Posts

Showing posts from November 27, 2019

ফেসবুকে প্রেম, দেখা করার পর প্রেমিকার গয়না নিয়ে চম্পট

Image
প্রতীকী ছবি ভারতের লেকটাউনে পুলিশ পরিচয়ে একজন নারীর সঙ্গে কয়েক মাসের প্রেম। তারপর প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পালিয়ে নিয়ে যায় প্রেমিক। তবে মাঝপথে ওই নারীকে রেখে তার গয়না নিয়ে পালিয়ে যান তিনি। সৌমিত্র মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  তাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দুলাল হালদার নামে তার এক সঙ্গীর নাম। তাকেও পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া জিনিসপত্রও। পুলিশ বলছে, চলতি বছরের আগস্ট মাসে ফেসবুকে লেকটাউনের এক গৃহবধূর সঙ্গে আলাপ হয় সন্দেশখালির সৌমিত্র মণ্ডলের। নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দেন সৌমিত্র। অন্যদিকে, ওই নারীর এক মেয়ে রয়েছে। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর গত অক্টোবর মাসে ওই নারীকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন সৌমিত্র। তাতে রাজিও হয়ে যান ওই নারী। এর পর শুরু হয় পালানোর ছক কষা। পুলিশ বলছে, ওই নারীকে সোনাদানা ও টাকাপয়সা নিয়ে আসতে বলেন সৌমিত্র। সে অনুসারে সপ্তাহ দুয়েক আগে এক সকালে নারীর স্বামী যখন মেয়েকে স্কুলে দিতে যান, সেই ফাঁকে সৌমিত্রের বাইকে চড়ে পালিয়ে যান তিনি।  বাইপাসের আনন্দপুরের কাছে এসে সৌম...

পায়রা বন্দরকে ঘিরে তৈরি হচ্ছে শক্তিশালী অর্থনৈতিক জোন : শাহজাহান মিয়া

Image
পটুয়াখালী সদর আসনের সাংসদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া এমপি বলেছেন, পায়রা বন্দরকে ঘিরে এ অঞ্চলে তৈরি হচ্ছে একটি শক্তিশালী অর্থনৈতিক জোন। যেখানে কর্মসংস্থান হচ্ছে কয়েক লাখ মানুষের। ঘটবে ব্যবসার সম্প্রসারণ।  বুধবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত এ জনপদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পায়রা সমুদ্র বন্দর, শের-এ-বাংলা নৌ-ঘাঁটি, শেখ হাসিনা সেনা নিবাস ও কয়লা ভিত্তিক বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র র্নিমাণ করেছেন। এ অঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর ভালবাসা থেকেই তিনি এসব করেছেন। ভবিষ্যতেও এ উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন।  তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশে লুট-তারাজ হয়েছে। বিএনপি সরকারের আমলে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।  দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পটুয়াখালী সদর আসনের সাংসদ বলেন, দিনের পর রাত ...

৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Image
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। আজ বুধবার বিপিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন পদে ২ হাজার ১’শ ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ডিসেম্বর থেকে এই বিসিএসের জন্য আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই বিসিএসে আবেদন করার শেষ তারিখ ৪ জানুয়ারি। ৪১ তম বিসিএসের শিক্ষা ক্যাডারে সবচেয়ে বেশি ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া বিসিএস প্রশাসনে ৩২৩ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, সহকারী কর কমিশনার ৬০ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জনকে নেওয়া হবে। তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা পদে ২২ জন...

সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় গাড়ি বোমা হামলায় নিহত ১৭

Image
সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ আহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তবর্তী রাস আল-আইন শহরের পশ্চিমে অবস্থিত তেল হালাফ গ্রামে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে, তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, পিকেকে/ওয়াইপিজি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গাড়ি বোমা হামলা অব্যাহত রেখেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ হামলার ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, এখন পযর্ন্ত তিন বেসামরিক নাগরিকসহ ১১ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

কূটনৈতিক দিক দিয়ে আমরিকাকে ছাড়িয়ে চীন

Image
প্রথমবারের মতো কূটনৈতিক মিশনের দিক দিয়ে আমেরিকাকে ছাড়িয়ে গেছে চীন। বিশ্বে আমেরিকার যতগুলো কূটনৈতিক মিশন আছে তার চেয়ে এখন বেশি আছে চীনের। অস্ট্রেলিয়ার লোউয়ি ইন্সটিটিউট আজ বুধবার এ বিষয়ে ‘গ্লোবাল ডিপ্লোমেসি ইনডেক্স’ নামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে- ২০১৯ সালে অব্যাহতভাবে কূটনৈতিক নেটওয়ার্ক নাটকীয়ভাবে বাড়িয়েছে চীন। এর আগে যেসব দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল তাদরে সঙ্গেও চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে চীনের রয়েছে ২৭৬টি কূটনৈতিক পোস্ট। এর মধ্যদিয়ে আমেরিকাকে তারা ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে আমেরিকার চেয়ে এখন তিনটি পোস্ট বেশি আছে চীনের। অন্যদিকে, আমেরিকা নতুন কোনো কূটনৈতিক পোস্ট খোলে নি। সেইন্ট পিটারর্সবার্গে অবস্থিত তাদের কন্স্যুলেট জোর করে বন্ধ করে দিয়েছে আমেরিকা। ব্রিটেনে রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই স্ক্রিপলকে বিষ প্রয়োগের ঘটনায় পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয় আমেরিকা ও রাশিয়া। এর ধারাবাহিকতায় সেইন্ট পিটারর্সবার্গের কন্স্যুলেট বন্ধ করে দেয় মার্কিন সরকার। সূত্র : পার্সটুডে...

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে জোরালো সম্পর্কের বিপক্ষে ইরান'

Image
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক প্রতিষ্টায় বিশ্বাস করে এবং এ নীতি বাস্তবায়নের চেষ্টা করছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী তেহরানে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকো’র এক অনুষ্ঠানে জারিফ এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জোরদার সম্পর্ক গড়ে প্রত্যেক দেশ তাদের লক্ষ্য অর্জন করতে পারে। আমরাও প্রতিবেশীদের সঙ্গে জোরালো সম্পর্ক করার মধ্যদিয়ে সহজেই আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। তিনি বলেন, ইকোর ভেতরে থেকে এবং ইকোর সদস্য হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ইকো সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের যেমন সম্পর্ক, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও আমরা একই রকম সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এতে আমরা সবাই লাভবান হতে পারি। ১৯৮৫ সালে ইরান, পাকিস্তান এবং তুরস্কের উদ্যোগে ইকো গড়ে ওঠে। পরে ১৯৯২ সালে এ সংস্থার বিস্তার ঘটে এবং এর নতুন সদস্য হিসেবে আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ...

ভারতীয় উপগ্রহ এবার শত্রুর হাতের বন্দুকও খুঁজে দেবে!

Image
আরও এক সাফল্যের মুখোমুখি ভারত। সফল উৎক্ষেপণ হল কার্টোস্যাট-থ্রি। বুধবার সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় অত্যাধুনিক এই রকেট। বুধবার সকাল থেকেই শুরু হয় কাউন্টডাউন। ঠিক ৯টা বেজে ২৮ মিনিটে (ভারতীয় সময়) সফলভাবে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় কার্টোস্যাট-থ্রি। বুধবার সকাল ৯.২৮ মিনিটে মহাকাশের উদ্দেশে এটি রওনা দেয়। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি সি ৪৭ রকেট ব্যবহার করে এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। এটি শ্রীহরিকোটা থেকে ৭৪তম লঞ্চ ভেইকল বলে জানা গিয়েছে। সীমান্ত পাহারা দিতে কৃত্রিম উপগ্রহের সাহায্য নেবে ভারত। মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এমন স্যাটেলাইট নিয়ে কাজ করছিল। যার মধ্যে অন্যতম হলো কার্টোস্যাট-থ্রি। ২৭ নভেম্বর এটি মহাকাশে পাঠাল ইসরো।   কার্টোস্যাট-৩ উন্নতমানের। আবহাওয়ার গতিপ্রকৃতি থেকে দেশের প্রতিরক্ষার কাজেও ব্যবহার করা যাবে এই কৃত্রিম উপগ্রহ। অতিসূক্ষ্ম বস্তু এর হাইরেজোলিউশন লেন্সে বন্দী হবে। কাজেই সীমান্তের ওপারে ঘাঁটি বা বাঙ্কার, যেকোন আড়ালে লুকিয়ে থাকা সু...

