Posts

Showing posts from October 18, 2018

ঘ' ইউনিটের ফল বাতিলের দাবিতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

Image
প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণ পাওয়া সত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত 'ঘ' ইউনিটের ফল প্রকাশ করায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার একাধিক ব্যানারে শিক্ষার্থীরা প্রকাশিত ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।     প্রসঙ্গত, গত শুক্রবার অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের পরীক্ষার পূর্বেই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন আসে। প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া সত্বেও পরীক্ষা বাতিল না করে গত মঙ্গলবার ফল প্রকাশ করায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।   সাধারণ ছাত্র পরিষদের আল্টিমেটাম 'ঘ' ইউনিটের পরীক্ষা ২৪ ঘন্টার মধ্যে বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার বেলা ১টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন এই ঘোষণা দেন। এর আগে পরীক্ষা বাতিলসহ চারদফা দাবিতে অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী  বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাস...

ইতালিতে চলছে শারদীয় দুর্গোৎসব

Image
ইতালির রোমে উৎসব মুখর পরিবেশে চলছে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোমে দুটি অস্থায়ী মন্দিরে এই উৎসব চলছে।  রোমের পিসিআই হলে চলছে ওঁম হিন্দু ইন্টারন্যাশনাল সোস্যাল এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৫তম দুর্গাপূূজা। অপরদিকে, পূজা উদযাপন কমিটির আয়োজনে চলছে ৫নং কমিউনিটি সংলগ্ন। দেবী আমন্ত্রণ ও মহাসপ্তমী অধিবাস এবং সাংস্কতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শুরু হয়।  বক্তারা বলেন, দুর্গা পূজা একটি অসাম্প্রদায়িক উৎসব আর সব ধরনের ক্ষয়-ক্ষতি থেকে দেশ ও দেশের মানুষ ও পৃথিবীকে রক্ষা করতেই দুর্গা মায়ের আগমন। উৎসব অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মহাষ্টমী কুমারী পূজা, মহা নবীরী ছোশষ উপাসচারে দেবীর বন্দনা ও সর্বশেষ বিজয়াদশমী দেবী দুর্গার বির্সজন ও শান্তিজল গ্রহণ, আরিতি, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ। পূজামণ্ডবে প্রতিদিন নারী-পুরুষ শিশুরা দল বেধে অংশগ্রহণ করে।  ওঁম হিন্দু সংগঠনের সভাপতি অনুপ কুমার বলেন, রোমে ২৫তম আয়োজন চলছে এই আয়োজন এখন সার্বজনীন হয়ে উঠছে। ধর্ম যার যার উৎসব সবার। বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৮/আরাফাত

স্পিডবোটে মাছ শিকার, দুই জেলের লাশ উদ্ধার

Image
শরীয়তপুরের জাজিরায় পালেরচর এলাকার পদ্মা নদী থেকে বৃহস্পতিবার দুপুরে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  স্পিডবোটে করে মাছ শিকারের সময় মঙ্গলবার রাতে দুই বোটে সংঘর্ষে জেলে ইলিয়াছ মোল্যা (৩৫) ও আব্দুল খালেক (৫০) নিখোঁজ হন।  ইলিয়াছ মোল্যা নাওডোবা নকরি মাদবরকান্দি গ্রামের শুকুর মোল্যার ছেলে আর খালেক পাশের পৈলান মোল্যার কান্দি গ্রামের ওহাব চোকদারের ছেলে। জাজিরা থানা ও জেলেদের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে পৈলান মোল্যার কান্দি গ্রামের হারুন খানের ও মালেক খানের স্পিডবোটে করে কয়েক জন জেলে পদ্মা নদীতে মাছ শিকারের যায়। রাত ১১টার দিকে পূর্ব নাওডোবা এলাকায় পদ্মা নদীতে বোট দু'টি মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বোটে থাকা ১৬ জন জেলে পানিতে পরে যায়। ১৪ জন সাতরে তীরে উঠতে পারলেও ইলিয়াছ ও খালেক নিখোঁজ হন। তাদের নিখোজ থাকার বিষয়ে ইলিয়াছ মোল্যার চাচা মোতাহার মোল্যা জাজিরা থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে পালেরচর এলাকায় পদ্মা নদীর তীরে মানুষের দেহ পরে থাকার খবর পেয়ে ইলিয়াছের পরিবার ছুটে যায়। তারা পুলিশে খবর দিলে পুলি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে...

