Posts

Showing posts from October 30, 2018

ভারতে ৬০ তলার সমান উঁচু ভাস্কর্য

Image
সরদার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্য। ছবি: ইন্ডিয়া টুডের সৌজন্যে বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য স্থাপনের গৌরব এখন ভারতের দখলে। দেশটির সাবেক বর্ষীয়ান রাজনৈতিক নেতা ও প্রথম উপপ্রধানমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটি ১৮২ মিটার (৫৯৭ ফুট) উঁচু, যা প্রায় ৬০ তলা ভবনের সমান উঁচু। এর নামকরণ হয়েছে ‘স্ট্যাচু অব ইউনিটি’। জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। ভারতের গুজরাট রাজ্যের সাদু বেট আইল্যান্ডে নর্মদা নদীর পাশে ভাস্কর্যটি নির্মিত হয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু এই ভাস্কর্য দেশটির নতুন এক অনন্য নিদর্শন। এটি বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির প্রায় দ্বিগুণ। সেনাবাহিনীর সঙ্গে তিন হাজারের বেশি শ্রমিক এটি নির্মাণে কাজ করেন। স্বনামধন্য নির্মাণ ও প্রকৌশল কোম্পানি লারসেন অ্যান্ড টাউবরোর (এলঅ্যান্ডটি) ৩০০ প্রকৌশলী এই মানবমূর্তি নির্মাণের সঙ্গে ছিলেন। অনেক অপেক্ষা ও উত্তেজনার পর কাল বুধবার স্ট্যাচু অব ইউনিটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরদার প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীর এই বিশেষ দিনে তাঁর স্মরণে নির্মিত মূর্তিটি উন্মোচন করা হচ্ছে। সরদার বল্লভভাই প্যাটেল ভারত...

এবার পুতিনের সরাসরি নির্দেশে পরমাণু মহড়া!

Image
পরমাণু শক্তিধর দেশ রাশিয়ার সামরিক বাহিনীর পরমাণু ইউনিট দেশটির জলসীমায় গুরুত্বপূর্ণ মহড়া চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে রুশ সেনারা এই মহড়া চালায়। এতে পরমাণু হামলা ও প্রতিরোধের দৃশ্য ফুটে ওঠে। এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দফতর। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা দফতর জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ও সুপ্রিম কমান্ডার-ইন-চিফ ভ্লাদিমির পুতিনের নির্দেশে কৌশলগত পরমাণু বাহিনী মহড়া চালিয়েছে। পরমাণু মহড়ায় দেখা গিছে- রুশ সেনারা ব্যারেন্ট এবং ওখস্তস্ক সমুদ্রের ঘাঁটিতে রাখা সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। এই পরীক্ষার মাধ্যমে রুশ সেনাদের যুদ্ধক্ষেত্রে সময়মতো হামলার সক্ষমতা যাচাই করা হয়েছে। মহড়ায় রাশিয়ার দীর্ঘপাল্লার বিমানও অংশ নেয়। এই বিমান থেকে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ নানা রকমের ক্ষেপণাস্ত্র ও গোলা ছোঁড়া হয়। রুশ প্রতিরক্ষা দফতরের তরফে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্ক সংকেত দেওয়ার ব্যবস্থাগুলো সাবমেরিন থেকে ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র সঠিকভাবে শণাক্ত করতে ও সেসব তথ্য সাফ্যলের সঙ্গে কমান্ড সেন্টারে পাঠা...

নভেম্বরের মাঝামাঝি প্রথম ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

Image
নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গাদের প্রথম দলকে পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ও মিয়ানমার। আজ মঙ্গলবার ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আজ রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত জেডব্লিউজির বৈঠক অনুষ্ঠিত হয়। রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে কতটা অগ্রগতি হলো, তা পর্যালোচনার জন্যই আজ ঢাকায় আলোচনায় বসেছেন দুই দেশের কর্মকর্তারা। এমন এক সময়ে এ আলোচনা হচ্ছে, যখন বাংলাদেশের দেওয়া আট হাজার রোহিঙ্গার তালিকা থেকে ৪ হাজার ৬০০ জনকে শনাক্ত করতে আট মাসের বেশি সময় নিয়েছে মিয়ানমার। মিয়ানমারের কাছে দেওয়া রোহিঙ্গাদের তালিকা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারকে ৮ হাজার ৩২ রোহিঙ্গার তালিকা দেওয়া হয়। এ পর্যন্ত ১৯ দফায় ৪ হাজার ৬০০ জনকে ফেরানোর বিষয়ে মিয়ানমার সম্মতি জানিয়েছে। তালিকায় থাকা ৮ হাজারের মধ্যে ৬ হাজারের বেশি রোহিঙ্গাকে যাচাই-বাছাই করেছে দেশটি। নানা অজুহাতে মিয়ানমার অন্তত দেড় হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি নয়। এদের মধ্যে অন্তত ৫২ জনকে সন্ত্রাসী হিসেবে অভ...

