Posts

Showing posts from October 31, 2017

সমুদ্র তলায় ২ কোটি টন সোনা, তবে...

Image
রিখটারসবেল্ট পর্বতমালায় হীরে তো দূর সামান্য সোনার রেণুর খোঁজ না পেয়েই হতাশ হয়েছিলেন অ্যালভারেজের বন্ধু জিম কার্টার। তবে অ্যালভারেজ কিন্তু হতাশ হননি। জীবনের শেষ অবধি অভিযান চালিয়ে এক বঙ্গ কিশোরের চোখে তুলে ধরে ছিলেন এই ধরিত্রীর অমূল্য রতন। রহস্য, রোমাঞ্চ এবং বিপদসঙ্কুল পরিবেশেই যে লুকিয়ে রয়েছে এই পৃথিবীর অধিকতর সম্পদ, তা শঙ্করও তার অভিজ্ঞতায় বুঝেছিলেন। অ্যালভারেজের মতো তিনিও ফের বেরিয়ে পড়েছিলেন চাঁদের পাহাড়ের খোঁজে। তবে, শঙ্করের মতো সোনা সন্ধানকারীরাও মনে করেন এই পৃথিবীর বেশিরভাগ সম্পদে এখনও আঁচড় পড়েনি মানুষের। আর  সেই সম্পদের সিংহভাগই ঘুমিয়ে রয়েছে সমুদ্রের অতলান্তে। এমনটাই অন্তত দাবি সোনা সন্ধানকারীদের। ফোর্বসের একটি প্রতিবেদনে ভূগবেষক ট্রেভর নেস জানান, সমুদ্রের অতলে লুকিয়ে রয়েছে ২ কোটি টন সোনা। তার মতে, আজকে সোনার যা বাজার দর তাতে (৪২.৫১ ডলার প্রতি গ্রাম) ওই সম্পদের মূল্য হবে আনুমানিক ৭৭১ লক্ষ কোটি ডলার।   ২০১৬-১৭ অর্থবর্ষে  মার্কিন যুক্তরাষ্ট্রের যা জিডিপি, তার ৪১ গুন বেশি মূল্যের সম্পদ রয়েছে সেখানে। উত্তরোত্তর এই মূল্য যে আকাশ ছোঁবে তা বলাই বাহুল্য। কি...

পাকিস্তানে আইএসের হাতে চীনা দম্পতি হত্যা

Image
বেলুচিস্তান অঞ্চলে এক চীনা দম্পতিকে ইসলামি জঙ্গি সংগঠন আইএস হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তান। কয়েক মাস আগে ওই দম্পতি আততায়ী বন্দুকধারী দ্বারা অপহরণের শিকার হয়েছিলেন। সোমবার পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। খবর জিইও নিউজ। চলতি বছরের শুরুর দিকে এ দম্পতিকে হত্যা করা হয়। জঙ্গি সংগঠন আইএস এরই মধ্যে আরবি ভাষায় পরিচালিত তাদের নিউজ সাইটে এ চীনা দম্পতি হত্যার দায় স্বীকার করেছে।   গত ২৪ মে জিন্না শহরের কোয়েটা এলাকা থেকে লি জিং ইয়াং (২৪) ও মেং লি সি (২৬)-কে অপহরণ করে জুন মাসে তাদের হত্যা করা হয়। তাদের সঙ্গে আরো এক চীনা মহিলা ছিলেন তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।   বিবৃতিতে আরো জানানো হয়, ‘পাকিস্তান সরকার নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে এ নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের গভীর শোক প্রকাশ করেছে। ’ বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

