Posts

Showing posts from March 5, 2018

ভিয়েতনামে চার দশক পর মার্কিন রণতরি

Image
ছবি: রয়টার্স যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরি কার্ল ভিনসন ঐতিহাসিক যাত্রা শুরু করেছে ভিয়েতনামে। ১৯৭৫ সালে শেষ হওয়া ভয়াবহ ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন রণতরি পূর্ব এশিয়ার এই দেশের বন্দরে ভিড়বে। ভিয়েতনামের বন্দর শহর ডানাংয়ে আজ সোমবারই ভিড়বে কার্ল ভিনসন। ভিয়েতনাম যুদ্ধের সময় এ বন্দরেই মার্কিন বাহিনী প্রথম গিয়ে পৌঁছায়। তাই এবার কার্ল ভিনসনের এ যাত্রা ভিন্ন এক তাৎপর্য বহন করছে। ভিয়েতনামিদের কাছে সেই যুদ্ধ ‘আমেরিকান ওয়ার’ নামে পরিচিত। ভিয়েতনাম সরকারের হিসাব অনুযায়ী, ওই যুদ্ধে কয়েক লাখ বেসামরিক নাগরিক এবং কমিউনিস্ট গেরিলা নিহত হয়। অন্যদিকে, ৫৮ হাজার মার্কিন সেনা নিহত বা নিখোঁজ হয়। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছিল ভিয়েতনামের। তবে দুই দেশের মধ্যে এখন সামরিকসহ নানা খাতে যোগাযোগ বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন, এই যাত্রার মাধ্যমে চীনকে একটি বার্তা দেওয়া হচ্ছে। দক্ষিণ চীন সাগর নিয়ে সৃষ্ট বিতর্কের ফলেই এই বার্তা। দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজের বলে দাবি করে চীন। তবে এ সাগর নিকটবর্তী দেশগুলোর কয়েকটি এখানে নিজেদের মালিকানা দাবি করে আসছে। এর মধ্যে ভিয়েতনাম...

ভালোবাসার ক্ষেত্রে বয়স একটা সংখ্যা মাত্র

Image
রবি ঠাকুরের ভাষায় ‘পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই।  প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই’। আর ভালোবাসা হয়ে থাকে অন্ধ। এটি কখনও সঙ্গীর বয়স দেখে হয় না। হতে পারে ছেলেটির বয়স ৩১ আর মেয়েটির ২৫ বছর। কিন্তু তারা তাদের ভালোবাসার রসায়ন তৈরির মাধ্যমে পৃথিবীতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। আবার অনেক কাপলের ক্ষেত্রে বয়সের পার্থক্য ১০ বছরের বেশি হলেও তাদের মধ্যে অনেক সুন্দর সম্পর্ক হয়ে থাকে। কিন্তু প্রশ্ন একটাই আপনার বয়সের সঙ্গে আপনার সঙ্গীর বয়সের উপযুক্ততা আছে কি? বয়সের পার্থক্য কোনো সম্পর্কের ক্ষেত্রে কোন ধরণের ভূমিকা পালন করে থাকে তা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এগুলো হলো- ম্যাচুরিটি না থাকলে কিছু করার থাকে না এমন অনেক দম্পতি আছেন যাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। তবে স্বামী, স্ত্রীর থেকে ১৫ বছরের বড়। তাদের এই বিয়ের উপযুক্ততা নিয়ে প্রত্যেকেই সন্দিহান থাকেন। অনেককেই নানা কথা বলতে শোনা যায়। কিন্তু বিয়ের ২০ বছর পর স্ত্রীকে নিরাপদের সঙ্গে বলতে শোনা গেছে, সম্পর্কের ক্ষেত্রে বয়স শুধুই একটা সংখ্যা। অল্প বয়স্ক অনেকেই ম্যাচু...

কাশ্মীরে চেকপোস্টে গুলিতে পাঁচজন নিহত

Image
ছবি অনলাইন ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাঁচ কাশ্মীরি নিহত হয়েছে। নিহতরা বিচ্ছিন্নতাবাদী ও তাদের সহযোগী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রাতে এ ঘটনায় চারজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছিল। তবে আজ সকালে নিকটবর্তী এলাকায় আরেকজনের মৃতদেহ পাওয়া যায়। ঘটনার সময় নিরাপত্তা বাহিনী একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেছিল। এতে একটি সন্দেহভাজন গাড়িকে থামার জন্য সংকেত দেওয়া হলে গাড়িটি থেকে নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে গুলি করা হয়। এরপর পাল্টা গুলিতে গাড়িতে থাকা কাশ্মীরিরা নিহত হয়। গতকাল রবিবার রাত ৮টার দিকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এ ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজনকে সন্ত্রাসী ও অন্যরা তাদের সহযোগী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহত ‘সন্ত্রাসীকে’ শাহিদ আহমদ দার বলে শনাক্ত করা হয়েছে। তিনি সোপিয়ানের বাসিন্দা। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গাড়িতে থাকা ওই তিন ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স (ওজিডব্লিউএস) বা সহযোগী ওই সন্ত্রাসীর সঙ্গে ছিল, তাদেরও মৃত পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্...