ইতালিতে ঝড়ে ৬ জনের মৃত্যু, সর্বোচ্চ সতর্কতা জারি

Image
ইতালির ভেনিস শহরের তিন চতুর্থাংশ এখন বন্যার পানির নিচে।  বন্যার পানির সঙ্গে আছে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টি।  দুর্যোগপূর্ণ এ আবহাওয়ায় ইতালি জুড়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  রাস্তায় ৫ ফুটের মতো পানি যা ২০০৮ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।  বিভিন্ন শহরে গাছ-পালা ভেঙে রাস্তায় পড়ে থাকায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। দেশটির ছয়টি অঞ্চলে রেড এলার্ট জারি করেছে রোমান সিভিল প্রোর্টেকশন।  অঞ্চলগুলো লম্বারদিয়া, ভেনেতো, ফ্রিওলি ভেনেজিয়া, জুলিয়া, লিগুরিয়া, ত্রেনতিনো আলতো আদিজে এবং আব্রুচ্ছো।  ইতালির অন্যতম পর্যটন কেন্দ্র ভেনিসে এ বছর উচ্চ জলাবদ্ধতা রেকর্ড সৃষ্টি করেছে।  ৭৫ ভাগ পানিতে ভেসে গেছে শহরটি।  বৈরী আবহাওয়ার কারণে স্কুলগুলো বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।  পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বারি শহরের বিমানবন্দরে ফ্লাইটে সমস্যা দেখা দেয়।  তাই লিগুরিয়া থেকে লম্বারদিয়া ও পুলিয়া পর্যন্ত বিভিন্ন রুটের ট্রেন চলাচল ও বিমানের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।  রোমের ইউর এলাকায়...

ভারতের সাতটি প্রকল্পের জন্য ২৮৩ কোটি ডলার ঋণ–সহায়তা দিচ্ছে জাপান

Image
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপান সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও নিরাপত্তা সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেছেন। তবে অতি সম্প্রতি চীনের সঙ্গে জাপানের বৈরী সম্পর্ক নতুন পথে বাঁক নিতে শুরু করায়, বিশেষ করে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা প্রসঙ্গে গতানুগতিক আলোচনার বাইরে খুব বেশি প্রত্যয়ী বক্তব্য জাপানের পক্ষ থেকে উচ্চারিত হয়নি। পরে দুই নেতার উপস্থিতিতে ঋণ–সহায়তা প্রদানসংক্রান্ত বিনিময়পত্র স্বাক্ষরিত হয়। এর আওতায় ভারতের সাতটি প্রকল্পের জন্য মোট ২৮৩ কোটি মার্কিন ডলারের ঋণ দিচ্ছে জাপান। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, জাপান ও ভারতের উন্নত সম্পর্ক সমগ্র বিশ্বের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং শক্তিশালী জাপান যেমন ভারতের জন্য সুবিধা এনে দেবে, একইভাবে শক্তিশালী ভারতও জাপানের জন্য উপকারী বিবেচিত হবে। উত্তরে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি মনে করেন, ভারত ও জাপানের মধ্যে গভীর সম্পর্ক গড়ে না উঠলে এশিয়ার উন্নতি কখনো সম্ভব হবে না। ...