ভারতকে চাপে ফেলতে ব্রহ্মপুত্রের গতিপথ বদলাচ্ছে চীন

Image
ভারতের বিরুদ্ধে প্রকৃতিকে হাতিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে চীন। তিব্বত থেকে ব্রহ্মপুত্রের গতিপথ বদলে ফেলার ভয়ানক ছক কষছে দেশটি। এই কাজের জন্য প্রায় ১ হাজার কিলোমিটারের একটি টানেল তৈরি করতে চলেছে বেজিং। ওই সুড়ঙ্গের মাধ্যমে তিব্বত থেকেই ব্রহ্মপুত্রের গতিপথ বদলে ওই নদকে জিনজিয়াং প্রদেশের দিকে প্রবাহিত করবে চীন। চীনে ব্রহ্মপুত্রের নাম সাংপো। নদটির উৎস তিব্বতে। সেখান থেকে নিম্নমুখী হয়ে ভারত ও বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ব্রহ্মপুত্র। ভারতের উত্তর-পূর্বের রাজ্য বিশেষ করে অাসামের জীবনরেখা ওই নদ। এর জন্যই বিস্তীর্ণ অঞ্চলে কৃষিকার্য সম্ভব হয়। তবে মাঝে মাঝে অত্যাধিক বৃষ্টির জন্য দুকূল ছাপিয়ে জনজীবন বিধ্বস্ত করে ব্রহ্মপুত্র। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন ওই টানেল বানালে প্রবল বিপাকে পড়বে ভারত ও বাংলাদেশ। তিব্বত থেকে শুষ্ক জিনজিয়াং প্রদেশে জল প্রবাহিত করলে কমে যাবে ব্রহ্মপুত্রের জলস্তর। বিঘ্নিত হবে নদের প্রবাহ। যার ফলে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো। জল কমে যাওয়ায় কৃষি কাজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। শুধু তাই নয়, সুড়ঙ্গ থেকে পানি ছাড়লে প্লাবিত হতে পারে নিচু জায়গ...

চীনে রুশ মডেলের মৃত্যু নিয়ে হইচই

Image
ভ্লাদা ডিজিয়ুবা, বয়স ১৪ বছর।  একজন রুশ কিশোরী মডেল। সাংহাই ফ্যাশন উইকে অংশ নিতে চীনে অবস্থান করছিলেন।  কিন্তু হঠাৎ করেই সাংহাইতে মারা গেছেন এ মডেল। আর এ নিয়ে শুরু হয়েছে হইচই।  মৃত্যুর কারণ সম্পর্কে দু'দেশ থেকে দুই ধরনের তথ্য দেওয়া হয়েছে। রুশ গণমাধ্যমের দাবি, রাশিয়ার ওই মডেল চীনের ইএসইই মডেল এজেন্সির মাধ্যমে কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অতিরিক্ত চাপ দিয়ে কাজ করানোয় ওই মডেলের মৃত্যু হয়েছে। তবে ওই মডেল এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, সে অন্য মডেলদের সঙ্গে আনন্দ নিয়ে কাজ করছিল।   প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদা দুর্বল অনুভব করছিল এবং তার মাথা ঘোরাচ্ছিল। এ কারণে বুধবার তাকে সাংহাই হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হয় এবং গত শুক্রবার সে মারা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম চীনা গ্লোবাল টাইমসে বলা হয়েছে, রক্তে বিষাক্ততার কারণে তার মৃত্যু হয়েছে। তবে রাশিয়ার সাইবেরিয়ান টাইমসে বলা হয়েছে, রুশ মডেলের মৃত্যু হয়েছে মেনিনজাইটিসে (মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের পাশে অবস্থিত ঝিল্লীর প্রদাহজনিত রোগ)। সাংহাইয়ের ওই ফ্যাশন উইকে অক্লান্ত পরিশ্রম ও মানসি...

ভাইকে গুলি করে বোনকে গণধর্ষণ!

Image
ভাইকে গুলি কর বোনকে গণধর্ষণ করে পালিয়েছে চার দুর্বৃত্ত। গা শিউরে উঠার মত এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রামপুরে। গুলিবিদ্ধ অবস্থায় কোনও মতে স্থানীয়দের সাহায্যে পুলিশকে খবর দেন ওই যুবক। সোমবারের রাতের ওই ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ভারতীয় পুলিশ। রামপুরের নৈনিতাল রোডে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বোনকে চিকিৎসক দেখিয়ে বাইকে করে গ্রামে ফিরছিলেন ওই যুবক। পথিমধ্যে ওয়াদা গ্রামের কাছে হঠাৎ বাইকের চাকায় লাঠি আঘাত করে বাইক উল্টে গতিরোধ করা হয়। এসময় ওই যুবক উঠে দাঁড়ানোর আগেই তার বোন নিয়ে টানাটানি শুরু করে তারা। কোনমতে উঠে দাঁড়িয়ে বোনকে ছাড়ানোর চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই যুবককে। কিন্তু তাতেও ওই যুবককে প্রতিবাদ করতে থাকলে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর পাশের একটি ধানক্ষেতে বছর কুড়ির ওই যুবতীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এরপর কোনও মতে বোনকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেয় ওই যুবক। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয় পুলিশ সুপার বিপিন টাডা জানিয়েছেন, এ ঘটনায় মোট চারজনের ...