খাশোগির এক হত্যাকারী দুর্ঘটনায় নিহত

Image
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় জড়িত ১৫ সদস্যের ঘাতক টিমের সদস্য মাশআল সা'দ আল বাসতানি নিহত হয়েছেন।  সৌদি আরবের রাজধানী রিয়াদে গাড়িচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ খবর দিয়েছে তুর্কি দৈনিক 'ইয়ানি শাফাক'। পত্রিকাটি লিখেছে, সৌদি বিমান বাহিনীর ৩১ বছর বয়সী লেফট্যানেন্ট সা'দ আল বাসতানি সাংবাদিক খাশোগি নিখোঁজের সঙ্গে জড়িত ছিলেন। তাকে সাজানো সড়ক দুর্ঘটনায় হত্যা করে খাশোগি হত্যাকাণ্ড সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে ঘাতক টিমের অন্য ১৪ সদস্যের মুখ চিরতরে বন্ধ রাখতে তাকে হত্যা করা হয়েছে বলে পত্রিকাটি মন্তব্য করেছে। দৈনিক ইয়ানি শাফাক বলছে, গত ২ অক্টোবর বিশেষ বিমানে করে যে ১৫ জন ব্যক্তি সৌদি আরব থেকে ইস্তাম্বুলে এসেছিলেন তাদের মধ্যে সা'দ আল বাসতানিও ছিলেন। তবে তিনি কনস্যুলেট ভবনে না গিয়ে মাত্র কয়েক ঘন্টা ইস্তাম্বুলের উইন্ডহাম গ্র্যান্ড হোটেলে অবস্থান করেন এবং হোটেল থেকে বের হয়েই তুরস্ক ত্যাগ করেন। ১৫ সদস্যের ঘাতক টিমে তার দায়িত্ব কী ছিল তা স্পষ্ট নয়। তবে হত্যাকাণ্ড সম্পর্কে তিনি অবহিত ছিলেন। খাশোগি...

ইথিওপিয়ার নতুন মন্ত্রিসভায় অর্ধেক সদস্যই নারী

Image
ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী মঙ্গরবার দেশটির নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন যার অর্ধেক সদস্যই নারী। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জনবহুল এ দেশটিতে লিঙ্গ সমতা স্থাপনে এটিকে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।  এ বিষয়ে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ বলেছেন, পুরুষের চেয়ে নারীরা কম দুর্নীতিবাজ। নারীরা নেতৃত্ব দিতে পারেন না- এ কুসংস্কার আমাদের নারী মন্ত্রীরা মিথ্যা প্রমাণ করবে। ইথিওপিয়ার ইতিহাসে এমন ঘটনা প্রথম, সম্ভবত আফ্রিকা মহাদেশেও। আবিই আহমেদ গত এপ্রিলে ক্ষমতায় আসেন। এরপর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নিজেকে সংস্কারপন্থী নেতা হিসেবে প্রমাণিত করেছেন। সর্বশেষ তিনি নারী পুরুষের সমতা আনতে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২৮ থেকে ২০-এ নামিয়ে এনেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে একজন নারীর হাতে।  বিডি প্রতিদিন/ফারজানা

নিষেধাজ্ঞার প্রতি যুক্তরাষ্ট্রের আসক্তি মাত্রা ছাড়িয়ে গেছে: ইরান

Image
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নিষেধাজ্ঞার প্রতি যুক্তরাষ্ট্রের আসক্তি মাত্রা ছাড়িয়ে গেছে। ইরানের ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন সরকার মঙ্গলবার নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক টুইটার বার্তায় জারিফ একথা বলেন। তিনি বলেন, ইরানি জনগণের জন্য খাদ্যদ্রব্য ও ওষুধ আমদানিতে গুরুত্বপূর্ণ অবদান পালনকারী একটি ব্যাংকের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে।   ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরও বলেন, আমেরিকা নতুন করে নিষেধজ্ঞা আরাপ করে আন্তর্জাতিক আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে। মঙ্গলবার ইরানের ২০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা।  মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ‘ব্যাংক মেল্লাত’ এবং ‘মেহর একতেসাদ’ ব্যাংক’সহ ইরানের ২০ ব্যাংক, কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার অজুহাতে এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।  সম্...

বিশ্বের অষ্টম আশ্চর্যের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Image
পৃথিবীর সাতটি আশ্চর্যের কথা সকলের জানা আছে। কিন্তু অষ্টম আশ্চর্যের সৌন্দর্য এতকাল গোপনেই রয়ে ছিল। এবার সেই অষ্টম আশ্চর্যের বর্তমান পরিস্থিতির কথাই জানালেন বিজ্ঞানীরা। নিউজিল্যান্ডে অবস্থিত সেই অষ্টম আশ্চর্যের নতুন করে সন্ধান পেলেন বিজ্ঞানীরা। নিউজিল্যান্ডের লেক রোটোমোহনার সিলিকা উপত্যকার সৌন্দর্য দেখতে এককালে ভিড় জমাতেন হাজার হাজার পর্যটক। কিন্তু ১৮৮৬ সালের পর ছবিটা পালটে যায়। তারাওয়েরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সাজানো উপত্যকা ছারখার হয়ে গিয়েছিল। হ্রদের নিচে তলিয়ে যায় এটি। যদিও সেই ধ্বংসলীলা পুরোপুরি নিঃশেষ করে দিতে পারেনি গোলাপি-সাদা সিঁড়ির মতো সুন্দর উপত্যকাটিকে।  দীর্ঘ দিনের গবেষণা ও প্রচেষ্টার পর ধ্বংসাবশেষ থেকে অত্যাশ্চর্য সিলিকা টেরিসটি খুঁজে বের করতে সফল হয়েছেন গবেষকরা। সোপানটি জুড়ে রয়েছে হট স্প্রিং। ২০১১ সালে ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রথম এই গোলাপি সোপানের একাংশ আবিষ্কার করেছিলেন। তারপর চলে দীর্ঘ গবেষণা। ২০১৬ সালে তাদের গবেষণার কথা এক জার্নালেও প্রকাশিত হয়েছিল। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর খবর অনুযায়ী গবেষক রেক্স বান জানান, “ধ্বংসের আগে পর্যটকদের সবচে...

১১ জেলেসহ ভারতীয় ট্রলার আটক করলো পাকিস্তান

Image
খুদা দোস্ত কা করম’ নামের ভারতের একটি ট্রলারসহ ১১ জন জেলেকে আটক করেছে দেশটির ম্যারিটাইম সার্ভিলেন্স এজেন্সি (PMSA)। পাকিস্তান এক বিবৃতিতে জানিয়েছে, ওখায় রেজিস্টার করা ট্রলারটি গিয়ে পড়েছিল একটি ‘নো ফিশিং জোনে’, গুজরাটের কচ থেকে ৩৬ নটিক্যাল মাইল দূরে। এরপরই ট্রলারটি আটক করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। অন্যদিকে, আরও একটি ঘটনায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘রাজরতনের’ তৎপরতায় আটক হওয়ার থেকে রেহাই পেল আরও দুটি ট্রলার, ‘মেশব মা’ এবং ‘ সাফিনা-আল-তাহিরি’। ট্রলার দুটিতে ছিলেন ১৯ জন জেলে এবং এ দুটিও ওখাতেই রেজিস্টার করা হয়। খবরে প্রকাশ, জাহাজ দুটিকে তাড়া করেছিল একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ। কারণ সেগুলি নাকি পাকিস্তানি সমুদ্রে ঢুকে পড়েছিল। ঠিক সময়ে ভারতীয় কোস্ট গার্ড ট্রলার দুটিকে উদ্ধার না করলে সেগুলির পাকিস্তানি এজেন্সির হাতে ধরা পড়ার সম্ভাবনা ছিল। ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য, আরব সাগরে ঘটা এই দুটি ঘটনার মধ্যে কতটা দূরত্ব ছিল, তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৮/মাহবুব

