে ইউরোপের সঙ্গে যে দেনদরবার চলছিল তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ল। এদিকে চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর গত মে মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে দাঁত বসাতে শুরু করলে এটি প্রত্যাহারের জন্য জাতিসংঘের অপরাধ আদালতের দ্বারস্থ হয় তেহরান।  গতকাল বুধবার আদালতের শুনানিতে ইরানের আইনজীবী বলেন, নিষেধাজ্ঞার কারণে ইরানি জনগণ যে ভোগান্তির মধ্যে পড়েছে তা থেকে তাদের উদ্ধারের সময় পার হয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে দেখা করতে যান। তাঁদের মধ্যে দেশটির বর্ত...

উত্তেজনা বাড়িয়ে নতুন সামরিক বিমান ঘাঁটি তৈরি করছে কাতার

Image
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে এবার নতুন সামরিক বিমান ঘাঁটি বানাতে যাচ্ছে কাতার। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বর্তমান আল উদেইদ বিমান ঘাঁটিকে সম্প্রসারণ করা হবে এবং তামিম বিমান ঘাঁটি তৈরি করা হবে বলে জানা গেছে। এ ব্যাপারে একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানান, কাতারে অবস্থিত আল উদেইদ হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় বিমান ঘাঁটি। যেখানে মোতায়েন রয়েছে প্রায় ১১ হাজার মার্কিন সেনা। এদিকে কিউএনএ কে দেয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল আহমেদ ইব্রাহিম আল মালকি বলেন, তামিম বিমান ঘাঁটিতে থাকবে নতুন নতুন যুদ্ধবিমান ও অত্যাধুনিক ব্যবস্থাপনা। থাকবে ফ্রান্সের রাফালে ফাইটারস, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, ইউরোপের যুদ্ধবিমান টাইফুন এবং অন্যান্য উন্নত যুদ্ধবিমান। নির্দেশনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহার করা হবে সর্বাধুনিক রাডার ও যোগাযোগ ব্যবস্থা। বাহিনী নতুন ধরণের পদ্ধতি ও ব্যবস্থাপনা পুনর্গঠনে কাতারের বিমান বাহিনী কাজ করবে। এছাড়া পেনিনসুলা সংবাদপত্র থেকে জানা যায়,...

ভয়ঙ্কর রাশিয়া, শুরু হচ্ছে সবচেয়ে বড় মহড়া

Image
আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছে। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে আগামী মাসে বেশ বড় ধরনের সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া। প্রায় চার দশকের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া, যাকে স্নায়ুযুদ্ধের পর দেশটির সবচেয়ে বড় মহড়া হিসেবে উল্লেখ করা হচ্ছে। এতে প্রায় তিন লাখ সেনা অংশ নেবে বলে জানা গেছে। এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ভস্টক-২০১৮। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের সামরিক অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে। এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানিয়েছেন, মহড়ায় ৩৬ হাজার ট্যাংক, সাঁজোয়া যান, পদাতিক বাহিনীর সশস্ত্র যান এবং এক হাজারের বেশি যুদ্ধবিমান অংশ নেবে। চীন এবং মঙ্গোলিয়ার সামরিক ইউনিটও যোগ দেবে এ মহড়ায়। বিডি প্রতিদিন/ ৩০ আগস্ট ২০১৮/ ওয়াসিফ