Posts

Showing posts from November 15, 2019

অবশেষে দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার সেই সুমি

Image
অবশেষে দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তার। শুক্রবার সকাল সাড়ে ৭টায় এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সুমি।  একইসঙ্গে, সৌদি আরব থেকে দেশে ফিরেছেন নির্যাতিত আরও বেশ কিছু গৃহকর্মী।  এদিকে, দেশে ফেরার পর সংবাদমাধ্যমের অগোচরেই বিমানবন্দর ত্যাগ করেন সুমি। তার স্বামী নূরুল ইসলাম বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন। পরে  ব্র্যাকের কর্মীরা জানান, সুমি ফ্লাইট থেকে নেমে টার্মিনাল-১ দিয়ে বাড়ি চলে গেছেন। কিন্তু তার স্বামী ও গণমাধ্যম কর্মীরা টার্মিনাল-২ এ সুমি ও অন্য নির্যাতিত নারীদের জন্য অপেক্ষা করছিলেন। বিডি প্রতিদিন/কালাম

বাংলাদেশ-অষ্ট্রেলিয়া বাণিজ্য সম্মেলনের উদ্বোধন

Image
সিডনিতে বাংলাদেশ-অষ্ট্রেলিয়া বাণিজ্য সম্মেলন উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাংলাদেশ হাইকমিশন ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও গত এক দশকে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬% এর বেশি রাখার বিষয়টি তুলে ধরে বস্ত্র শিল্প, কৃষি পণ্য ছাড়াও শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং আর্থিক সেবা খাতে অষ্ট্রেলিয়া বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের সম্ভাবনা ও বাধাসমূহ চিহ্নিত করা এবং তা দূরীকরণের  উপায় নির্ধারণের লক্ষ্যে সিডনিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ বাংলাদেশ অষ্টেলিয়া প্রথম বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে। এতে অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্পপতি, সরকারি কর্মকর্তাগণ গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।  বিডি প্রতিদিন/ফারজানা

বিদেশিরা স্থায়ীভাবে থাকতে পারবেন সৌদিতে, যেভাবে মিলবে সুযোগ

Image
ছবি : সংগৃহীত advertisement ভিসা নীতিতে যুগান্তরকারী পরিবর্তন এনে বিদেশিদের সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছে দেশটির সরকার। ইতিমধ্যে ১৯ দেশের ৭৩ জন নাগরিককে ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ দেওয়া হয়েছে।  গত সোমবার দেশটির রাষ্ট্রীয় এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া ৭৩ জনের মধ্যে ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার ও চিকিৎসক রয়েছেন। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই কোটি টাকার মতো বিনিয়োগ করলে যেকোনো দেশের নাগরিককে স্থায়ী বসবাসের অনুমতি পাবেন সৌদিতে। এ ছাড়া বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ টাকার মতো বিনিয়োগ করলে এক বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হচ্ছে, যা পরের বছরে নতুন বিনিয়োগের শর্তে নবায়নযোগ্য। তবে যারা সৌদিতে বিনিয়োগ করবেন, তাদের কোনো কফিলের অধীনে থাকতে হবে না। এই ধরনের ভিসা প্রাপ্তারা নিজেদের পরিবার নিয়ে থাকার সুযোগ পাবেন। সৌদি নাগরিকদের জন্য বরাদ্দ কিছু সুবিধাও তারা বিমানবন্দরগুলোতে পাবেন। ২১ বছরের কম বয়সীরা এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না। আবেদনকারীরা শুধু নিজেদের আর্থিক সক্ষমতা প্রমাণাদি দাখিল করার মাধ্যমেই...

ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Image
ছবি : ডয়েচে ভেলে advertisement ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ১৭ মিনিটে উত্তর মালাকু প্রদেশে এই ভূমিকম্প আঘাত আনে। এর ফলে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে। জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো তেরনাতে উপকূলীয় শহর থেকে ১৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে মালাকু সমুদ্রে।তবে এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। তেরনাতে এলাকায় ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়ি-ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা স্থানীয় সময় শুক্রবার লোকজনকে সমুদ্র সৈকত থেকে দূরে অবস্থানের জন্য সতর্ক করেছে। গত বছর মালাকুর পশ্চিমে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে পালু শহর বিধ্বস্ত হয়। ভূমিকম্পের পর শহরটিতে সুনামি আঘাত হানে।

৯ বছরেই স্নাতক ডিগ্রি!

Image
লরেন্ট সিমন্স advertisement মাত্র ৯ বছর বয়সেই স্নাতক ডিগ্রি অর্জনের করতে যাচ্ছে বেলজিয়ামের এক শিশু। লরেন্ট সিমন্স নামে এই শিশু আইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (টিইউই) ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন। সব স্বাভাবিক থাকলে ডিসেম্বরেই তার স্নাতক সম্পন্ন হবে। যার মধ্য দিয়ে তিনি সবচেয়ে কম বয়সে স্নাতক ডিগ্রিধারী হওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছেন। বর্তমানে এই গৌরবের মালিক যুক্তরাষ্ট্রের মাইকেল কেভিন কার্নি। যিনি ১০ বছর বয়সে ইউনির্ভাসিটি অব আলাবামা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতক শেষ হওয়ার পর লরেন্টের একই বিষয়ে পিএইচডি প্রোগ্রাম শুরু করার পরিকল্পনা রয়েছে। আবার চিকিৎসা বিজ্ঞানেও পড়াশোনা করার কথা ভাবছেন বলে তার বাবা সিএনএনকে জানিয়েছেন। শিক্ষকরা তাকে এক কথায় ‘অসাধারণ’ বলে আখ্যায়িত করেছেন। প্রথমে তার দাদা-দাদী এবং পরে স্কুলের শিক্ষকরা তার অসাধারণ মেধার বিষয়টি বুঝতে পারেন বলে তার মা সিএনএনকে বলেন। লরেন্ট বলেন, তার প্রিয় বিষয় ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং কিন্তু ভবিষ্যতে তিনি চিকিৎসা বিজ্ঞান নিয়েও কিছুটা লেখাপড়া করতে চান। লরেন্টের বাবা-মা তার শৈশব এবং তার ...

কাশ্মীরকে ইন্টারনেট দিতে চেয়ে হাসির খোরাক পাকিস্তানের মন্ত্রী

Image
১০০ দিনের বেশি সময় কেটে গেছে। কাশ্মীরে এখনও স্বাভাবিক হয়নি ইন্টারনেট পরিষেবা। এই অবস্থায় সেখানে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা জানান পাকিস্তানের বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফওয়াদ হুসেন চৌধুরী। খবর কলকাতা টাইমস এর। তিনি জানান, এখনকার দিনে ইন্টারনেট পরিষেবা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তিনি পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো’কে নির্দেশ দিয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা চালু করা যায় কিনা তা খতিয়ে দেখার। মন্ত্রীর এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়। নেটিজেনরা পাকিস্তানের বিজ্ঞান মন্ত্রীর মন্তব্য লুফে নেন। নতুন হাসির খোরাক পেয়ে জমিয়ে শুরু হয় ফাওয়াদ চৌধুরীকে নিয়ে ট্রোলিং। স্যাটেলাইট থেকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার যুক্তি শুনে হেসে লুটোপুটি নেটিজেনরা। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এই হল নয়া পাকিস্তান। মানুষ পাকিস্তানের মন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে স্যাটেলাইট থেকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার যুক্তি শুনে। আর ইনি হলেন সেদেশের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী।  এছাড়া আরও অনেক টুইটে ফাওয়াদ ...

