Posts

Showing posts from August 22, 2017
Image
শতবর্ষী বৃদ্ধার দায়িত্ব নেওয়ার আশ্বাস ঠাকুরগাঁও জেলা প্রশাসকের ঠাকুরগাঁও প্রতিনিধি ২২ আগষ্ট, ২০১৭ ইং ২১:১১ মিঃ সম্প্রতিকালে বিভিন্ন মানবিক বিষয়ে এগিয়ে আসার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল দেশব্যাপী প্রশংসিত হয়েছেন। ২১ আগস্ট দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে “শতবর্ষী রামপরীকে খাওয়াতে আপত্তি পুত্র-পুত্রবধূর, বয়স্ক ভাতাও জোটেনি! শিরোনামে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলে ওই বৃদ্ধা মায়ের সকল দায়িত্ব গ্রহণের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এবারো আর এক বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে মানবিকতার পরিচয় দিলেন তিনি।  জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, ছেলের গৃহবধূ বৃদ্ধা মা’কে রাতে বের করে দেওয়ার খবরটি আমাকে আবারো ব্যথিত করেছে। ছেলেরা যদি এই বৃদ্ধা মায়ের ভরণ পোষণ করতে না চাই আমিই দায়িত্ব আমি গ্রহণ করবো এই বৃদ্ধা মায়ের। তিনি আরো বলেন, বলেন, বিবেক, মানবতা এবং নৈতিকতা আমরা বর্তমানে সম্পূর্ণ হারিয়ে ফেলেছি। আমরা যারা বৃদ্ধ পিতা-মাতাকে অবহেলা করছি, তাদেরকে বোঝা মনে করছি, বৃদ্ধাশ্রমে তাদেরকে ফেলে রেখেছি, তারা কি কখনো ভেবে দেখেছি- আজ তারা বৃদ্ধ।...
Image
তারেক সাঈদ-নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল ইত্তেফাক রিপোর্ট ২২ আগষ্ট, ২০১৭ ইং ১৬:৪৩ মিঃ নারায়ণগঞ্জের সাত খুন মামলায় র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক মেজর মোহাম্মদ আরিফ হোসেন, সাবেক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা ও নাসিকের সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া বাকি ১১ আসামি সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো. মোস্তফা জামানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল থাকা অন্য আসামিরা হলেন—  হাবিলদার এমদাদুল হক, এসআই পূর্ণেন্দু বালা, আরওজি-১ মো, আরিফ হোসেন, ল্যান্সনায়েক হিরা মিয়া, বেলাল হোসেন, সেপাই আবু তৈয়ব, কন্সটেবল মো. শিহাব উদ্দিন, সৈনিক মো. আব্দুল আলীম, সৈনিক মহিউদ্দিন মুন্সি, সৈনিক আল আমীন শরিফ ও সৈনিক তাজুল ইসলাম। সাজা কমে যাবজ্জীবন পাওয়া ১১ জন হলেন— মো. আসাদুজ্জামান নূর, এনামুল কবির, মুর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর র...
Image
মিস ইন্ডিয়া ২০১৭ প্রতিযোগিতায় রিংকি চাকমা সবার উপরে By  News  at 6:59 PM       1 comment নিজস্ব প্রতিবেদক ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭ প্রতিযোগিতায় রিংকি চাকমা এখনো পর্যন্ত অন্যান্য প্রতিযোগীদের মধ্যে টপ বাউন্ডারিতে রয়েছে ।গতকাল ঐতিহ্যবাহী(পিনোন-হাদি) পোশাক পরিহিত অবস্থায় তাকে ফেসবুক ভিডিও শো'তে দেখা যায়। রিংকি চাকমা সবার উদ্দেশ্যে বলেন, সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি প্রতিযোগিতায় জিততে পারি । তিনি আরো বলেন, আমি শুধু এই প্রতিযোগিতায় নিজের স্বার্থের জন্য নয় বরং আমাদের চাকমা জাতিদের মধ্যে আজীবন গৌরবোজ্জল স্মৃতি থাকে এমনই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।