Posts

Showing posts from January 4, 2018

অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশকে সহায়তার আশ্বাস থাইল্যান্ডের

Image
নিন্ম-মধ্যবিত্ত থেকে মধ্যম আয়ের দেশ হয়ে ওঠার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে থাইল্যান্ডের সঙ্গে আরো এক হয়ে কাজ করবে বাংলাদেশ। বৃহস্পতিবার থাইল্যান্ড সফরে গিয়ে দেশটির অর্থমন্ত্রী আপিসাক তান্তিভোরাওয়াংয়ের সঙ্গে বৈঠককালে একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একযুগের অর্ধেকেরও বেশি সময় পর এই দুই দেশের অর্থমন্ত্রীদ্বয়ের এ বৈঠকে মুহিত আরো বলেন, থাইল্যান্ড ইতোমধ্যে মধ্যম আয়ের দেশ হয়ে দীর্ঘদিন ধরেই তার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, এক্ষেত্রে বাংলাদেশও একই পথে হেঁটে মধ্যম আয়ের দেশে পোঁছুতে চায়। এজন্য একে অপরের যুগোপযুগি সহায়তার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। থাইল্যান্ডের অর্থমন্ত্রী তার আলাপে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দুর্বার অগ্রগতির প্রশংসা করে বলেন, ‘আমরা ইতোমধ্যে মধ্যম আয়ের দেশ হওয়ার ক্ষেত্রে বৃহৎ প্রতিবন্ধকতাগুলো পার করে এসেছি। আশা করছি বাংলাদেশও তার বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠবে। এক্ষেত্রে আমরা বাংলাদেশকে যাবতীয় সহযোগিতা অব্যাহত রাখবো।’ ইত্তেফাক/সেতু

ই কোরিয়া ফের হটলাইন চালু করায় জাতিসংঘ প্রধানের অভিনন্দন

Image
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আবারো হটলাইন চালু হওয়ায় বুধবার অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। এছাড়া এ উপদ্বীপের পারমাণবিক ইস্যু নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আরো কূটনৈতিক উদ্যোগ নেয়ার আশা ব্যক্ত করেছেন তিনি। খবর এএফপি’র। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন পর বুধবার আবারো তাদের মধ্যে যোগাযোগ চ্যানেল চালু করে। ২০১৬ সালের পর থেকে চ্যানেলটি বন্ধ ছিল। পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেয়ার পর এ চ্যানেল চালু করা হলো। জাতিসংঘ মুখপাত্র ফারহান হক বলেন, ‘উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংলাপের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’ তিনি আরো বলেন, গুতেরেস ‘আন্তঃকোরীয় যোগাযোগ চ্যানেল আবারো চালু করাকে অভিনন্দন জানিয়েছেন।’ হক বলেন, ‘কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে যে প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আহ্বান করেছে, আমরা আশা করছি জোরদার কূটনৈতিক তৎপরতা সে লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’ এএফপি। ইত্তেফাক/সেতু

নাগরিকত্ব প্রমাণ না করতে পারলে মৌলিক অধিকার মিলবে না: আসামের মুখ্যমন্ত্রী নিবন্ধন নিয়ে ক্ষোভ মমতার

Image
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল জানিয়েছেন, নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হলে মৌলিক অধিকার পাওয়া যাবে না। টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাত্কারে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান।  তিনি বলেন, যারা বিদেশি বলে চিহ্নিত তাদের ভোটাধিকারসহ অন্যান্য সাংবিধানিক অধিকার নেই। এদের একটাই অধিকার রয়েছে। তাহলো মানবাধিকার। তবে কেন্দ্র ‌যতদিন না এদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ততোদিন তারা রাজ্যে থাকতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আসামে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকার প্রাথমিক খসড়ায় এক কোটি ৩৯ লাখ আবেদনকারী বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের ঘনিষ্ঠদের কাছে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এর ফলে সেখানে বসবাসরত বাংলাভাষীদের ওপর আক্রমণের কারণে তারা পশ্চিমবঙ্গে চলে আসতে পারে। ইত্তেফাক/আনিসুর