ত্রিপুরায় নতুন সরকারের শপথ ১০ মার্চ

Image
বিপ্লব কুমার দেব। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার শপথ নেবে ১০ মার্চ। সেদিন সন্ধ্যায় কয়েক লাখ মানুষের সামনে শপথ গ্রহণ করে ‘উন্নত ত্রিপুরা’ গড়ার প্রতিশ্রুতি দেবেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। রাজ্য রাজনীতিতে একেবারে আনকোরা বিপ্লবকে সামনে রেখেই বিজেপি নির্বাচনটা লড়েছিল। কিন্তু তা হলেও আনুষ্ঠানিকভাবে তাঁকে মুখ্যমন্ত্রী এখনো ঘোষণা করা হয়নি। এই কাজটা সারতে কাল মঙ্গলবার দিল্লি থেকে আগরতলা যাচ্ছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি ও জুয়েল ওরাঁও। নির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের পছন্দের ব্যক্তির নাম তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন। বিজেপির সংসদীয় বোর্ড তারপর আনুষ্ঠানিক বৈঠক ডেকে তা চূড়ান্ত করবে। বিজেপির জোটসঙ্গী ‘ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা অবশ্য গত রোববার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, উপজাতিদের সমর্থন ছাড়া বিজেপির ত্রিপুরাজয় সম্ভব হতো না। তাই তাঁরা চান উপজাতি সমর্থনকে সম্মান জানিয়ে তাদেরই মধ্য থেকে নির্বাচিত কাউকে রাজ্যের মুখ্যমন্ত...

তুরস্কে নিরাপত্তা হুমকির কারণে মার্কিন দূতাবাস বন্ধ

Image
তুরস্কের রাজধানী আঙ্কারায় নিরাপত্তা হুমকির কারণে সোমবার মার্কিন দূতাবাস বন্ধ থাকছে। মার্কিন মিশনের ওয়েবসাইটে একথা জানানো হয়। খবর এএফপি’র। ২০১৩ সালে দেশটিতে মার্কিন দূতাবাসে আত্মঘাতী বোমা হামলায় তুরস্কের এক নিরাপত্তা কর্মী নিহত হয়। কট্টর একটি বামপন্থী গ্রুপ এ হামলা চালানোর দাবি করে। একাধিক ইস্যু নিয়ে বিশেষ করে সিরিয়ান কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজে) সিরিয়ান কুর্দিশ মিলিশিয়াদের যুক্তরাষ্ট্রের অস্ত্র দেয়া প্রশ্নে ন্যাটোর মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। সিরিয়ার পশ্চিমাঞ্চলে ওয়াইপিজে’র শক্তিশালী ঘাঁটি আফ্রিনে তাদের বিরুদ্ধে গত ২০ জানুয়ারি আঙ্কারা অভিযান শুরু করে। তুরস্ক ওয়াইপিজে’র সাথে কাজ করা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহবান জানিয়েছে। এদিকে তুর্কি অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। বাসস।  ইত্তেফাক/আনিসুর

তমব্রু সীমান্তে আরো সৈন্য বাড়িয়েছে মিয়ানমার কাঁটাতারের কাছে অস্ত্রশস্ত্র নিয়ে সৈন্য ও বিজিপির টহল

Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়ে আবারো উত্তেজনা ছড়াচ্ছে মিয়ানমার। গতকাল রবিবার কাঁটাতারের বেড়ার কাছেই অস্ত্রশস্ত্র নিয়ে টহল দিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনারা। এর আগে সীমান্তের কাছাকাছি মিয়ানমারের অতিরিক্ত সেনা সমাবেশের প্রতিবাদ জানায় বাংলাদেশ। গত শুক্রবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সে কথা রাখেনি মিয়ানমার। উপরন্তু সৈন্য সংখ্যা বাড়িয়ে নতুন করে সীমান্তে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। তবে নতুন করে বাংলাদেশ সীমান্তে বিজিবি’র কোনো জনবল বাড়ানো হয়নি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা। প্রশাসন, বিজিবি ও স্থানীয়রা জানায়, গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নৃশংস অভিযান ও হত্যাযজ্ঞের মুখে পালিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু কোনাক খালের পাড়ে শূন্যরেখায় আশ্রয় নেয় প্রায় ৬ হাজার রোহিঙ্গা। এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে কয়েকবারই প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। কিন্তু ...