আলোচনায় বসতে যাচ্ছে দ. কোরিয়া ও চীন

Image
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন আগামী সপ্তাহের অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনকে কেন্দ্র করে প্রতিবেশী এ দেশের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে তারা এ বৈঠকে করতে যাচ্ছেন। মঙ্গলবার সিউল একথা জানায়।  এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শিল্প কারখানার ওপর ধারাবাহিক অবরোধ আরোপ এবং সিউলের ব্যবসায়ী দলের চীন সফর নিষিদ্ধ ঘোষণা করেছে বেইজিং। চীনের এসব পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই এলটিচুড ডিফেন্স (থাড) ব্যবস্থা মোতায়েনের পাল্টা আর্থিক প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। চীন এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতার প্রতি হুমকি হিসেবে দেখছে। তবে এ ব্যাপারে সিউল ও ওয়াশিংটনের ভাষ্য, পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে এটি মোতায়েন করা হয়েছে। সিউলের প্রেসিডেন্টের দপ্তর জানায়, ভিয়েতনামের দানাংয়ে অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শি ও মুন এ বৈঠক করবেন। প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালক নাম গোয়ান পিয়ো বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক...

স্বামীর জন্য প্রস্তুত করা বিষে মারা গেল শ্বশুরবাড়ির ১৫ জন!

Image
পাকিস্তানে স্বামীকে হত্যার জন্য বিষ মেশানো দুধ দিয়েছিলেন এক নারী, কিন্তু স্বামী সেটা গ্রহণ করেননি। পরবর্তীতে সেই দুধ শাশুড়ি লাচ্ছি বানাতে ব্যবহার করলে সেটা খেয়ে ওই পরিবারের ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১২ জনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  পাঞ্জাবের মুজাফফরগড়ের পুলিশ জানায়, আসিয়া নামের ওই নারী তাকে ইচ্ছার বিরুদ্ধে দুই মাস আগে বিয়ে দেয়ার প্রতিশোধ নেয়ার জন্য প্রেমিক শহীদ ও জরিনা মাই নামের এক আত্মীয়ের সঙ্গে  মিলে স্বামীকে হত্যা করার ছক করেছিলেন। কয়েকদিন আগে নিজের বাড়ি থেকে জোর করে শ্বশুরবাড়িতে ফেরত পাঠানো হয় আসিয়াকে। ফিরে এসে গত ২৪ অক্টোবর স্বামী আমজাদের দুধ খাওয়ার পাত্রে বিষ মেশায়। আর সেই বিষ মেশানো দুধ দিয়ে লাচ্ছি তৈরি করা হলে সেটা খেয়ে সোমবার ১৩ জনের মৃত্যু হয়। মঙ্গলবার হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়। পুলিশ আসিয়া, তার প্রেমিক শহীদ ও জরিনা মাইকে গ্রেফতার করেছে। গণমাধ্যমের সামনে আসিয়াকে নিয়ে আসা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। আসিয়া বলেন, শহীদ আমাকে দুধের মধ্যে বিষ মেশাতে বলে কিন্তু আমি সেটা করিনি। সে আমাকে বিয়ে করার কথা বলল...

উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের টানেল ধসে ২০০ জনের মৃত্যু’

Image
উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের টানেল ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাপানি টিভি আসাহি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক বেনামী সূত্রের বরাতে জাপানি সম্প্রচারকারীরা জানিয়েছে এ কথা। গত সেপ্টেম্বরের ১০ তারিখ বা তার কাছাকাছি সময়ে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পাংরিতে ঘটে এই ঘটনা। টিভি আসাহি জানিয়েছে, পারমাণবিক পরীক্ষার পরে একটি টানেল ধসে শতাধিক শ্রমিক আটকে পড়ে। আর এদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় বার ধসের ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া তার ষষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এতে পাংরির আশেপাশে ভূমিকম্প ও ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা মনে করেন, এই পরীক্ষায় উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র অস্থিতিশীল হয়ে পড়েছে এবং হয়তো আর বেশিদিন পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে না। রয়টার্স।  ইত্তেফাক/সাব্বির

পানির উপরে হলুদ চাষ, ফলন ভালো

Image
মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিল বাঘিয়ার কৃষকরা পানির উপরে ভাসমান পদ্ধতিতে হলুদ চাষ করে ভালো ফলন পাচ্ছেন। অল্প খরচে এবং বিনা সারে বিভিন্ন শাক-সবজিও চাষ করা যাচ্ছে এই পদ্ধতিতে। এতে কৃষকেরা বাড়তি আয়ের পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ করতে পারছেন। মাটিতে হলুদ চাষের চেয়ে পানির উপর কচুরিপানা ও জলজ উদ্ভিদের সমন্বয়ে তৈরি স্তূপে ভাসমান হলুদ চাষে অধিক ফলন হয়। এই পদ্ধতিতে চাষ খুবই সহজ ও বাড়তি কোন জায়গারও প্রয়োজন হয় না। বর্ষা মৌসুমে বাড়ির নিকটবর্তী বিলের জলে, পুকুর বা ডোবায় কচুরিপানা স্তূপ করে তার উপর সহজেই হলুদ চাষ করা যায়। জ্যৈষ্ঠ মাসে বিলে যখন পানি আসে তখন কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদ পানির উপর স্তূপ করে কিছুদিন রাখার পর তাতে পচন ধরলে তার উপর গজানো হলুদের বীজ রোপণ করা হয়। কচুরিপানা ও জলজ উদ্ভিদ পচে উৎকৃষ্ট জৈব সারে পরিণত হয় বিধায় এ চাষে বাড়তি অন্য কোন সার প্রয়োগ করতে হয় না। হলুদে তেমন কোন পোকা-মাকড়ের আক্রমণ হয় না। এজন্য কীটনাশকও প্রয়োগের দরকার হয় না। তেতুলবাড়ি গ্রামের প্রণব চৌধুরী নামক এক হলুদ চাষি জানান, ২০ হাত লম্বা ও ৫ হাত চওড়া একটি ধাপ তৈরি করতে ৫ ...

ম্যানেজারকে পিটিয়ে হত্যা করলো জমি ব্যবসায়ী

Image
                                                                                       স্বজনদের আহাজারি খুলনায়  নিয়ামুল (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে তার কর্মস্থলের মালিক ও তার লোকজন তাকে পিটিয়ে আহত করে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় ফরেন মার্কেট এলাকায় তার উপর হামলা চালান জমি ব্যবসায়ী আব্দুল হান্নান, মিরাজ ও মিজানুরসহ তাদের লোকজন। খুলনা জেলা পুলিশের এডিশনাল এসপি (ডিএসবি) আব্দুল হালিম জানান, আব্দুল হান্নান জমি ব্যবসা করেন। নিয়ামুল তার ম্যানেজার। নিয়ামুল অর্থ আত্মসাত্ করেছে- এমন অভিযোগে হান্নান তার লোকজন নিয়ে নিয়ামুলকে মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপা...

