Posts

Showing posts from April 5, 2019

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

Image
ফাইল ছবি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪০ হিজরি সালের পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষে এই সভার আয়োজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আরো পড়ুন: ইত্তেফাক/এমআই

নিম্নমানের খাদ্যাভ্যাস ধূমপানের চেয়েও মারাত্মক

Image
নিম্নমানের খাদ্যাভ্যাস মানুষের আয়ু কমাচ্ছে। ছবি: এএফপি নিম্নমানের খাদ্যাভ্যাস আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। আয়ু কমাচ্ছে। গুরুত্বপূর্ণ এক গবেষণা বলছে, আমরা প্রতিদিন যে নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার খাই, এতে প্রতিবছর বিশ্বে এক কোটির বেশি মানুষ অকালে মারা যাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণামূলক এক বিশ্লেষণে বলা হয়েছে, ধূমপানের চেয়ে দৈনন্দিন খাবারই আমাদের মৃত্যুর বড় কারণ। বিশ্বে প্রতি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ এই দৈনন্দিন খাবার। গবেষকেরা বলছেন, লবণ সবচেয়ে ক্ষতিকর। রুটি, সয়া সস বা প্রক্রিয়াজাত মাংস—যার মধ্যে লবণ থাক না কেন, তা সবচেয়ে বেশি মানুষের আয়ু কমিয়ে দেয়। গবেষকেরা বলেছেন, তাঁদের গবেষণাটি স্থূলতা নিয়ে নয়। নিম্নমানের খাদ্যাভ্যাস (পুওর কোয়ালিটি ডায়েট) কীভাবে হৃদ্‌যন্ত্রের ক্ষতি করছে, কীভাবে ক্যানসারের কারণ হচ্ছে, তা এই গবেষণায় উঠে এসেছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলস মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের পরিচালক অধ্যাপক ক্রিস্টোফার মুর বলেন, বিশ্বজুড়ে মানুষের প্রতিদিনকার খাদ্যতালিকাই তার স্বাস্থ্যের অন্যতম ...

ত্রিপোলীর শহরতলীতে পৌঁছলো মিলিশিয়া বাহিনী

Image
ছবি: সংগৃহীত। লিবিয়ার শক্তিশালী হাফতার সমর্থক মিলিশিয়া বাহিনী বৃহস্পতিবার রাতে রাজধানী ত্রিপোলীর নিরাপত্তা সীমানার ৩০ কিলোমিটার কাছাকাছি পৌঁছে গেছে। এএফপি’র এক সাংবাদিক এ ঘটনা প্রত্যক্ষ করেন। তবে, বিশ্বশক্তি সামরিক কার্যকলাপ পরিচালনায় হুশিয়ারি প্রদান করেছে। খবর এ এফপি’র। হাফতারের স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)-এর পূর্বাঞ্চলীয় অভিযানের প্রধান জেনারেল আব্দেসালেম আল-হাসসি বলেছেন, তার বাহিনীকে কোনো প্রকার যুদ্ধ ব্যতিরেকে রোডব্লক দখলে নিয়েছে। হাফতার সমর্থিত বাহিনী বুধবার দেশের পশ্চিমাঞ্চলকে ‘সন্ত্রাসী ও তাদের ভাড়াটে সন্ত্রাসী’ বিতারণে অভিযান চালানোর ঘোষণা দেয়। বছরের গোড়ার দিকে দেশের দক্ষিণাঞ্চলের প্রধান প্রধান এলাকাগুলো তারা তাদের দখলে নেয়। হাফতার সমর্থিত বাহিনীর বেশ কিছু সংখ্যক উর্দি-পরিহিত ব্যক্তি ও ১৫ ট্রাক বিমান বিধংসী বন্দুক নিয়ে রাজধানী ত্রিপোলীর ২৭ কিলোমিটার দূরবর্তী ‘ব্রীজ ২৭’ নামে খ্যাত নিয়ন্ত্রক স্থানে অবস্থান নিয়েছে। ইতিমধ্যেই রাজধানীর মিলিশিয়া বাহিনী ‘ ত্রিপোলী প্রটেকশন ফোর্স’-এর যোদ্ধারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলএনএ-বাহিনীর অগ্রযাত্রা প্রতির...

ওবায়দুল কাদের হাসপাতাল ছাড়লেন

Image
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গাড়িতে উঠছেন ওবায়দুল কাদের- ফোকাস বাংলা এক মাস চিকিৎসার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতাল ছেড়েছেন। এর আগে সিঙ্গাপুর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার পর (বাংলাদেশ সময় দুপুর ১টার কিছুক্ষণ পর) মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতাল ছেড়ে হেঁটে গাড়িতে উঠছেন ওবায়দুল কাদের। এসময় সেখানে উপস্থিত লোকজনকে উদ্দেশ করে তাকে হাত নাড়তেও দেখা যায়। আরও পড়ুন:  ‘কংগ্রেস ক্ষমতায় এলে জেলে যাবে মোদি’ এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট ডা. আবু নাসের রিজভী জানান, ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ। ফলোআপ চিকিৎসার জন্য আরো কিছুদিন তিনি সেখানে থাকবেন। আজ সিঙ্গাপুর সময় বিকাল তিনটায় (সম্ভাব্য সময়) তাঁকে রিলিজ দেয়া হবে হাসপাতাল থেকে। প্রসঙ্গত, গত ৩ মার্চ বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। উন্নত চিকিত্সার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ইত্তেফাক/এমআরএম...