অভিবাসী নিয়ে বাইডেনের নির্দেশ আটকে গেল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছবি: এএফপি কাগজপত্র ছাড়া অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের সব প্রক্রিয়া ১০০ দিনের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন জো বাইডেন। তাঁর সেই নির্দেশনা আটকে দিয়েছেন আদালত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টেক্সাসের ফেডারেল আদালত বাইডেনের নির্দেশের বিপক্ষে রায় দিয়েছেন। বাইডেন অন্যান্য নির্বাহী আদেশের সঙ্গে মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিল করেছেন। তবে আদালতের এই রায়ে অভিবাসনব্যবস্থা সংস্কারে বাইডেন প্রশাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হলো। বিজ্ঞাপন টেক্সাসের জেলা জজ ড্রিউ টিপ্টন অভিবাসীদের বিতাড়ন স্থগিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্দেশনার ওপর সাময়িক নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন। আদেশে বিচারক বলেছেন, ১০০ দিনের জন্য নথিপত্রহীন অভিবাসীদের বিতাড়ন বন্ধের জন্য নির্দেশনায় বাইডেন প্রশাসন সুনির্দিষ্ট এবং যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়েছে। রক্ষণশীল বিচারক ড্রিউ টিপ্টনের আদেশে অভিবাসী দলগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমেরিকায় থাকা ১ কোটি ১০ লাখের বেশি নথিপত্রহীন অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ উন...