রাশিয়ার চরদের পোস্ট দেখেছে ১২৬ মিলিয়ন মার্কিন নাগরিক ফেসবুক

Image
মার্কিন নির্বাচনের আগে ও পরের বছরে রাশিয়ান গুপ্তচরদের পোস্ট করা পোস্ট যুক্তরাষ্ট্রের ১ কোটি ২৬ লাখ মানুষ দেখেছে বলে জানিয়েছে  ফেসবুক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ার গুপ্তচররা প্রায় ৮০ হাজার পোস্ট করেছে যার বক্তব্যের বেশিরভাগের উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও সামাজিক বিভেদ সৃষ্টি করা। মার্কিন সিনেটে ফেসবুক, গুগল ও টুইটারের একত্রে শুনানির আগে ফেসবুক এই সংখ্যা প্রকাশ করল। এই শুনানিতে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে রাশিয়ার প্রভাবের বিস্তারিত বর্ণনা দেবে সংস্থাগুলো। রাশিয়া বার বার মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে। তবে মার্কিন সব গোয়েন্দা সংস্থা একমত প্রকাশ করেছে যে রাশিয়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মার্কিন জনমত গঠনের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহার করেছে। এদিকে সোমবার স্বাধীন কাউন্সেল রবার্ট মুয়েলার ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার সংযোগের তদন্তে ট্রাম্পের সাবেক প্রধান ও তার ব্যবসায়ী সহযোগীকে অভিযুক্ত করেছে। ট্রাম্পের তৃতীয় আরেক সহযোগী চলতি মাসে এফবিআইয়ের কাছে মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগে অপরাধী বলে স্বীকারোক্তি দিয়েছেন। ডোনা...

বিমান নিয়ে ‘নাশকতার পরিকল্পনা’, পাইলটসহ গ্রেফতার ৪

Image
বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) ৪ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে রাজধানীর মিরপুরের দারুসসালামের বর্ধনবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সাব্বির নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী জেএমবি সদস্য।  গ্রেফতারকৃত অপর তিনজন হলেন- সাব্বিরের মা সুলতানা পারভিন, তার চাচাতো ভাই আরিফুর রহমান আসিফ ও বর্ধনবাড়ি এলাকার চা দোকানি। র‌্যাব জানায়, সাব্বির বাংলাদেশ বিমানের একটি বিমান নিয়ন্ত্রণ নিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলার পরিকল্পনা করেছিল। এটি বাস্তবায়ন না হলে একটি বিমান নিয়ন্ত্রণ নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশে যাওয়ার কথা ছিল। গত ৫ সেপ্টেস্বর বর্ধন বড়ির ২/বি নম্বর বাড়িটিতে র‌্যাব দুইদিন ধরে অভিযান চালালে জঙ্গি আবদুল্লাহ তার স্ত্রী ও তার দুই সন্তান ও তাদের দুই সহযোগী নিহত হয়। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণে বোমা, বিস্ফোরক ও রাসায়নিক উপাদান উদ্ধারের পাশাপাশি ঢাকায় নাশকতা...

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ২৬.২

Image
চতুর্দশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭-এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। স্কুল পর্যায়ে এক লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ ভাগ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ ভাগ। সার্বিক পাসের হার শতকরা ২৬ দশমিক ২ ভাগ। এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার ফলাফল  ntrca.teletalk.com.bd  ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া কৃতকার্য প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে। এজে  জাগো বাংলা ডেস্ক

মার্কিন নির্বাচনে রুশ সংযোগ: ট্রাম্পের দুই সহযোগীর আত্মসমর্পণ

Image
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে রুশ সংযোগের ঘটনায় দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ম্যানেজার পল মানাফোর্ট ও তার ব্যবসায়িক সহযোগী রিক গেটস এফবিআই এর কাছে আত্মসমর্পণ করেছেন। ট্রাম্পের প্রচারণার শিবিরের সাবেক ম্যানেজার মানাফোর্টকে আত্মসমর্পণ করতে বলার পর তিনি ও তার আইনজীবী ওয়াশিংটনে এফবিআই এর কার্যালয়ে পৌঁছান। এসময় আত্মসমর্পণ করেন ট্রাম্পের সাবেক প্রচার কর্মকর্তা ও মানাফোর্টের ব্যবসায়িক সহযোগী রিক গেটস। ট্রাম্পের এই দুই সহযোগীর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অর্থ পাচারসহ ১২ টি অভিযোগ আনা হয়েছে। ওয়াল স্ট্রিট জানায়, সাবেক এই ম্যানেজার মানাফোর্টের বিরুদ্ধে কর জালিয়াতিরও অভিযোগ আছে। বিবিসি জানায়, নির্বাচনে রুশ সংযোগের ঘটনা তদন্ত থেকে দুইজনের বিরুদ্ধে প্রথম অভিযোগটি করা হলেও সেটি ট্রাম্পের প্রচারের সঙ্গে সম্পৃক্ত নয়। বরং ২০১৫ সালে ইউক্রেইনের সঙ্গে দুই কর্মকর্তার ব্যবসায়িক লেনদেনের সঙ্গে সম্পর্কিত। পল মানাফোর্ট ২০১৬ সালের জুন থেকে অগাস্ট পর্যন্ত ট্রাম্পের প্রচার ম্যানেজার হিসাবে কাজ করেছেন। ইউক্রেইনে রাশিয়াপন্থি রাজনৈতিক দলের কাছ থেকে লাখ লাখ ডলারের অবৈধ অর্থ নেওয়ার খবরের...

