তামিমের সেঞ্চুরি
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এদিন ব্যাট হাতে জ্বলে উঠেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ১৪টি বাউন্ডারিতে ১০৬ বলে ১০১ রানে করেন বাঁ-হাতি এই তারকা। এরআগে আরও একটি রেকর্ড গড়ের তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান এখন তার। টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। নিষেধাজ্ঞার কারণে আপাতত খেলার বাইরে তিনি। সাকিব জিম্বাবুইয়ানদের বিপক্ষে ৪২ ইনিংসে করেন ১৪০৪। ৪০ ইনিংসে তাকে ছাড়িয়ে গেছেন তামিম। মঙ্গলবার তিনি ১৩৯৮ রান নিয়ে খেলা শুরু করেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