ইন্দোনেশিয়ায় অগ্ন‌্যুৎপাত, সতর্কতা জারি

ইন্দোনেশিয়ায় অগ্ন‌্যুৎপাত, সতর্কতা জারি
সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় জাভা উপদ্বীপের কেন্দ্রস্থল যোগীকার্তা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মেরাপি আগ্নেয়গিরি থেকে অগ্ন‌্যুৎপাতের সৃষ্টি হয়েছে। এতে আকাশে ছাই ছড়িয়ে পড়েছে। ওই এলাকার আকাশসীমা ব‌্যবহারে এয়ারলাইন্সগুলোকে সতর্কতা হিসেবে রেড অ‌্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। 
এ ব্যাপারে দেশটির ভূতাত্ত্বিক বিপর্যয় প্রযুক্তি গবেষণা এবং উন্নয়ন সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন‌্যুপাতের পর আকাশে কালো ছাই ছড়িয়ে পড়ায় পাইলটদের সতর্ক করে বিষয়টি জানানো হয়েছে।
তবে শেষ খবর পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। গ্রামবাসী এখনও তাদের নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রধান। তবে গ্রামবাসী বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলেও জানান গ্রামপ্রধান মারওতো।
উল্লেখ্য, এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মেরাপি আগ্নেয়গিরি থেকে অগ্ন‌্যুৎপাতের ঘটনা ঘটে। সে সময় শুধুমাত্র ‘পর্যবেক্ষণ সতর্কতা’ জারি করা হয়। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা