ভালোবাসার ক্ষেত্রে বয়স একটা সংখ্যা মাত্র
রবি ঠাকুরের ভাষায় ‘পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই’। আর ভালোবাসা হয়ে থাকে অন্ধ। এটি কখনও সঙ্গীর বয়স দেখে হয় না। হতে পারে ছেলেটির বয়স ৩১ আর মেয়েটির ২৫ বছর। কিন্তু তারা তাদের ভালোবাসার রসায়ন তৈরির মাধ্যমে পৃথিবীতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। আবার অনেক কাপলের ক্ষেত্রে বয়সের পার্থক্য ১০ বছরের বেশি হলেও তাদের মধ্যে অনেক সুন্দর সম্পর্ক হয়ে থাকে। কিন্তু প্রশ্ন একটাই আপনার বয়সের সঙ্গে আপনার সঙ্গীর বয়সের উপযুক্ততা আছে কি?
Comments