মুম্বাই হামলায় জঙ্গিরাই জড়িত, স্বীকারোক্তি ইমরান খানের
মুম্বাই হামলায় জঙ্গিরাই জড়িত বলে স্বীকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত।
নিজেদের স্বার্থেই মুম্বাই হামলার ঘটনার মামলার দ্রুত নিস্পত্তি চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের ভাষ্য, শিগগিরই ওই মামলার নিষ্পত্তি হওয়া উচিৎ।
ইমরান খান বলেন, মুম্বাইয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে। আমরাও চাই ওই হামলার জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ১০ জন লস্কর জঙ্গি হামলা চালায়। ওই হামলায় জঙ্গিসহ অন্তত ১৭৪ জন নিহত হয়েছে।
আরো পড়ুন: ট্রাম্পের চাপে পদত্যাগ করছেন কেলি
ভারতের অভিযোগ, ওই হামলার মূল হোতা হাফিজ মহম্মদ সইদ, জাকিউর রহমান লকভির মতো লস্কর নেতারা।তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ বহুবার পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান লস্কর নেতাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করেনি বলে দাবি দিল্লির। লস্কর নেতাদের বিরুদ্ধে ভারতে মামলা চললেও পাকিস্তানে অবাধেই ঘুরে বেড়াচ্ছে।
গত কাল শনিবার এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমাদের প্রশাসনকে মুম্বাই হামলার মামলা সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছি। মুম্বাইয়ে জঙ্গিরা হামলা করেছিল। তাই পাকিস্তানের স্বার্থেই ওই মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। আমরাও চাই মুম্বইয়ে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক।
এনিয়ে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়তের বক্তব্য, 'কেউ ঘটনার দায় স্বীকার করলে ভাল। তবে আমরা জানি ওই ঘটনার পিছনে কাদের মদত ছিল। গোটা বিশ্বও সে কথা জানে।'
ইত্তেফাক/এসআর
Comments