২০ লাখ টাকার ব্যাগ ফেরত দিলেন রিকশাচালক

Image
বগুড়ায় ভুলে রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফেরত পেলেন সার ব্যবসায়ী। শুক্রবার সকাল ৭টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে সার ব্যবসায়ি রাজীব প্রসাদ রিকশাযোগে সাতমাথায় নামেন। এসময় তার কাছে থাকা ব্যাগের মধ্যে ২০ লাখ টাকার একটি ব্যাগ ভুলে রিকশায় ফেলে চলে যান। পরে মনে হলে তিনি রিকশা চালককে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন। থানা পুলিশ খবর পেয়ে রিকশা চালককে খোঁজ করতে থাকে। অপর দিকে টাকার ব্যাগ পাওয়া রিকশা চালক শহরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে লাল মিয়াও (৫৫) শহরের বিভিন্ন স্থানে টাকার মালিককে খুঁজতে থাকে। টাকার মালিককে না পেয়ে লাল মিয়া টাকাগুলো বাড়িতে রেখে আবারো টাকার মালিক রাজীব প্রসাদকে খুঁজতে থাকে। এদিকে থানা পুলিশ খোঁজ করার এক পর্যায়ে সিসি ক্যামেরা থেকে রিকশা চালক লাল মিয়ার ছবি সংগ্রহ করে অন্যান্য রিকশা চালকদের মাধ্যমে তার মোবাইল নাম্বার ও পরিচয় বের করে। থানা পুলিশ মোবাইলে যোগাযোগ করলে লাল মিয়া জানায় টাকাগুলো তার বাড়িতে হেফাজতে আছে। পরে বাড়িতে গিয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম এর উপস্থিতিতে মালিকের কাছে হস্তান্তর করা হয়। টাকা...

সেই আমবাগানে হচ্ছে পাখির স্থায়ী বাসা

Image
বাগানে কয়েক হাজার পাখির বাসা রয়েছে। ছবি: প্রথম আলো রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের সেই আমবাগানে পাখির স্থায়ী আবাসন গড়ার ব্যবস্থা হচ্ছে। কৃষি মন্ত্রণালয় থেকে রাজশাহীর জেলা প্রশাসককে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণ ও গাছের মূল্য নির্ধারণ করা হচ্ছে। আগামী দুই-একদিনের মধ্যেই এই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের আমবাগানে শামুকখোল পাখিরা বাসা বেঁধেছে। গত চার বছর ধরে তারা এই বাগানে বর্ষার শেষে এসে বাচ্চা ফোটায়। শীতের শুরুতে বাচ্চারা উড়তে শিখলে বাচ্চাদের নিয়ে চলে যায়। এই বাগানে পাখিদের জন্য স্থায়ীভাবে অভয়ারণ্য করে দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে ৫ নভেম্বর প্রতি বছর পাখির বাসার জন্য বছরে ৩ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে গত বুধবার রাজশাহী জেলা প্রশাসকের কাছে ফের এই প্রস্তাব পাঠানো হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, গত বুধবার কৃষি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে তাঁর কথা হয়েছে। পাখিদের জন্য যাতে ...

ঝরনায় সেলফি তুলতে গিয়ে ফরাসি যুবকের মৃত্যু

Image
ঝরনায় সেলফি তুলতে গিয়ে এক ফরাসি যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পর্যটনপ্রেমীদের পছন্দের দেশ থাইল্যান্ডে। সেলফি তোলার সময় পা পিছলে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন ৩৩ বছর বয়সী এক ফরাসি পর্যটক। শুক্রবার থাই পুলিশের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে থাইল্যান্ডের বিখ্যাত পর্যটন স্থান কো সামুই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন ওই ফরাসি যুবক। সঙ্গে ছিল তার বন্ধুও। সেই দ্বীপের ‘না মুয়েং ২’ ঝরনার ওপরে উঠে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে প্রাণ হারান তিনি। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির ট্যুরিস্ট পুলিশ। ফুভাডল ভিরিয়াভারাংকুলু নামে এক ট্যুরিস্ট পুলিশ বলেন, এর আগে গত জুলাইয়েও একই স্থান থেকে পড়ে গিয়ে এক স্পেনিশ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এই জায়গাটি অনেক পিচ্ছিল বলে পর্যটকদের সাবধান করতে এখানে ‘বিপদজনক’ চিহ্ন দেওয়া ছিল। কিন্তু সেখানেই সেলফি তুলতে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। বিশ্বের পর্যটকদের কাছে ভ্রমণের জন্য নিরাপদ দেশ হিসেবে বিবেচিত থাইল্যান্ড। প্রতি বছর প্রায় সাড়ে তিন কোটি পর্যটক দেশটিতে ভ্রম...