এক ঝলক

Image
গোলাপের রক্তিম আভায় শীতের জড়তা ম্লান। ধাওয়াকোলা গ্রাম, সদর উপজেলা, বগুড়া, ০৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

এক ঝলক

Image
গাঁদা ফুলের হলদে হাসি। ধাওয়াকোলা গ্রাম, সদর উপজেলা, বগুড়া, ০৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

নাটোরে খোলাবাড়িয়া ঔষুধি গ্রাম উন্নয়ন সমিতির অফিস উদ্বোধন

Image
“সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি” এই স্লোগান নিয়ে নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ঔষুধি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার দুপুর দিকে অফিস উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আমিরগঞ্জ বাজারে খোলাবাড়িয়া ঔষুধি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে অফিস উদ্বোধন অনুষ্ঠানে ওই সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, হামদার্দ ল্যাবরেটরীজ লি. এর সিনিয়র সহকারী ব্যবস্থাপক মার্কেটিং বিভাগের নেছার উদ্দিন, ৪ নং লক্ষিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাব হোসেনসহ স্থানীয় ঔষুধি গাছ চাষি কৃষক। এরপরে ঔষুধি গ্রাম পরিদর্শন শেষে ঔষুধি গাছ রোপণ করেন অতিথিরা। বিডি প্রতিদিন/হিমেল

বালুচিস্তানে বাস দুর্ঘটনা, ৯ পাক নৌসেনা নিহত

Image
ছবি-সংগৃহীত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে চলন্ত বাস খাদে পড়ে দেশটির অন্তত ৯ নৌসেনা নিহত হয়েছেন। এছাড়া আহত আরো ২৯ জন। গতকাল মঙ্গলবার বালুচিস্তানে ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, নৌসেনা বহনকারী বাসটি গওয়াদার জেলার ওড়মারা এলাকা থেকে করাচিতে যাচ্ছিল। নৌসেনারা ছুটিতে তাদের বাড়িতে যাচ্ছিল বলে খবরে বলা হয়েছে। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ব্রেক-ফেইলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বালুচের সহকারী কমিশনার বেলা জামিল বলেন, বাসটি লাসবেলার বোজিতে পৌঁছালে খাদে পড়ে যায়। তিনি আরো বলেন, দুর্ঘটনার পর দ্রুত নৌ সেনা, কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। পরবর্তীতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ইত্তেফাক/এসআর

দাড়ি রাখায় বান্ধবীসহ ভারতীয় যুবককে মারধর, অতঃপর..!

Image
জয়দীপ সেন ও লিসা গাঙ্গুলী গত রবিবার ছুটির দিনে ঘড়ির কাঁটা সাড়ে ন’টা ছুঁই ছুঁই বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েছেন এক যুবক। কিন্তু পরিচিত নানা দাড়ির কাটের সাথে তার দাড়ির মিল না পাওয়ায় জনসমক্ষে মারধর করা হয় ওই যুবককে। পাশাপাশি গায়ে হাত দেওয়া হয় তার বান্ধবীরও। যুবকের নাম জয়দীপ সেন এবং বান্ধবী লিসা গাঙ্গুলী। জানা গেছে, ঘটনার দিন দমদমের নাগেরবাজারের একটি পানের দোকানে যান জয়দীপ-লিসা। সেখান থেকে বেরিয়ে একটি জায়গায় বসেন তারা। তখনই জয়দীপের ওপর হামলা চালান এক ব্যক্তি। অশালীন মন্তব্য করা হয় তার বান্ধবী লিসাকে নিয়েও। লিসা এই ঘটনার প্রতিবাদ করলে ওই ব্যক্তি স্থানীয় বেশ কিছু লোকজন জোগাড় করে একটি বাঁধানো পুকুরের সামনে নিয়ে এসে বেধড়ক মারধর করতে শুরু করে জয়দীপকে। তবে এখানেই শেষ নয়। জয়দীপ জানিয়েছেন তার পাশাপাশি তার বান্ধবী লিসার গায়েও হাত তোলা হয়। লিসার কাছে তার পুরো নাম জানার পর হামলাকারীরা জানতে চান, কেন সে এই মুসলিম ছেলেটির সাথে বেরিয়েছে? এরপরেই জয়দীপের পুরো নাম জেনে পরেও তার দাড়ির কাট দেখে তাকে মুসলমানের তকমা দিয়ে মারধর চালায় তারা। অবশেষে পুলিশে খবর দেয় জয়দীপ-লিসা। কামারডাঙ্গা থানার প...