চীনকে হারিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ভারতের

Image
আগামী ৩১ অক্টোবর বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য পুরোপুরিভাবে উন্মুক্ত হচ্ছে। ভারতে ‘আয়রন ম্যান অব ইন্ডিয়া’ খ্যাত সরদার বল্লভভাইয়ের সম্মানে নির্মিত হয়েছে এই ভাস্কর্য। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘স্ট্যাচু অব ইউনিটি’ নামে ১৮২ মিটার (৬০০ ফুট) উঁচু রেকর্ড গড়া ওই ভাস্কর্যটির উদ্বোধন করবেন।  সরদার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি দেশটির স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর এসবের স্বীকৃতিস্বরূপ প্রায় দুই হাজার ৯শ' কোটি রুপি খরচ করে তার এই ভাস্কর্য তৈরি করা হলো গুজরাটে। রাজ্যটির আহমেদাবাদ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সাদু বেত এলাকায় এটি নির্মাণ করা হয়েছে। এদিকে, দর্শনার্থীদের দেখার জন্য স্মৃতিস্তম্ভটিতে একটি গ্যালারি করা হবে। সেটির উচ্চতা হবে ১৯৩ মিটার। যাতে একসঙ্গে ২০০ জনকে অর্ন্তভুক্ত করা যাবে। এছাড়া বল্লভভাইয়ের স্মৃতিস্তম্ভটি সাদু বেত এলাকার প্রায় সোয়া তিন কিলোমিটার দূরে নর্মদা বাঁধের কাছে দৃশ্যমান। এদিকে এটি উদ্বোধনের আগ পর্যন্ত ১২৮ মিটার উচ্চতা নিয়ে চীনের স্প্রিং টেম্পল ভাস্কর্য বিশ্বের শীর্ষে রয়েছে। বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২...

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Image
কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছ...

প্রাণী হত্যা কমাবে কৃত্রিম মাংস

Image
প্রতিদিনের খাবারের তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি জাতীয় খাবার থাকাটা খুবই জরুরি। এর মধ্যে শরীরের গঠন উপাদান হিসেবে মুখ্য কাজ করে প্রোটিন। প্রতিদিন ক্যালরির চাহিদার অন্তত ২০ থেকে ৩০ শতাংশ প্রোটিন থেকে পূরণ করা উচিত।   খাবারের এ উপাদান শারীরিক বিকাশে ও মাংসপেশি গঠনে সাহায্য করে। পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার এ প্রোটিনের চাহিদা মেটাতে আমাদের নির্ভর করতে হয় মাছ, দুধ, ডিম এবং মাংসের ওপর। আর মাংসের চাহিদা মেটাতে প্রতিদিনই হত্যা করতে হয় অসংখ্য প্রাণী। হাঁস, মুরগি, গরু, ছাগল, উট, দুম্বা কত ধরনের প্রাণীই না আমাদের হত্যা করতে হয় প্রতিদিন। এ চিন্তা থেকেই বিজ্ঞানীরা বিকল্প মাংসের যোগান খোঁজার প্রচেষ্টা থেকে আবিষ্কার করেছেন কৃত্রিম মাংস। এ মাংস তৈরি করতে বিজ্ঞানীরা দ্বারস্থ হয়েছেন বায়োটেকনোলজির।   বায়োটেকনোলজি ব্যবহার করে টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা হচ্ছে কৃত্রিম মাংস। স্বাদ, গন্ধ একেবারে আসল মাংসের মতোই। শুধু তা-ই নয়, এর  পুষ্টিমানও শতভাগ এক। এ কৃত্রিম মাংসকে ‘কালচারড মাংস’, ‘সিনথেটিক মাংস’, ‘কোষ-কালচারড মাংস’, ‘ভ্যাট মিট’, ‘ল্যাব-উত্পাদিত মাংস’ হিসেবে নামক...

চতুর্মুখী দুর্যোগের হুঁশিয়ারি জাতিসংঘের!

Image
খাবারের অভাব, খাবারের দামের ঊর্ধ্বগতি ও দেশের প্রধান বন্দর এলাকায় যুদ্ধ তীব্র হওয়ায় ইয়েমেনে যেকোনো সময় বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সম্প্রতি সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রমের প্রধান মার্ক লোকোক। এই দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানির আশঙ্কাও করছেন তিনি। এদিকে, বিশ্বে চতুর্মুখী দুর্যোগের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ! দুর্ভিক্ষ, জলবায়ু পরিবর্তন আর মানবসৃষ্ট বিভিন্ন সংঘাতের কারণে চতুর্মুখী দুর্যোগ তৈরি হচ্ছে বিশ্বে। এমন হুঁশিয়ারিবার্তা দিয়েছে জাতিসংঘের খাদ্য সহায়তা বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ডব্লিউএফপি এর সদর দফতর রোমে গত মঙ্গলবার (১৬ অক্টোবর) সংস্থাটির প্রধান ডেভিড বিয়াসলি এ হুঁশিয়ারি দেন।  ডেভিড বিয়াসলি বলেন, প্রচণ্ড আতঙ্কে রয়েছি, আমরা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। জাতিসংঘের লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়া হবে। কিন্তু তিনটি বাধার কারণে এ লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে না। যার মধ্যে রয়েছে- সংঘাত, জলবায়ু পরিবর্তন, নিম্নমুখী অর্থনীতি। বিয়াসলি বলেন, ক্ষুধা ও অপুষ্টির কারণে প্রতি পাঁচ থেকে দশ সেকেন্ডে একজন ...

স্বামীর সাজানো মৃত্যুকে সত্য ভেবে সন্তানসহ স্ত্রীর আত্মহত্যা

Image
ইন্স্যুরেন্স জালিয়াতির জন্য স্বামী গাড়ি দুর্ঘটনার নাটক সাজিয়ে রটিয়ে দিয়েছিল নিজের মৃত্যুর খবর। স্বামীর মৃত্যুর খবর পেয়ে শোকে স্ত্রী দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি অনলাইনে ‘সুইসাইড নোট’ লিখে যান। ঘটনাটি চীনের হুনান প্রদেশের শিনহুয়া কাউন্টিতে। পুলিশ লোকটির নাম ‘হে’ বলে জানিয়েছে। ট্রাজিক ঘটনার পর হে নিজেই ধরা দেন পুলিশের কাছে। পুলিশ বলছে, গত সেপ্টেম্বরে হে এক মিলিয়ন ইউয়ানের জীবন বীমা করেন। তিনি এটা স্ত্রীকে জানাননি। গত ১৯ শে সেপ্টেম্বর হে ধার করা গাড়িতে চেপে দুর্ঘটনার নাটক সাজান। দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে এমন ধারণা দেয়ার চেষ্টা করেন। হে ঋণগ্রস্থ হয়ে পড়েছিলেন। তার নামে এক লাখ ইউয়ানের ঋণ ছিল। গত ১১ই অক্টোবর হে’র ৩১ বছর বয়সী স্ত্রী তার ৪ এবং ৩ বছর বয়সী দুই শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করেন। সুইসাইড নোটে তিনি লিখেছিলেন, তিনি স্বামীর সঙ্গী হতে যাচ্ছেন। তার ইচ্ছে তারা চারজন আবার যেন একসঙ্গে মিলতে পারেন। -বিবিসি ইত্তেফাক/আরকেজি

কেবিনে ধোঁয়া, মেলানিয়া ট্রাম্পের বিমানের জরুরি অবতরণ

Image
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণ করেছে। গতকাল বুধবার মেলানিয়া ওয়াশিংটন থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিলেন। বিমানে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, কেবিনে ধোঁয়া দেখা দেওয়ায় বিমানটি ওড়ার ১০ মিনিট পর অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করে। মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র স্টিফেনি গ্রিসাম বলেন, বিমানে সামান্য কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। ফার্স্ট লেডি মেলানিয়াসহ সবাই সুন্দর এবং নিরাপদে আছেন। তিনি জানান, ফিলাডেলফিয়ার একটি হাসপাতাল পরিদর্শন করার কথা ছিল মেলানিয়া ট্রাম্পের। - এনডিটিভি ইত্তেফাক/আরকেজি

পাকিস্তান সীমান্তে ১৪ ইরানি নিরাপত্তা সদস্য অপহৃত

Image
পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানের লুলাকদান এলাকা থেকে ইরানের নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্যকে সন্ত্রাসীরা অপহরণ করেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর পার্সটুডের। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইরানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অপহৃতদের মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে অপহরণ করা হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এক টুইটার বার্তায় অপহরণের দায়িত্ব স্বীকার করেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা এ অপহরণের সঙ্গে জড়িত। অপহৃতদের উদ্ধারের জন্য ইরানের নিরাপত্তা বাহিনী প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান সীমান্ত থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে আসছে ইরান। বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৮/হিমেল