সিরিয়ার উত্তরাঞ্চলে ঘাঁটি নির্মাণ শুরু করেছে তুর্কি বাহিনী

Image
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি সামরিক ঘাঁটি নির্মাণের কাজ শুরু করেছে তুরস্কের সেনারা। সিরিয়ার ওই অঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কয়েক সপ্তাহ পর ঘাঁটি নির্মাণের পদক্ষেপ নিল তুরস্ক। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, হাসাকা প্রদেশের আল-আইন শহরের দক্ষিণ পাশে আল-হাওয়াস এলাকায় ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। ঘাঁটি নির্মাণের আগে তুরস্কের সেনা এবং তাদের সিরিয় মিত্র গেরিলারা এলাকায় আকস্মিক অভিযান চালায় এবং এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানিয়েছে, তুর্কি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে সিরিয়ার উত্তরাঞ্চলে বেসামরিক লোকজন বিক্ষোভ করলে তাদের ওপর তুর্কি সেনারা গুলি চালায়। এতে দু জন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। গুলির মুখে সিরিয়ার লোকজন তুর্কি সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখে এবং তাদের উপর পাথর ও জুতো ছুঁড়ে মারে। এদিকে, তুরস্ক সীমান্তে সিরিয়ার সরকারি সেনা মোতায়েন এবং তাদের অবস্থান জোরদার করা অব্যাহত রেখেছে দামেস্ক সরকার। তু...

ইউএনও’র ভয়ে পিয়াজের দাম কমল কেজিতে ৩০ টাকা

Image
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা শারমিন আখতার পিয়াজের বাজারে অভিযান শুরু করলে মুহূর্তেই কেজিতে কমে গেল ৩০ টাকা। শুক্রবার দুপুরে উপজেলার রণবাঘা ও ওমরপুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়।  গত কয়েক সপ্তাহ ধরে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে পিয়াজের দাম বাড়িয়ে বর্তমানে ২১০ টাকা দরে বিক্রি করে আসছেন স্থানীয় খুচরা ব্যবসায়ীরা। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার হঠাৎ রণবাঘা ও ওমরপুর হাটে অভিযানে যান। এতে নিমিষেই প্রতি কেজি পিয়াজ ২১০ টাকা থেকে কমিয়ে ১৮০ টাকা বিক্রি শুরু হয়। কেজিতে ৩০ টাকা কম হওয়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এই কমতি দাম বেশিক্ষণ স্থায়ি হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার অভিযান শেষ করে যাওয়ার পরই ফের বাড়তি দামে বিক্রি শুরু করে ব্যবসায়ীরা। যার ফলে বেশির ভাগ ক্রেতা মলিন মুখে পিয়াজ না কিনে ফিরে যান। দাম কেন বেড়েছে জানতে চাইলে বিক্রেতা আব্দুল মোমিনসহ অন্যরা জানান, বাজারে ভারতীয় পিয়াজ নেই। দেশি পিয়াজের মজুদও প্রায় শেষ। তাই দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছ...

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

Image
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। শুক্রবার ভোরে ৭ দশমিক ১ এই ভূমিকম্প দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের উত্তরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা সুনামি সতর্কতা জারি করে লোকজনকে সমুদ্র সৈকত থেকে দূরে অবস্থানের জন্য আহ্বান জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, তেরনাতে উপকূলীয় শহর থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৫ কিলোমিটার। তেরনাতে এলাকায় ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা বাড়ি-ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। সূত্র: আল-জাজিরা বিডি প্রতিদিন/কালাম