Posts

Showing posts from April 22, 2018

ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড

Image
ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণের শিকার হলে অপরাধীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। শনিবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ-সংক্রান্ত জরুরি নির্বাহী আদেশ সই হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। ভারতে ধর্ষণের বিরুদ্ধে চলমান বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিশু ধর্ষণকারীর এই শাস্তির ব্যবস্থা করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভায় এই নির্বাহী আদেশ স্বাক্ষরিত হলো। নারী ও শিশু উন্নয়নবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী গত সপ্তাহে শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এমন ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রস্তাব পাঠানো হয় মন্ত্রিসভায়। ভারতে এতদিন শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি ছিল সাত বছরের কারাদণ্ড। মোদি সরকার চলতি বছরের শুরু পর্যন্ত শাস্তি বাড়ানোর বিপক্ষে ছিল। জানুয়ারিতে কেন্দ্রীয় আইন কর্মকর্তা সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, ‘মৃত্যুদণ্ডই সবকিছুর জবাব হতে পারে না।’ সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর আট বছরের...

এইচএসসির স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ মে

Image
প্রতীকী ছবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্থগিতের পর ঢাকা বোর্ড পরীক্ষার নতুন এ তারিখ নির্ধারণ করে।  রবিবার নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে ভূগোল প্রথম পত্রের প্রশ্নের পরিবর্তে স্থানীয় ট্রেজারি থেকে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়। স্থানীয় জেলা প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহবার হোসাইন পরীক্ষা স্থগিত করেন।  অভিন্ন পদ্ধতিতে এ পরীক্ষা আয়োজিত হওয়ায় আগামীকাল সোমবারের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে বলে তিনি জানান।  এদিকে, এ ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি স্থানীয় জেলা প্রশাসক ও অন্যটি ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের অধীনে হবে। এ কমিটি নেত্রকোনার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে কীভাবে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেয়া হলো তা খতিয়ে দেখবে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে ...

মাতাল অবস্থায় বিয়ে করতে এসে বউ ছাড়া ফিরতে হলো বরকে

Image
মদ খেয়ে মাতাল হয়ে বিয়ে করতে এসে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে বর ভূধর সহিস। বিয়ে বাড়িতে হবু মাতাল বর তাণ্ডব করায় বেঁকে বসেন কনে। পরে বউ ছাড়াই বাড়ি ফিরতে হয় ভূধর সহিসকে। বৃহস্পতিবার রাতে ভারতের বাঁকুড়া জেলার তেলকল পাড়ায় বিয়ে করতে এসেছিলেন পুরুলিয়ার ভূধর সহিস। ভূধর পেশায় স্কুলশিক্ষক।  সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না মাতাল ভূধর।  মাতাল অবস্থায় তিনি লাথি মেরে বিয়ের পিঁড়ি ফেলে দেন। গালিগালাজ করতে থাকেন পুরোহিতকে। বলে থাকেন, বিয়ের আচার-অনুষ্ঠান তার পছন্দ নয়। বউ নিয়ে সেই মুহূর্তে বাড়ি ফেরার জন্য বায়না ধরেন বর ভূধর। হবু বরের এমন কীর্তি দেখে বিয়ে করতে বেঁকে বসে কনে। এমন ছেলেকে তিনি কিছুতেই বিয়ে করবেন না বলে জানিয়ে দেন পাত্রী। শেষপর্যন্ত মাতাল পাত্রের তাণ্ডব থামাতে খবর দেয়া হয় থানায়। পুলিশ এসে ভূধর সহিস ও তার এক ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। বিয়ে করতে এসে শেষমেশ একা খালি হাতেই ফিরতে হয় বরকে। ইত্তেফাক/ইউবি

ফিলিস্তিনি সেই বিজ্ঞানীর হত্যাকাণ্ডে ২ ককেশীয় জড়িত

Image
ড. ফাদি আল বাচ মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিজ্ঞানী ড. ফাদি আল বাচ হত্যাকাণ্ডে দুই ককেশীয় ব্যক্তি জড়িত। খবর  রয়টার্সের। আহমাদ জাহিদ হামিদি বলেন, সেই দুই ব্যক্তি এক বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। সবদিক বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে। অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তদন্ত চলবে। তদন্তের অগ্রগতি নিয়ে হালনাগাদ সব তথ্য জানানো হবে বলেও ঘোষণা দিয়েছেন আহমাদ জাদিদ। এ সময় যথাসম্ভব দ্রুত দুই খুনিকে শনাক্ত করতে ইন্টারপোল ও এশিয়ানপোলের সঙ্গে তার মালয়েয়িশার পুলিশ কাজ করছে বলে জানান উপপ্রধানমন্ত্রী। উল্লেখ্য, কুয়ালালামপুরের সেটাপাকে শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হলে মোটরসাইকেলে চড়ে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে ১০টি গুলি ছুড়ে। বিজ্ঞানী ড. ফাদিকে হত্যা করে। ৩৫ বছর বয়সী এ ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরাইলের দখলদারি থেকে নিজ মাতৃভূমিকে মুক্ত করার সংগ্রামে জড়িত ছিলেন। তিনি ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাসের জ্যেষ্ঠ সদস্য। বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর