ফেসবুকে প্রেম, দেখা করার পর প্রেমিকার গয়না নিয়ে চম্পট
প্রতীকী ছবি ভারতের লেকটাউনে পুলিশ পরিচয়ে একজন নারীর সঙ্গে কয়েক মাসের প্রেম। তারপর প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পালিয়ে নিয়ে যায় প্রেমিক। তবে মাঝপথে ওই নারীকে রেখে তার গয়না নিয়ে পালিয়ে যান তিনি। সৌমিত্র মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুলাল হালদার নামে তার এক সঙ্গীর নাম। তাকেও পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া জিনিসপত্রও। পুলিশ বলছে, চলতি বছরের আগস্ট মাসে ফেসবুকে লেকটাউনের এক গৃহবধূর সঙ্গে আলাপ হয় সন্দেশখালির সৌমিত্র মণ্ডলের। নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দেন সৌমিত্র। অন্যদিকে, ওই নারীর এক মেয়ে রয়েছে। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর গত অক্টোবর মাসে ওই নারীকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন সৌমিত্র। তাতে রাজিও হয়ে যান ওই নারী। এর পর শুরু হয় পালানোর ছক কষা। পুলিশ বলছে, ওই নারীকে সোনাদানা ও টাকাপয়সা নিয়ে আসতে বলেন সৌমিত্র। সে অনুসারে সপ্তাহ দুয়েক আগে এক সকালে নারীর স্বামী যখন মেয়েকে স্কুলে দিতে যান, সেই ফাঁকে সৌমিত্রের বাইকে চড়ে পালিয়ে যান তিনি। বাইপাসের আনন্দপুরের কাছে এসে সৌম...