Posts

Showing posts from January 5, 2019

সিরিয়া ইস্যুতে নেতানিয়াহুকে যা বললেন পুতিন

Image
ফাইল ছবি সিরিয়া পুর্নগঠনে রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এ কথা বলেন পুতিন।  খবর জেরুজালেম পোস্টের। সিরিয়া ইস্যুতে গত শুক্রবার ফোন দিলে পুতিন নেতানিয়াহুকে তার এ সিদ্ধান্তের কথা জানান। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয় নিয়েও এ দুই নেতার সঙ্গে টেলিফোনে আলাপ হয়। বিডি প্রতিদিন/কালাম

২৭৮ কেজি ব্লুফিন টুনা কেনা হলো ৩১ লাখ ডলারে

Image
নববর্ষে টোকিওতে মাছের বাজারে নিলাম অনুষ্ঠিত হয়। ছবি: বিবিসির সৌজন্যে জাপানের টোকিও শহরে মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলাম হয়েছে। আর সেই নিলামে আগের রেকর্ড ভেঙে দিয়ে চড়া দামে বিশাল টুনা মাছ কিনেছেন সুসি সম্রাট কিয়োশি কিমুরা। তিনি ৩১ লাখ ডলারে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ কিনেছেন।এই প্রজাতির টুনা মাছ এখন বিলুপ্তপ্রায়। কিয়োশি কিমুরা পরিচিত ‘টুনা সম্রাট’ নামে। ২০১৩ সালে তিনি ১৪ লাখ ডলারে নিলামে টুনা মাছ কেনেন। সেটিও ছিল রেকর্ড দাম। তবে এবার নিজের সেই রেকর্ডও ভাঙলেন কিমুরা। সুসি কোম্পানির মালিক কিয়োশি কিমুরা নিলামে চড়া দামে নিয়মিত ভালো টুনা মাছ কিনে থাকেন। নববর্ষের প্রথম প্রহরে এই নিলাম অনুষ্ঠিত হয়। এএফপিকে কিমুরা বলেন, ‘চার ঘণ্টা ধরে দরাদরি করে আমি ভালো টুনা মাছ কিনেছি। যা ভেবেছিলাম, তার চেয়ে দামটা অনেক বেশি। তবে আশা করি, আমার ক্রেতারা এই মাছ পছন্দ করে খাবে।’ ২৭৮ কেজি ওজনের এই টুনা মাছ কিনেছেন কিয়োশি কিমুরা। ছবি: এএফপি সাত থেকে আট বছর ধরে কিমুরা নববর্ষের নিলামে চড়া দামে টুনা মাছ কেনেন। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অনুসারে ব্লুফিন টুনা মাছ খুবই বিরল প্রজাতির। দ্য ইন্টারন্যা...

বছরের পর বছর মার্কিন সরকার অচল রাখার হুমকি ট্রাম্পের

Image
প্রয়োজনে বহু বছর ধরে মার্কিন সরকারে অচলাবস্থের হুমকি দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত। মার্কিন সরকারে অচলাবস্থা নিয়ে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত মেক্সিকো সীমান্তে অর্থ বরাদ্দ দিচ্ছে না এই অচলাবস্থা অব্যাহত থাকবে। খবর সিএনএনের। শুক্রবার কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে মার্কিন সরকারের অচলাবস্থা মাসের পর মাস এমনকি বছর ধরে চলবে। অবৈধ অভিবাসীদের ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুতারোপ করেন ট্রাম্প। এর আগে ট্রাম্প অবৈধ অভিবাসীদের ভয়ংকর সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। ট্রাম্প জানান, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে ৫৬০ কোটি ডলার প্রয়োজন। ট্রাম্প শুক্রবার আরো জানান, সরকারের অচলাবস্থা বহু বছর ধরে সহ্য করতে প্রস্তুত আছেন তিনি কিন্তু মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ার অবস্থান থেকে সরে যাবেন না। অন্যদিকে প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার বর্ষীয়ান ডেমোক্রেট ন্যান্সি পেলোসি বলেন, আমরা প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলতে চাই, সরকারের কার্যক্রম পুরোপুরি চালু না ...

সর্বকনিষ্ঠ মার্কিন এমপি'র নাচের ভিডিও ভাইরাল (ভিডিও)

Image
সংগৃহীত ছবি ৩ জানুয়ারি শপথগ্রহণ করেন মার্কিন কংগ্রেসের সর্বকনিষ্ঠ নারী সদস্য অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কোর্তেজ। শপথ নেয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মার্কিন এমপি'র একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে ভবনের ছাদে নাচতে দেখা গেছে ওকাসিওকে। ভিডিওটি ‘অ্যানোনিমাসকিউ১৭৭৬’ নামের একটি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, এই হলেন আমেরিকার জনপ্রিয় কমি (কমিউনিস্ট), সবাই ভাবছে তিনি কতই না সহজ-সরল এক নারী। ভিডিওটি তার স্কুলজীবনের বলেও উল্লেখ করা হয় এই পোস্টে। এদিকে, গত নভেম্বরে এক সাক্ষাৎকারে ওকাসিও-কোর্তেজ জানান, অর্থের অভাবে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারছেন না তিনি। জানুয়ারিতে নিজের দপ্তরের দায়িত্ব বুঝে পেলে বেতন পাবেন তিনি।  জানা গেছে, ক্লিপটি আট বছর আগে ইউটিউবে পোস্ট করা চার মিনিট ২০ মিনিটের একটি ভিডিওর অংশ। ১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর অনুকরণে বোস্টন ইউনিভার্সিটির (বিইউ) একদল শিক্ষার্থী এই নাচের দৃশ্যে পারফর্ম করেন।  ভিডিও দেখতে  ক্লিক  করুন বিডি-প্রতিদিন/বাজিত হোসেন