Posts

Showing posts from May 10, 2021

ঈদের আগে বাড়ল সোনার দাম, ভরি ৭১,৪৪২ টাকা

Image
  ঈদের আগে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার অলংকার কিনতে ভরিতে ৭১ হাজার ৪৪২ টাকা দিতে হবে। আজ সোমবার বেলা একটা থেকে সোনার নতুন দর সারা দেশে কার্যকর করেছে তারা। জুয়েলার্স সমিতি আজ বেলা একটার কিছুক্ষণ পর সোনার দাম বাড়ার বিষয়টি জানায়। সর্বশেষ গত ৯ মার্চ প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি। নতুন করে সোনার দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে ডিলাররা চাহিদার বিপরীতে সোনা আমদানি করতে পারছে না। সে কারণে দেশীয় বুলিয়ন বা পোদ্দার মার্কেটে বিশুদ্ধ সোনার (পিউর গোল্ড) দাম বেড়েছে। সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার ...

এভারেস্টে এবার বিভক্তি রেখা টানছে চীন!

Image
  নতুন করে করোনা সংক্রমণ এড়িয়ে চলতে এভারেস্টে চূড়ায় বিভক্তি রেখা টানার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় গতকাল রবিবার বলা হয়, নেপালের দিক থেকে এভারেস্টে ওঠা পর্বতারোহীদের থেকে চীনের তিব্বতের দিয়ে ওঠা আরোহীদের আলাদা করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সম্প্রতি নেপালে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বাড়ছে। নেপালের অংশে এভারেস্টের বেসক্যাম্পে এপ্রিলের শেষ দিক থেকে একের পর এক পর্বতারোহী কোভিড-১৯ 'পজিটিভ' হচ্ছেন। দেশটিতে রাজস্ব আয়ের একটি বড় উৎস বিদেশি পর্বতারোহীরা। তাই সংক্রমণের মধ্যেও পর্বতারোহণ বন্ধ করেনি দেশটির সরকার। জুনে বর্ষা শুরুর আগ পর্যন্ত এভারেস্টে আরোহণের এই মৌসুম চলবে। অন্যদিকে, গত বছর করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই চীন বিদেশি পর্বতারোহীদের তিব্বতের অংশ দিয়ে এভারেস্টে ওঠার অনুমতি দিচ্ছে না। তিব্বতে শেরপাদের একটি ছোট দল এভারেস্টে আরোহণ করে চূড়ায় এ বিভক্তি রেখা টানবেন। কীভাবে এ রেখা টানা হচ্ছে তা পর্যবেক্ষণ করতে ২১ জন চীনা নাগরিক ইতোমধ্যেই তিব্বতের অংশ দিয়ে চূড়ায় যাওয়ার পথে রয়েছেন। তাদের পৌঁছানোর আগেই শেরপারা রেখা টানার ক...