ঐশ্বরিয়াকে ‘মা’ দাবি করে ২৯ বছর বয়সী যুবকের তুলকালাম কাণ্ড

Image
ঐশ্বরিয়া রাই বচ্চন, কখনও চোখ ধাঁধানো রূপ, কখনও সিনেমায় অভিনয়; কিংবা হালে কখনও কখনও তার মেয়ে আরাধ্যের জন্য শিরোনামে থাকেন। লাস্যময়ী এ সুন্দরী আবারও সংবাদের শিরোনাম হয়েছেন; তবে এবার খবরের পাতায় তার নাম এসেছে  অদ্ভুত এক কারণে, যা শুনে আপনিও চমকে উঠতে পারেন! ৪৫ বছর বয়সী এ বিশ্ব সুন্দরী নাকি ২৯ বছর বয়সী যুবকের মা। ভাবছেন নতুন কোনো সিনেমার গল্প নিয়ে নিম্নশ্রেণির মজা করা হচ্ছে! এমন ভেবে থাকলে আপনি ভুল করছেন। আদতে এ ধরনের কোনো কিছুই করা হচ্ছে না। যাক সে কথা, গৌরচন্দ্রিকা বাদ দিয়ে মূল কথায় আসি। ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের সংগীত কুমার নিজেকে ঐশ্বরিয়ার ছেলে বলে দাবি করেছেন। সংগীত কুমারের দাবি, ১৯৮৮ সালে লন্ডনে টেস্ট টিউব পদ্ধতিতে তার জন্ম। দুই বছর বয়স অবধি ঐশ্বরিয়ার মা ব্রিন্দা রাই এবং প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই তাকে লালন পালন করেছেন। তিনি আরও দাবি করেন, এরপর তার বাবা আদিবেলু রেড্ডি তাকে বিশাখাপত্তমে নিয়ে আসেন, এবং তখন থেকে সেটিই তার ঠিকানা। এখানেই শেষ নয়, এ যুবক এখন তার দাবিকৃত মা ঐশ্বরিয়ার কাছে থাকতে চাইছেন। কেননা তিনি দাবি করছেন, অভিষেক বচ্চনের সঙ্গে আলাদা হওয়ার প...

ভারতে আড়াই রুপির নোটের শতবর্ষ

Image
প্রথম ছাপানো এক রুপির নোট। ছবি: প্রথম আলো ১০০ বছর আগে ভারতে চালু হয় আড়াই রুপির নোট। দুই রুপি ও আট আনা মান যোগ করে ছাপানো হয় এই নোট। ১৯১৮ সালের ২ জানুয়ারি প্রথম চালু হয় নোটটি। প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যায় তখন। ভারতে রৌপ্য মুদ্রার ঘাটতি দেখা দিলে ব্রিটিশ সরকার আড়াই রুপির নোট ছাপে। এটি ছাপা হতো লন্ডন থেকে। গতকাল মঙ্গলবার ছিল এই নোট ছাপানোর শতবর্ষ পূর্তি। সাদা রঙের ওই নোটে ছিল রাজা পঞ্চম জর্জের ছবি। স্বাক্ষর ছিল ব্রিটেনের তৎকালীন অর্থসচিব এম এম এস গুবেরের। ভারতের যেসব এলাকায় লেনদেনের মাধ্যম হিসেবে নোটটি ব্যবহৃত হবে, তার চিহ্ন আঁকা ছিল এতে। সাতটি সার্কেলের সাতটি চিহ্ন ছিল। যেমন এ-সার্কেল মানে কানপুর, বি-সার্কেল মানে মুম্বাই, সি-সার্কেল মানে কলকাতা। এর আগে ১৯১৭ সালের ৩০ নভেম্বর চালু হয় এক টাকার নোট। প্রথম বিশ্বযুদ্ধের কারণে রুপার মুদ্রা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সমাধানে ব্রিটিশ সরকার এক রুপির নোট ছাপানোর সিদ্ধান্ত নেয়। এটিও ছাপানো শুরু হয়েছিল লন্ডন থেকে। প্রথম ছাপানো আড়াই রুপির নোট। ছবি: প্রথম আলো চালুর পর থেকে বেশ কয়েকবারই ছাপানো বন্ধ হয় এ দুটি নোট। ১৯২৬ সালে এক রুপি ও আড়াই রুপির নোট...

