Posts

Showing posts from December 9, 2018

জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত ৩

Image
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভারতের নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত। ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে সেনা ও জঙ্গিদের গুলি বিনিময়কাল অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের ৩ জনই জঙ্গি বলে জানানো হয়। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে ১১ কিলোমিটার দূরে একটি বাড়িতে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণ চালায় সেনারা। সংঘর্ষে তৎক্ষণাৎ ৩ জন জঙ্গি নিহত হয়। এতে ভারতীয় এক সেনা আহত হয় বলে জানানো হয়। আরো পড়ুন:  ​ ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ দেশটির পুলিশ জানায়, অভিযান চলাকালে ওই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। ইত্তেফাক/এসআর

মুম্বাই হামলায় জঙ্গিরাই জড়িত, স্বীকারোক্তি ইমরান খানের

Image
মুম্বাই হামলায় জঙ্গিরাই জড়িত বলে স্বীকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত। নিজেদের স্বার্থেই মুম্বাই হামলার ঘটনার মামলার দ্রুত নিস্পত্তি চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের ভাষ্য, শিগগিরই ওই মামলার নিষ্পত্তি হওয়া উচিৎ। ইমরান খান বলেন, মুম্বাইয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে। আমরাও চাই ওই হামলার জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ১০ জন লস্কর জঙ্গি হামলা চালায়। ওই হামলায় জঙ্গিসহ অন্তত ১৭৪ জন নিহত হয়েছে। আরো পড়ুন:  ট্রাম্পের চাপে পদত্যাগ করছেন কেলি ভারতের অভিযোগ, ওই হামলার মূল হোতা হাফিজ মহম্মদ সইদ, জাকিউর রহমান লকভির মতো লস্কর নেতারা।তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ বহুবার পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান লস্কর নেতাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করেনি বলে দাবি দিল্লির। লস্কর নেতাদের বিরুদ্ধে ভারতে মামলা চললেও পাকিস্তানে অবাধেই ঘুরে বেড়াচ্ছে। গত কাল শনিবার এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমাদের প্রশাসনকে মুম্বাই হামলার মামলা সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছি। মুম্বাইয়ে জঙ্গিরা হাম...