২৭ বছর পর ইরাক যাবে সৌদি বিমান!

Image
১৯৯০ সালে বন্ধ হওয়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স দীর্ঘ ২৭ বছর আবারও ইরাকে নিয়মিত ফ্লাইট চালু করবে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ। আজ সোমবার উদ্বোধনী ফ্লাইটে রাষ্ট্র মালিকানাধীন এয়ারলাইনটির মহাপরিচালক সালেহ বিন নাসির আল-জাসির সাংবাদিক ও অন্যান্য যাত্রীদের নিয়ে জেদ্দা থেকে বাগদাদ যাবেন। প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন প্রতিবেশী দেশ কুয়েতে আক্রমণ চালালে ১৯৯০ সালে সৌদি আরব ও ইরাকের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে ইরানের সঙ্গে পাল্লা দিয়ে আঞ্চলিক ক্ষমতা বিস্তারের জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই ইরাকের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আছে। এর আগে ১৯৯০ সাল থেকে বন্ধ হওয়া ‘আরার’ স্থল সীমান্তও খুলে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে উভয় দেশ। একইসঙ্গে এ মাসে ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি মন্ত্রিসভা। জাগো বাংলা ডেস্ক

জেএসসি পরীক্ষা শুরু কাল

Image
চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামীকাল বুধবার থেকে শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে দেশের ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশব্যাপী ২ হাজার ৮শ’ ৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এর আগে  নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য পরীক্ষার্থীরা ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢুকবে। তারপর প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২ শ’ ৬৪ জন বেড়েছে। পাশাপাশি, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ১শ’টি বাড়ানো হয়...

‘বেচারা পুরুষের কথাও ভাবুন’

Image
ধর্ষণের অভিযোগ ওঠা এক ব্যক্তিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আদালত বলেছেন, পুরুষদের সম্মানের কথা কেউ ভাবে না। সবাই নারীদের অধিকার ও মর্যাদার জন্য লড়াই করছে। আদালত এও বলেন, নারীদের রক্ষায় যে আইন হয়েছে, নারীরা অনেক সময় তার অপব্যবহার করছেন। টিএনএনের খবরে ভারতের নয়াদিল্লিতে যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষাবিষয়ক বিশেষ আদালতের (পিওসিএসও) বিচারক নিবেদিতা অনিল শর্মা এ কথা বলেন। তিনি বলেন, এখন পুরুষদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। বিচারক বলেন, তিনি অভিযোগকারী ও তাঁর মা-বাবার বক্তব্যে অমিল খুঁজে পেয়েছেন। এটিকে বাদীপক্ষের আইনজীবীদের ব্যর্থতা হিসেবে তিনি অভিহিত করেন। আদালত বলেন, তদন্ত ও বিচারপ্রক্রিয়া চলার সময় অভিযোগ ওঠা ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকতে হয়েছে। তাঁকে খালাস দেওয়া হলো। কিন্তু তিনি কী নামে পরিচিত হলেন? তাঁকে সবাই বলবে ধর্ষণের মামলা থেকে খালাস পাওয়া আসামি। এ ক্ষেত্রে বেচারা পুরুষের কথাও ভাবতে হবে। বিচারক বলেন, চাইলে অভিযোগ ওঠা ওই ব্যক্তি বাদীপক্ষের বিরুদ্ধে মানহানি মামলা করতে পারেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর বাড়ি থেকে অপহরণের পর কমবয়সী একটি ...