Posts

Showing posts from March 28, 2018

মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন

Image
তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবার জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সঙ্গে তাদের বৈঠকে দু’পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়ন কিংবা কোন ধরণের সমঝোতা অর্জিত হয়নি। খবর এএফপি’র। বুলগেরিয়ায় ইইউ’র প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ-ক্লদ জাংকারের সঙ্গে এরদোগানের এক ভোজসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিরোধপূর্ণ ইস্যুগুলোর ব্যাপারে উভয় পক্ষই অনড় থাকলে তাদের মধ্যে কোন প্রকার সমঝোতা ছাড়াই বৈঠকটি শেষ হয়। বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ২০১৬ সালে তুরস্কে এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন, সাংবাদিকদের গ্রেফতার, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুর্কি সেনাবাহিনীর অভিযান ও ইউরোপে শরণার্থীদের স্রোত ঠেকাতে আঙ্কারার সঙ্গে করা চুক্তির বিষয়গুলো স্থান পায়।  বৈঠকে দু’পক্ষের মধ্যকার এই মতানৈক্য ও পারস্পরিক অভিযোগ ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগ দেয়ার বিষয়টিকে আরো কঠিন ও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কৃষ্ণ সাগর উপকূলীয় নগরী ভারনায় এই বৈঠক থেকে বড় ধরনের অর্জনের আশা করা হচ্ছিল। ...

ইরাকে নিহত ৩৯ নাগরিকের লাশ ফেরত আনবে ভারত

Image
ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে নিহত ৩৯ ভারতীয় নাগরিকের লাশ দেশে ফিরিয়ে আনবে নয়াদিল্লী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরাকে নিহত এসব নাগরিকের পরিবারের সঙ্গে সোমবার বৈঠককালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এমন আশ্বাস দেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, ‘আগামী এক সপ্তাহের মধ্যে এসব লাশ ভারতে ফেরত আনা হবে। জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী ভি.কে. সিং এ উদ্দেশে ইরাক যাবেন।’  স্বরাজ গত সপ্তাহে ভারতে পার্লামেন্টে বলেন, ২০১৪ সালে মসুল থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে অপহৃত ভারতের ৩৯ নির্মাণ কর্মীর সকলকে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, একটি গণকবর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া। ইত্তেফাক/সেতু

চীন সফরে পরমাণু কর্মসূচি পরিত্যাগের ঘোষণা কিমের

Image
ক’দিন ধরেই গুঞ্জন ছিল গোপনে চীন সফর করছেন কিম জং উন। শেষ পর্যন্ত এই সফরের কথা স্বীকার করেছে দু’দেশের সূত্রগুলো। ২০১১ সালে দায়িত্ব গ্রহণের পর এটিই কিমের প্রথম বিদেশ সফর। সবাই সদিচ্ছা নিয়ে আসলে পরমাণু কর্মসূচি পরিত্যাগের ঘোষণাও দেন উত্তর কোরীয় নেতা।   কিম জং উনের সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সফল আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক অংশীদার চীন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে করণীয় নির্ধারণে কিম এই সফর করলেন। আগামী এপ্রিলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও মে’তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে কিমের।   চীন সফরে উত্তর কোরীয় নেতা পরমাণু কর্মসূচি শর্ত সাপেক্ষে ত্যাগ করতে রাজি হয়েছেন বলেও সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিমকে উদ্বৃত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোরিয়ান উপদ্বীপকে পরমাণুমুক্ত রাখার বিষয়টি সমাধান হয়ে যাবে, যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সদিচ্ছা নিয়ে সাড়া দেয় এবং শান্তি ও স্থিতিশীল পরিবেশ তৈরিতে অঙ্গী...