ইরাকে নিহত ৩৯ নাগরিকের লাশ ফেরত আনবে ভারত

ইরাকে নিহত ৩৯ নাগরিকের লাশ ফেরত আনবে ভারত
ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে নিহত ৩৯ ভারতীয় নাগরিকের লাশ দেশে ফিরিয়ে আনবে নয়াদিল্লী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরাকে নিহত এসব নাগরিকের পরিবারের সঙ্গে সোমবার বৈঠককালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এমন আশ্বাস দেন।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, ‘আগামী এক সপ্তাহের মধ্যে এসব লাশ ভারতে ফেরত আনা হবে। জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী ভি.কে. সিং এ উদ্দেশে ইরাক যাবেন।’ স্বরাজ গত সপ্তাহে ভারতে পার্লামেন্টে বলেন, ২০১৪ সালে মসুল থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে অপহৃত ভারতের ৩৯ নির্মাণ কর্মীর সকলকে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, একটি গণকবর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা