Posts

Showing posts from March 3, 2020

তামিমের সেঞ্চুরি

Image
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এদিন ব্যাট হাতে জ্বলে উঠেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ১৪টি বাউন্ডারিতে ১০৬ বলে ১০১ রানে করেন বাঁ-হাতি এই তারকা।  এরআগে আরও একটি রেকর্ড গড়ের তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান এখন তার। টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। নিষেধাজ্ঞার কারণে আপাতত খেলার বাইরে তিনি। সাকিব জিম্বাবুইয়ানদের বিপক্ষে ৪২ ইনিংসে করেন ১৪০৪। ৪০ ইনিংসে তাকে ছাড়িয়ে গেছেন তামিম। মঙ্গলবার তিনি ১৩৯৮ রান নিয়ে খেলা শুরু করেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

রাজধানীতে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

Image
ফাইল ছবি রাজধানীতে হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। সকালে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।  আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। হালকা বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে সকালে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে।   বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

ইন্দোনেশিয়ায় অগ্ন‌্যুৎপাত, সতর্কতা জারি

Image
সংগৃহীত ছবি ইন্দোনেশিয়ায় জাভা উপদ্বীপের কেন্দ্রস্থল যোগীকার্তা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মেরাপি আগ্নেয়গিরি থেকে অগ্ন‌্যুৎপাতের সৃষ্টি হয়েছে। এতে আকাশে ছাই ছড়িয়ে পড়েছে। ওই এলাকার আকাশসীমা ব‌্যবহারে এয়ারলাইন্সগুলোকে সতর্কতা হিসেবে রেড অ‌্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।  এ ব্যাপারে দেশটির ভূতাত্ত্বিক বিপর্যয় প্রযুক্তি গবেষণা এবং উন্নয়ন সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন‌্যুপাতের পর আকাশে কালো ছাই ছড়িয়ে পড়ায় পাইলটদের সতর্ক করে বিষয়টি জানানো হয়েছে। তবে শেষ খবর পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। গ্রামবাসী এখনও তাদের নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রধান। তবে গ্রামবাসী বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলেও জানান গ্রামপ্রধান মারওতো। উল্লেখ্য, এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মেরাপি আগ্নেয়গিরি থেকে অগ্ন‌্যুৎপাতের ঘটনা ঘটে। সে সময় শুধুমাত্র ‘পর্যবেক্ষণ সতর্কতা’ জারি করা হয়।  বিডি প্রতিদিন/ ওয়াসিফ

শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে ভারতীয় হাই কমিশনের শোক প্রকাশ

Image
শুদ্ধানন্দ মহাথের (ফাইল ছবি) রাজধানীর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ও সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাই কমিশন। মঙ্গলবার ভারতীয় হাই কমিশন এক বার্তায় এ শোক প্রকাশ করে। শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনা করছি।’ এর আগে মঙ্গলবার সকালে ভদন্ত শুদ্ধানন্দ মহাথের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ায় এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া।  বিডি প্রতিদিন/আরাফাত

ইসরায়েলের নির্বাচনে বিজয় দাবি নেতানিয়াহুর

Image
বেনইয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স ইসরায়েলের সাধারণ নির্বাচনে বিজয় দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুথফেরত জরিপে প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গ্যানৎজের চেয়ে এগিয়ে থাকার পরপরই তিনি এ দাবি করেন। তিনটি পূর্বাভাসে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ৩৬ থেকে ৩৭টি আসন এবং গ্যানৎজের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট জোট ৩২ থেকে ৩৪টি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত সবশেষ খবর অনুযায়ী, ওই বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, দুজনের কেউই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। প্রায় এক দশক নেতানিয়াহু ক্ষমতায়। পঞ্চমবারের মতো ক্ষমতায় আসার চেষ্টা করছেন তিনি। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল সোমবারের ওই নির্বাচন এক বছরের মধ্যে দেশটিতে তৃতীয় দফা নির্বাচন। গত দুবারের নির্বাচনে ১২০ সদস্যের পার্লামেন্টে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। গত বছরের এপ্রিলে ইসরায়েলে সাধারণ নির্বাচন হয়। সেই নির্বাচনেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নেতানিয়াহুর দল পেয়েছিল ৩৬ আসন, আর গ্যানৎজের দল পেয়েছিল ৩৫ আসন। ৯ এপ্রিলের সেই নির্বাচনে ক...

করোনাভাইরাসে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টার মৃত্যু

Image
সৌদি আরবসহ ৬০টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সোমবার পর্যন্ত ইরানে ৫৪, ইতালিতে ৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮ ও যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন চীনের চেয়ে অন্যান্য দেশে করোনাভাইরাস দ্রুতগতিতে ছড়াচ্ছে মীর মোহাম্মদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা পরিষদের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বেতারে এ কথা জানানো হয়েছে। দুবাইভিত্তিক দৈনিক খালিজ টাইমস বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বেতারের খবরে বলা হয়, করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়ে গতকাল সোমবার সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টা পরিষদের সদস্য মীর মোহাম্মদি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। করোনাভাইরাসে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু ঘটে। কোনো বিষয় নিয়ে ইরানের পার্লামেন্ট এবং সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির মতপার্থক্য হলে ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’ তার সমাধান করে। এই কাউন্সিল মূলত খামেনির উপদেষ্টা পরিষদ হিসেবে কাজ করে। সেই কাউন্সিল বা পরিষদের সদস্য ছ...

ঢাকার বাইরে প্রথম যেখানে পাওয়া যাচ্ছে ই-পাসপোর্ট

Image
  বহুল প্রতীক্ষিত ইলেক্ট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্টের কার্যক্রম এরই মধ্যে চালু হয়েছে। রাজধানী ঢাকার উত্তরা, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে ই-পাসপোর্ট কার্যক্রম চলছে। তবে ঢাকার বাইরে প্রথম গাজীপুরে চালু হচ্ছে ই-পাসপোর্ট। সোমবার গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার (৩ মার্চ) থেকে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন জমা নেওয়ার জন্য সব ধরনের সরঞ্জাম বসানোর কাজ শুরু হবে। প্রযুক্তিগত বিষয়গুলো চেক করতে সর্বোচ্চ দু’দিন সময় লাগবে। পরে ই-পাসপোর্টের জন্য সেন্ট্রাল সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে চলতি সপ্তাহেই গাজীপুর থেকে ই-পাসপোর্টের আবেদন জমা নেওয়া হবে। মো. সালেহ উদ্দিন আরও বলেন, ঢাকার পরেই ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন গাজীপুরবাসী। আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহ থেকে গাজীপুরে আবেদন শুরু হবে। প্রথমে স্বল্প পরিসরে কাজ শুরু হবে। ধীরে ধীরে ই-পাসপোর্টের আবেদন সংখ্যা বাড়বে বলে আশা করছি। ই-পাসপোর্ট হবে ৪৮ ও ৬৪ পাতার। আর মেয়াদ হবে প...

আফগানিস্তান থেকে ১০ দিন পর মার্কিন সেনা প্রত্যাহার শুরু

Image
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে আগামী ১০ দিন পর আফগানিস্তান থেকে তার দেশের সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন, তিনি আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডারকে সেনা প্রত্যাহারের প্রাথমিক কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এসপার বলেন, আমেরিকা প্রথমে আফগানিস্তানে মোতায়েন সেনা সংখ্যা ৮ হাজার ৬০০ জনে নামিয়ে আনবে। এরপর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষ করে তালেবানের পক্ষ থেকে কোনো সহিংসতা হয় কিনা তা দেখার পর বাকি সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। প্রায় এক বছরের আলোচনা শেষে গত শনিবার আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শান্তি চুক্তিতে আমেরিকার পক্ষে সই করেন বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ ও তালেবানের অন্যতম উপপ্রধান মোল্লা গনি বারাদার। আফগানিস্তানে গত প্রায় দুই দশকের যুদ্ধ অবসানের লক্ষ্যে এই শান্তি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি...

টকশোতে ইমরানের কথা উঠতেই চেয়ার ভেঙে পড়ে গেলেন অতিথি!

Image
যে কোন বিষয় নিয়ে টিভি চ্যানেলে বিতর্ক নতুন নয়। কিন্তু বিতর্কের মাঝে যদি কোন অতিথি চেয়ার ভেঙে পড়ে যান তাহলে তা অবাক করার মত বিষয় বটে। পাকিস্তানের এক টিভি চ্যানেলে বিতর্ক চলাকালে চেয়ার ভেঙে এক অতিথির পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যার জেরে হাসির খোরাক হতে হয়েছে ওই চ্যানেলকেও। ঘটনাটি হয়েছে পাকিস্তানের চ্যানেল দুনিয়া নিউজ চ্যানেলে। ওই বিতর্ক অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলেন সাইদা আয়েশা নাজ। এছাড়াও ছিলেন চার অতিথি। প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার একাধিক পদক্ষেপ নিয়ে চলছিল ওই অনুষ্ঠানটি। উত্তেজিত মুহূর্তে ওই অতিথি নিজের বক্তব্য পেশ করার সময়ে আচমকাই চেয়ার ভেঙে পড়ে যান। যা দেখে সকলে চমকে গেলেও দ্রুত বিরতি নিয়েছিলেন উপস্থাপিকা। ইন্টারনেটে ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে সকলেই মজা পেয়েছেন তা কমেন্ট দেখেই বোঝা যাচ্ছিল। একাধিক ইউজাররা ওই ভিডিও দেখে নিজের হাসি ধরে রাখতে পারেননি। বিডি প্রতিদিন/আরাফাত

আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রশংসা

Image
জম্মু ও কাশ্মীরসহ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সমাজকর্মী ও সাংবাদিকরা ৩৭০ ধারা অপসারণের ভারত সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। এছাড়াও অনেক ইউরোপীয় সংসদ সদস্য এবং বিদেশবিষয়ক বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।  রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ৪৩তম অধিবেশন শেষে জেনেভা প্রেসক্লাবে ‘জম্মু ও কাশ্মীর: শিফটিং ফ্যাক্ট ফর্ম ফিকশন’ বিষয়ক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রাক্তন সদস্য নাথন গিল বলেন, “এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি একটি উপযুক্ত পদক্ষেপ এবং এটি কাশ্মীরের জনগণকে সাম্যের অধিকার প্রদান করেছে।” কেন্দ্রশাসিত অঞ্চলটি নতুন ভোরের সূচনা প্রদান করছে এবং এর নাগরিকরা এখন অন্যান্য ভারতীয় নাগরিকের সঙ্গে সমানাধিকার লাভ করেছে। এই সিদ্ধান্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরেরর বাসিন্দাদের ভারতীয়দের মতো আরও অধিকারলাভের দাবিতে অনুপ্রাণিত করেছে।  উপত্যকার সমাজকর্মী সৈয়দ তাহমিনা বলেন, যে ৩৭০ ধারা শেষ হওয়ার পরে উপত্যকার নারীরা তাদের অধিকারের সুযোগ নিতে পারবেন। কাশ্মীরের বাইরে বিবাহিত একটি মেয়ে আর তার সম্...