ইউপিডিএফ নেতাকে তুলে নিয়ে হত্যা

Image
বাসার সামনে থেকে তুলে নিয়ে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক (নেতা) মিঠুন চাকমাকে (৪০)। গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে দায়ী করেছেন ইউপিডিএফের নেতা-কর্মীরা। মিঠুনের ছোট ভাই বাগিশ চাকমা  প্রথম আলো কে বলেন, গতকাল সকালে একটি মামলার হাজিরা দিতে খাগড়াছড়ি আদালতে যান মিঠুন। আদালত থেকে ফিরে দুপুর ১২টার দিকে শহরের গোলাবাড়ি অপর্ণা চৌধুরীপাড়ায় বাসার গেটের সামনে দাঁড়িয়ে দুই ভাই কথা বলছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী জোর করে মিঠুনকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ভাইকে বাঁচানোর জন্য অস্ত্রধারীদের পেছনে ছুটতে থাকেন তিনি। পরে অপর্ণা চৌধুরীপাড়া থেকে এক কিলোমিটার দূরে স্লুইসগেট এলাকায় মিঠুনকে গুলি করে রাস্তায় ফেলে দেয় সন্ত্রাসীরা। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক ধনিষ্ঠা চাকমা  প্রথম আলো কে বলেন, হাসপাতালে আনার আগেই মিঠুনের মৃত্যু হয়। তাঁর মাথায়, হাতে ও বুকে ছয়টি গুলি লেগেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মক...

চাকমা চলচ্চিত্রে 'উন্দুচ্যে বৈদ্য' একটি উজ্জ্বল নক্ষত্রের নাম

Image
চাকমা চলচ্চিত্রে 'উন্দুচ্যে বৈদ্য' একটি উজ্জ্বল নক্ষত্রের নাম চাকমা ফিল্ম জগতে প্রখ্যাত অভিনেতা এবং পরিচালক ভারতের ত্রিপুরা রাজ্য থেকে অনিল কুমার চাকমা যিনি অনেকের কাছে উন্দ�... Source  Ghyana Chakma Jummo

তাজমহল রক্ষায় দেশি দর্শনার্থী কমানোর সিদ্ধান্ত

Image
ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ তাজমহলে এত দিন পর্যন্ত দর্শনার্থী প্রবেশে কোনো বিধিনিষেধ ছিল না। কিন্তু কর্তৃপক্ষ বুঝেছে, এটিকে রক্ষা করতে হলে এর দর্শনার্থী কমাতে হবে। কারণ, পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য ও মোগল স্থাপত্যশৈলীর অনন্য এই নিদর্শন দেখতে প্রতিবছর দর্শনার্থী ১০ থেকে ১৫ শতাংশ বাড়ছে। তাজমহল দেখতে বিদেশি দর্শনার্থীরা এলেও এর দেশি পর্যটকের সংখ্যাই বেশি। এ জন্য গতকাল বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক এই স্থাপনায় দিনে ৪০ হাজারের বেশি দেশি দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। বর্তমানে পর্যটন মৌসুম এবং উৎসব ও পালা-পার্বণে দিনে ৬০ থেকে ৭০ হাজার দর্শনার্থী তাজমহলে আসে। তাজমহল কর্তৃপক্ষ অবশ্য এ-ও জানিয়েছে, প্রবেশের এই বিধিনিষেধ বিদেশি দর্শনার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে না। প্রসঙ্গত, তাজমহলে প্রবেশের জন্য বিদেশি দর্শনার্থীরা এক হাজার রুপি দিয়ে থাকেন। অন্যদিকে দেশীয় দর্শনার্থীরা দেন মাত্র ৪০ রুপি। ৩৫০ বছরের বেশি সময় আগে মোগল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী সম্রাজ্ঞী মমতাজের সমাধিতে এই সৌধ নির্মাণ করেন। সব English