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারের পাইলট ছিলেন ভারতীয়

Image
ইন্দোনেশিয়ার উত্তর জাভা দ্বীপের কাছে সোমবার সমুদ্রে বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ছিলেন এক ভারতীয়। ১১ হাজার ঘণ্টার চেয়েও বেশি উড্ডয়ন অভিজ্ঞা সম্পন্ন ওই পাইলটের নাম ভাবী সুনেজা। তিনি ২০১১ সালে লায়ন এয়ারে যোগ দিয়েছিলেন। এদিকে, উদ্ধারকারী সংস্থার অপারেশনাল ডিরেক্টর সূর্য বামবাং জানিয়েছেন, লায়ন এয়ারলাইন্সের বিমানে ১৮৯ জন আরোহী ছিলেন এবং এদের কেউ বেঁচে নেই বলেই মনে হচ্ছে। কারণ অনেকের লাশ বহুদূরে পাওয়া গেছে। এখন আমাদের জন্য প্রয়োজন হচ্ছে বিমানের মূল ধ্বংসাবশেষ খুঁজে বের করা। জানা যায়, বিমানটির পাইলট সুনেজা খুবই মিষ্টভাষী ব্যক্তি ছিলেন। দুর্ঘটনা মুক্ত প্লেন উড্ডয়নে তার রেকর্ড রয়েছে। সেইসঙ্গে মসৃণভাবে প্লেন চালনায়াও তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল। গতকাল সোমবার সকালে রাজধানী জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পাংকাল পিনাং শহরে যাওয়ার সময় বোয়িং ৭৩৭ বিমানটি ওড়ার ১৩ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। এসময় বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১,১১৩ মিটার উপরে ছিল। সমস্যা বুঝতে পেরে বিমানের পাইলট আবার বিমানটি নিয়ে ফিরে আসতে চেয়েছিলেন এবং কন্ট্রোল টাওয়ার তাকে সে অনুমতিও দিয়েছিল কিন্তু এরপরই তিনি যোগ...

সমুদ্রের নিচে সেই বিমান ও মরদেহের খোঁজে চলছে তল্লাশি

Image
সমুদ্রে ভাসছে সেই বিমানের হতভাগ্য কোনো এক আরোহীর ওয়ালেট লায়ন এয়ার ফ্লাইট জেটি ৬১০ এর ১৮৯ আরোহীর মরদেহ ও বিধ্বস্ত বিমানটির খোঁজে সমুদ্রের পানির নিচে তল্লাশি চালানো হচ্ছে।  গতকাল সোমবার সকালে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমান যেখানে বিধ্বস্ত হয়েছিল সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।  কর্তৃপক্ষ জানিয়েছে, এবার তারা পানির নিচে তল্লাশিতে বেশি গুরুত্ব দিচ্ছেন।  তাদের আশঙ্কা, আরোহীদের কেউ আর বেঁচে নেই।  সোমবার সকালে উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় লায়ন এয়ারের সেই বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।  বিমানটি নিয়ে ফিরে আসতে চেয়েছিলেন পাইলট। এরপরপরই তা সমুদ্রে বিধ্বস্ত হয়।  সূত্র: গার্ডিয়ান  বিডি প্রতিদিন/ফারজানা

জলবায়ুর প্রভাব পর্যবেক্ষণ করতে স্যাটেলাইট পাঠাল জাপান

Image
জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করতে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠিয়েছে জাপান।  জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা) জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৮ মিনিটে দেশটির এইচ-১১এ রকেট নিয়ে স্যাটেলাইটটি তানেগাসিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। এ স্যাটেলাইটটির পুরোটাই আরব আমিরাতে তৈরি। পাঠানোর ১৬ মিনিট পরে এটি জাপানের কক্ষপথ ইবুকি-২তে গিয়ে পৌঁছায়। স্যাটেলাইটটির দাফতরিক নাম গোস্যাট-২ (গ্রিনহাউস গ্যাস অবজারভিং স্যাটেলাইট-২)। এছাড়াও মহাসাগরের ওপরের আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একই দিন যৌথ স্যাটেলাইট পাঠিয়েছে চীন ও ফ্রান্স। প্রথমবারের মতো সম্মিলিতভাবে পাঠানো এ স্যাটেলাইটটি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরীক্ষণ ও ভূমিকম্প পূর্বাভাস দিতে সক্ষম হবে।  বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু

Image
ছবিঃ সংগৃহীত। আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। এতে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেবে। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেবে। এবার জেএসসি-জেডিসির ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষায় অংশ নেবে। মন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালে সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার খোলা রাখলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হবে। এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল...